BADC উপ-সহকারী পরিচালক / পরিদর্শক পদের প্রশ্ন সমাধান-২০২০

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (BADC)

উপ-সহকারী পরিচালক/পরিদর্শক পদের প্রশ্ন সমাধান-২০২০



বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (BADC)
উপ-সহকারী পরিচালক / পরিদর্শক পদের প্রশ্ন সমাধান-২০২০
পরীক্ষার তারিখঃ ৫ ডিসেম্বর ২০২০
Exam Taker: Marketing Department,
সময়: ৯০ মিনিট  পূর্ণ নম্বর: ৮০
Section-A (MCQs) নম্বর: ২০ সময়: ৩০ মিনিট
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

মুক্তিযুদ্ধেরসময় সন্ত বাংলাদেশকে কয়টিসেক্টরে বিভক্ত করা হয়েছিল?

ক) ১১ টি খ) ৭ টি গ) ৩টি ঘ) ১৭ টিউত্তরঃ

 ক) ১১ টি

নির্মাণাধীনপদ্মা সেতুর দৈর্ঘ্য কতহবে?

ক) ৬.২৫ কিমিখ) ৬.১৫ কিমিগ) ৫.১৫ কিমিঘ) ৫.২৫ কিমি

উত্তরঃখ) ৬.১৫ কিমি

বাংলাদেশকত সালে জাতিসংঘের সদস্যপদলাভ করে?

ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪সালে ঘ) ১৯৭৮ সালে

উত্তরঃগ) ১৯৭৪সালে

২০২২সালের ফিফা বিশ্বকাপ ফুটবলকোথায় অনুষ্ঠিত ?

ক) ইংল্যান্ডখ) ব্রাজিলগ) আর্জেন্টিনাঘ) কাতার

উত্তরঃঘ) কাতার

বাংলাদেশেরএকমাত্র পাহাড়-বিশিষ্ট দ্বীপকোনটি ?

ক) পাহাড়পুর খ) কুতুবদিয়া গ) নিঝুম দ্বীপ ঘ) মহেশখালি

উত্তরঃঘ) মহেশখালি

বাংলাদেশেরবৃহত্তম দ্বীপ কোনটি?

ক) হাতিয়া খ) সেন্ট মার্টিনগ) ভোলা ঘ) সন্দ্বীপ

উত্তরঃগ) ভোলা

পাটেরজন্মরহস্য উদ্ভাবনে গবেষণা করেন কে?

ক) ড.মোহাম্মদছিদ্দিকুল্লাহখ) ড. মাকসুদুলআলমগ) ড. বাহাদুরমিয়াঘ) ড. মোবারকআহমদখান

উত্তরঃখ) ড. মাকসুদুল আলম

Joe খiঘen Jr. মার্কিন যুক্তরাষ্ট্রের কত তম প্রেসিডেন্টনির্বাচিত হলেন?

ক) ৪৬ তম খ) ৪৫ তম গ) ৪৪তম ঘ) ৪৭ তম

উত্তরঃক) ৪৬তম

গণিত অংশসমাধানঃ

০.২ x ০.০২x ০.০০২ x ০.০০০২= কত?

ক) ০.০০০০০০০০১৬খ) ০.০০০০০১৬গ) ০.০০১৬ঘ)০.০০০০০০০১৬

উত্তরঃক) ০.০০০০০০০০১৬

১০ -২+(-২)-{(-২)] -২এর মান কত?

ক) -৬ খ) -৪গ) -২ ঘ) 8

উত্তরঃখ) -৪

১১ একটিপণ্য ২০% ক্ষতিতে ৫৫২টাকায় বিক্রয় করা হয়পণ্যটির ক্রয় মূল্য কতটাকা?

ক) ৬০০ খ) ৬৪২গ) ৬৯০ ঘ) ৫৮০

উত্তরঃগ) ৬৯০

১২ পিতাও মাতার বয়সের গড়৪৫ বছর আবারপিতা, মাতা ও পুত্রেরবয়সের গড় ৩৬ বছর পুত্রেরবয়স কত?

ক. ২০ বছর খ. ১৪ বছর গ. ১৬বছর ঘ. ১৮ বছর

উত্তরঃঘ. ১৮বছর

১৩ কোনসখ্যাটি বৃহত্তম?

ক) ০.৩০খ)০.৯০গ) ৪/৫ঘ) ২/৩

উত্তরঃখ)০.৯০

১৪ ৬টিসংখ্যা পরপর দেয়া আছেযদিপ্রথম৩টিসংখ্যারযােগফল১৮৩হয়, তবেশেষ৩টিসংখ্যারযােগফলকত? ক) ১৯০খ) ১৯২গ) ১৯৬ঘ) ২০২

উত্তরঃখ) ১৯২

১৫ ২৮º কোণের সম্পূরক কোণের পরিমাপ কত?

ক) ১৫০º খ) ১৫১º গ) ১৫২º ঘ) ১৫৩º

উত্তরঃগ) ১৫২º

১৬ একটিসংখ্যার বর্গ তার বর্গমূলেরচেয়ে ১৪ বেশি হলেসংখ্যাটি কত?

ক) ৪ খ) ৩গ) ২ ঘ) ১৬

উত্তরঃক) ৪

বাংলা অংশসমাধানঃ

১৭. “সকলের জন্য প্রযোজ্য” এক কথায় কি হবে?

ক) সর্বজনীন খ) সার্বজনীন গ) সর্বজন স্বীকৃত ঘ) সর্বজন গ্রাহ্য

উত্তরঃক) সর্বজনীন

ব্যাখ্যাঃএককথায় সর্বজনীন মানে সর্বসাধারণের জন্য যেমনঃসর্বজনীন অনুষ্ঠান আরসার্বজনীন মানে সকলের মধ্যেপ্রবীণ বা জ্যেষ্ঠযেমনঃ সভায় সুমন সাহেবসার্বজনীন ব্যক্তি ছিলো

১৮. “খুব বিপদ” এরঅর্থ প্রকাশক বাগধারা কোনটি?

ক) অকূল পাথার খ) গোঁফ খেজুরে গ) শকুনিমামা ঘ) রাবণের চিতা

উত্তরঃক) অকূলপাথার

১৯. ”মৌমাছি” কোন সমাস?

ক) কর্মধারয়সমাসখ) বহুব্রীহিসমাসগ) দ্বিগুসমাসঘ) অব্যয়ীভাবসমাস

উত্তরঃক) কর্মধারয় সমাস ব্যাখ্যাঃ মৌমাছি=মৌ সংগ্রহকারি মাছি= মধ্যপদলোপী কর্মধারয়

২০. সারেং বৌ উপন্যাসটিররচয়িতা কে?

ক) আহসান হাবীব খ) শহীদুল্লাহ কায়সার গ) আনিসচৌধুরী ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃখ) শহীদুল্লাহকায়সার

২১. “সংশয়” শব্দটির বিপরীতশব্দ কোনটি?

ক) অলক খ) নিশ্চয়গ) কর্মঠ ঘ) দহন

উত্তরঃখ) নিশ্চয় (প্রত্যয়)

২২. কোন শব্দটি সঠিক?

ক) স্থায়িত্ত খ) স্থায়ীত্ব গ) স্থয়ীত্ব ঘ) স্থা‌য়িত্ব

উত্তরঃঘ) স্থা‌য়িত্ব ২৩. “শুক” শব্দের স্ত্রীবাচক শব্দকোনটি?

ক) সারী খ) শাড়ীগ) খাড়ী ঘ) সারি

উত্তরঃক) সারী (শুক অর্থপাখি)

২৪. “বিনে স্বদেশী ভাষামিটে কি আশা” এখানে”বিনে” কি অর্থে ব্যবহৃতহয়েছে?

ক) প্রয়োজনেখ) আবশ্বিকতাগ) ব্যতিরেকেঘ) সঙ্গে

উত্তরঃগ)ব্যতিরেকে

ব্যতিরেকে ইংরেজীঅংশ সমাধানঃ

২৫. Can you guess _____ her age?

A) at B) of C) on D) with

উত্তরঃD) with

২৬. The synonym for the word “reduce” is?

A) enlarge B) lessen C) broaden D) amplify

উত্তরঃB) lessen

২৭. Which word has correct spelling?

A) comission B) commision C) commission D) coommission

উত্তরঃC) commission

২৮. The noun of the word “add” is______

A) adding B) additive C) added D) addition

উত্তরঃD) addition

২৯. The meaning of the underlined phrase in the sentence ‘please look into the matter?’

A) take care of B) observe C) praise D) investigate

উত্তরঃD) investigate

৩০. Jane: ‘Are you going to the dance on Friday?’ Mary: No, I’m not. I _____ School dances; they’re loud,hot, and crowded!’

A) not enjoy B) don’t enjoy C) have not enjoyed D) am not enjoying

উত্তরঃB) don’t enjoy

৩১. I have ______ problems.

A) a lots of B) a lot of C) lot many a D) lot

উত্তরঃB) a lot of

৩২. The Lion is the beast of prey -এরসঠিক বাংলা কোনটি?

A) সিংহশিকারী পশু B) সিংহশিকার করে C) সিংহপ্রার্থনা করে D) সিংহপশুর রাজা

উত্তরঃA) সিংহ শিকারী পশু

Section-B (Descriptive) নম্বর: ৬০ সময়: ৬০ মিনিট

বাংলা অংশ সমাধানঃ (নম্বর ১০) 

. এক কথায় প্রকাশকরুন

(i) যাবলা হয়নি=উত্তরঃ অনুক্ত

(ii) এখনোআসে নাই এমন=উত্তরঃঅনাগত

(iii) মৃতেরমত অবস্থা যার=উত্তরঃমুমূর্ষু

(iv) যেব্যাক্তি উপকারীর অপকার করে= উত্তরঃকৃতঘ্ন

. বাগধারার অর্থ লিখুন

(i) তামারবিষ=উত্তরঃ অর্থের কুপ্রভাব

(ii) শাখেরকরাত= উত্তরঃ উভয় সংকট

(iii) অরণ্যেরোদন= উত্তরঃ নিষ্ফল আবেদন

(iv) দুধেরমাছি=উত্তরঃ সুসময়ের বন্ধু

. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

(i) সাপেনেউলে=উত্তরঃ সাপে নেউলে= অলুক দ্বন্দ্ব

(ii) মনমাঝি=উত্তরঃ মন রূপমাঝি= রুপক কর্মধারয়

(iii) প্রাণপ্রিয়= উত্তরঃ প্রাণের চেয়ে প্রিয়=পঞ্চমীতৎপুরুষ বা অপাদান তৎপুরুষসমাস

(iv) রাজনীতি=উত্তরঃ রাজার নীতি=৬ষ্ঠী তৎপুরুষ (রাজারঅনুসৃত নীতি= মধ্যপদলোপী কর্মধারয়)

৪. “পরিবেশ সংরক্ষণে বনায়ন” বিষয়ে একটি রচনা লিখুন।

উত্তরঃ 

ইংরেজী অংশ সমাধানঃ 

৫. Translate the following sentences from bangla to english : 

(i) মধু খেতে মিষ্টি=উত্তরঃ Honey is sweet when it is tasted (Honey tastes sweet) 

(i) ট্রেনটি সকাল নয়টায় ছাড়ে=উত্তরঃ The train leaves at 9 AM in the morning. 

(i) মশি মামা পুকুরে মাছ ধরছিলেন=উত্তরঃ Moshi uncle was fishing in the pond. 

৬. Make the sentences with meaning using the following idioms: 

(i) For good উত্তরঃ (চিরতরে) – Humayun Ahmed has left us for good. 

(i) On and on উত্তরঃ (একটানা) – He runs 2 miles on and on everyday. 

(i) In a nutshell উত্তরঃ (সংক্ষেপে) – Please tell me the evet in a nutshell. 

৭. Write a paragraph on “ Importance of corruption-free society”

উত্তরঃ 

কৃষি বিষয়ভিত্তিক অংশ সমাধানঃ -বিভাগ 

৮. ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কি? 

উত্তরঃ এস্টার 

৯. তুত কোন শিল্পে ব্যবহৃত হয়? 

উত্তরঃ বস্ত্র শিল্পে 

১০. কোন সার ব্যবহারে অম্লতা (Acidity) বৃদ্ধি পায়? 

উত্তরঃ টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) 

১১. পিঁয়াজের কান্ড কোন ধরনের? 

উত্তরঃ রূপান্তরিত কাণ্ড 

১২. হলটেয়ার (Holtair) থাকে কোন পোকায়? 

উত্তরঃ মাছি 

১৩. ডুমুর কোন জাতীয় ফল? 

উত্তরঃ যৌগিক ফল (যখন একটি পুষ্পমঞ্জরির সব ফুল মিলে একটি ফলে পরিণত হয় তখন সে ফলকে যৌগিক ফল বলে। যৌগিক ফলের ভেতরে অসংখ্য বীজ থাকে। যেমন- আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি।) 

১৪. প্লাংকটন (Plankton) কি? 

উত্তরঃ প্লাংকটন হলো পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। এক কথায় বলতে গেলে মাছের প্রাকৃতিক খাবারকে প্লাংকটন বলে। 

১৫. বোর্দো মিক্সার (Bordeaux mixture) এর কার্যকারী অনুপাত কত? 

উত্তরঃ তুঁত, চুন এবং পানির অনুপাত হবে ১:১:১০০ 

১৬. বীজ তুলা থেকে বীজ ছাড়ানোকে কি বলে? 

উত্তরঃ জিনিং

১৭. হার্ডেনিং (Hardening) কখন করতে হয়? 

উত্তরঃ হার্ডেনিং করা হয় চারা বীজতলা থেকে মূল জমিতে স্থানান্তরের সময়। 

১৮. বাংলাদেশ মহিষ প্রজনন খামার কোথায় অবস্থিত? 

উত্তরঃ বাগেরহাট 

১৯. সিম, সরষা, লাউ, শশা, মিষ্টি কুমড়ায় কোন ধরনের অঙ্কুরোদগম হয়? 

উত্তরঃ মৃৎভেদী অঙ্কুরোদগম ( যে অঙ্কুরোদগম প্রক্রিয়ায় বীজপত্রসহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তাকে মৃৎভেদী অঙ্কুরোদগম বলে। যেমন-তেঁতুল, কুমড়া,পিঁয়াজ, শিম ইত্যাদি।) 

২০. কোন উদ্ভিদে নডিউল হয়? 

উত্তরঃ শিমজাতীয় উদ্ভিদের মূলে নডিউল হয় (Leguminosae গোত্রের উদ্ভিদের মূলে নডিউল দেখা যায়) 

২১. এপিকালচার কি? 

উত্তরঃ মৌমাছি পালন 

২২. কম্পোস্ট কোন প্রকারের সার? 

উত্তরঃ কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদ জাত দ্রব্য থেকে তৈরিকৃত জৈব সার। 

২৩. টুমরো রোগের কারণ কি? 

উত্তরঃ রাইস টুংরো ভাইরাস (Rice Tungro Virus) নামক এক ধরনের অতি সূক্ষ্ম জীবাণু দ্বারা এ রোগ হয়ে থাকে।

২৪. মাটির স্পর্শ ছাড়া কৃষিকে কি বলে? 

উত্তরঃ হাইড্রোফনিক বা পানিতে চাষাবাদ। 

২৫. ট্রাইকোডার্মা (Trichoderma) কি? 

উত্তরঃ ট্রাইকোডার্মা হচ্ছে মাটিতে মুক্তভাবে বসবাসকারি উপকারি ছত্রাক- যা উদ্ভিদের শিকড়স্থ মাটি, পঁচা আবর্জনা ও কম্পোস্ট ইত্যাদিতে অধিক পরিমাণে পাওয়া যায়। 

খ-বিভাগ 

২৬. নাইট্রিফিকেশন (Nitrification) বলতে কি বুঝায়? 

উত্তরঃ অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিনত করাকে নাইট্রিফিকেশন বলে । অর্থাৎ যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্থ অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে।

২৭. ধান গাছের বৃদ্ধির পর্যায়গুলো লিখুন। 

উত্তরঃ ধান গাছের বৃদ্ধির পর্যায়গুলো প্রধানতঃ ১. দৈহিক বৃদ্ধি পর্যায় ২. জনন পর্যায় ৩. পরিপক্ক পর্যায়। 

২৮. গ্রীন হাউস ইফেক্ট বলতে কী বোঝায়? উত্তরঃ উচ্চ অক্ষাংশে শীতপ্রধান উন্নত দেশসমূহে শাক-সবজি উৎপাদনের জন্য তৈরী বিশেষ একধরনের কাঁচের ঘরকে সবুজ ঘর বা গ্রীন হাউস (Green House) বলা হয়ে থাকে।

গ-বিভাগ 

২৯. মাটির উর্বরতা (Soil Fertility) ও উৎপাদনশীলতা (Productivity) বলতে কী বোঝায়? মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি করা যায়?

উত্তরঃ


মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post