কাজী নজরুল ইসলাম (১৮৯৯- ১৯৭৬)



প্রশ্ন ১: কাজী নজরুল ইসলামের কটি গ্রন্থ নিষিদ্ধ হয়?
উত্তর: ৫টি। যথা- যুগবানী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, বিশের বাঁশী, চন্দ্রবিন্দু।
প্রশ্ন ২: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর: ব্যথার দান।
প্রশ্ন ৩: কাজী নজরুল ইসলামের প্রথ কাব্য গ্রন্থের নাম কী এবং কাকে উৎসর্গ করেন?
উত্তর: অমিবীণা, বিপ্লবী রবিন্দ্রকুমার ঘােষকে।
প্রশ্ন ৪: কাজী নজরুল ইসলামের সঞ্চিতা’ গ্রন্থে কাকে উৎসর্গ করেন?
উত্তর: নবীন্দ্রনাথ ঠাকুরকে।
প্রশ্ন ৪: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তর: মুক্তি।
প্রশ্ন ৫: কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বাধনহারা।
প্রশ্ন ৬: কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ নাম কী?
উত্তর: ঝিলিমিলি।
প্রশ্ন ৭: নজরুল পরিচালিত চলচ্চিত্রের নাম কী?
উত্তর: ধূপছায়া।
প্রশ্ন ৮ : কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড় কে সুবন করেছেন কেন?
উত্তর: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে।
প্রশ্ন ৯: ‘নানী” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: সাম্যবাদী।
প্রশ্ন ১০; “পম -গাথরে” গল্পটির রচিয়তা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ১১: “ঈশ্বর” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তগত?
উত্তর: সাম্যবাদী।
প্রশ্ন ১২ : ‘অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা কয়টি?
উত্তর: ১২টি।
প্রশ্ন ১৩; কোন সাহিত্যিক ‘ব্যাঙাচি সুমনামে লিখতেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ১৪ : কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরন করেন?
উত্তর: আনন্দময়ীর আগমনে।
প্রশ্ন ১৫: কাজী নজরুল ইসলাম রচিত কোনটি?
উত্তর: পদ্ম গােখরা।
প্রশ্ন ১৬: কোন কবির স্মৃভিবিজড়িত ত্রিশাল থানাটি?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ১৭: কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নম?
উত্তর: বালুচর।
প্রশ্ন ১৮: কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
উওর: কুহেলিকা।
প্রশ্ন ১৯ ‘শিউলী-মালা' গল্পের লেখক কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ২০ : কাজী নজরুল ইসলামের প্রেমের কান্য কোনটি?
উত্তর: দোলনচাঁপা।
প্রশ্ন ২১: কাজী নজরুল ইসলাম ৭৩ সালে একুশে পদক পান?
উত্তরঃ ১৯৭৬ সালে।
প্রশ্ন ২২: কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি?
উত্তরঃ বিদ্রোহী।
প্রশ্ন ২৩; কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলা সরকার কাজী নজরুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিতে আসেন?
উওর: ১৯৭২ সালের ২৪মে।
প্রশ্ন ২৪: কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকা আসেন??
উত্তর: ১৯২৬ সালে।
প্রশ্ন ২৫: কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি?
উত্তর: নদী বক্ষ।
প্রশ্ন ২৬: বাঁধন হারা' উপন্যাসের রচিয়তা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ২৭: কাজী নজরুল ইসলামের জীবন কাল কোনটি?
উত্তর: ১৮-১৯৭৬ সালে
প্রশ্ন ২৮: কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
উত্তর: ১১ জ্যৈষ্ট।
প্রশ্ন ২৯: কাজী নজরুল ইসলামে কে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে?
উত্তর: ১৯৭৪।
প্রশ্ন ৩০: পূজাৱীনি কবিতাটির লেখক কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ৩১: কোনটি কবি কাজী নজরুল ইলামের উপন্যাস?
উত্তর: মৃত্যুক্ষুধা
প্রশ্ন ৩২: কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
উত্তর: পুলের হাওয়া।
প্রশ্ন ৩৩; বাংলাদেশের সংগীতে রচিতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ৩৪: ‘রুদ্রমঙ্গল' কার লেখা?
উওর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ৩৫; ‘চত্রবাক' গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ৩৬: বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলামের জন্ম বাংলার কোন সালে?
উত্তর: ১৩০৬।
প্রশ্ন ৩৭: কাজী নরুল ইসলামের জন্ম কোন সালে?
উওর: ১৮৯৯ সালে।
প্রশ্ন ৩৮: কাজী নরুল ইসলামের জন্মস্থান?
উত্তর: বর্ধমান।
প্রশ্ন ৩৯: বাংলাদেশের কোন স্থানাটি বিদ্রোহী কবি কাজী নরুল ইনলামের সৃতির সাথে জড়িত?
উত্তর: দরিরামপুর।
প্রশ্ন : ৪০: কবি কাজী নরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালযের মসজিদের পাশে।
প্রশ্ন ৪১: কাজী নরুল ইসলামকে কোন সালে তারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন ৪২: ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে
উত্তর: ১৯৪৭ সালে।
প্রশ্ন ৪৩ : কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মান করা হয?
উত্তর: কানাডা।
প্রশ্ন ৪৪: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উত্তর; বাউন্ডেলের আকাহিনী।
প্রশ্ন ৪৫: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উত্তর: ব্যথার দান।
প্রশ্ন ৪৬: ‘ব্যথার দান বইয়ের লেখক কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ৪৭: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি?
উত্তরঃ ব্যথার দান।
প্রশ্ন ৪৮: কাজী নজরুল ইসলাম রচিত ‘ব্যথার দান’ কেন শ্রেনীর রচনা?
উত্তর : গল্প
প্রশ্ন ৪৯: নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা?
উত্তর: পদ্ম গােখরা।
প্রশ্ন ৫০: কোনটি নজরুলের রচনা?
উত্তর: চোখে ছাতক।
গ্রম্ন ৫১: নিম্নোক্ত গ্রন্থগুলাের মধ্যে যেটি সেটির নাম লিখুন-
উত্তর: শিউলিমালা।





Saaomcq





  • * নজরুলের কাব্যগ্রন্থগুলাে কি কি?
    উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট,প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, কিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, ঝিঙ্গেফুল, বিষের বাশি, দোলনচাঁপা
  • * উপরের কাব্যগ্রন্থগুলাে ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
    কোনাে এক সন্ধ্যায়, নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয়,অমিলীলা দেখে সাত ভাই চম্পা, দোলনচাঁপা ও ফনিমনসামা, চক্রবাক হয়ে সর্বহারার মতাে ঝড় হাওয়ার গতিতে জিঞ্জিরার দিকে ছুটতে লাগল৷ সাম্যবাদী মরুভাস্কলেরা, শেষ সওগাত , কিসেফুল ও নিষেন্ন ৰার্নি হাতে নিয়ে সিন্দুহিন্দোলের দিকে এগিয়ে চললেন।




Saaomcq


Post a Comment

Previous Post Next Post