BINA (বিনা) বৈজ্ঞানিক সহকারী -২ পদের প্রশ্নের সমাধান-২০২১

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট

বৈজ্ঞানিক সহকারী -২ পদের প্রশ্নের সমাধান-২০২১


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
বাকৃবির, ময়মনসিংহ ২২০২
নিয়োগ পরীক্ষা, ২০২১
পদের নাম ঃ বৈজ্ঞানিক সহকারী -২

লিখিত পরীক্ষার পূর্ণমানঃ ৮০, সময়: ১,৩০ মি


১। বৈজ্ঞানিক নাম লিখুন:
টমেটো - Solanum lycopersicum
গম - Triticum Aestivum
চীনাবাদাম - Arachis hypogaea
কাঠাল - Artocarpus heterophyllus
পেঁয়াজ - Allium Cepa
২। পূর্ণ নাম লিখ-
CGIAR - Consultative Group on International Agricultural Research
GMO - Genetically modified organisms
ICRISAT -International Crops Research Institute for the Semi-Arid Tropics
CIRDAP - Centre on Integrated Rural Development for Asia and the Pacific
CIMMYT - International Maize and Wheat Improvement Center
৩। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
(i)FAO বাংলাদেশের কোন চাষ পদ্ধতিকে ৰালি গ্রোব্যালি হেরিটেজ হিসাৰে আকৃতি নিয়েছে?

উঃ

(ii) বাংলাদেশে Agro Ecological Zone কয়টি?

উঃ ৩০ টি

(iii) জিংক সমৃদ্ধ চায়টি ধানার জাতের নাম লিখুন

উঃ ব্রি ধান-২৮ এবং ব্রি ধান-২৯ ব্রি ধান ৭২ এবং ব্রি ধান ৬২

(iv) সবুজ বিপ্লবের জনক কে?

উঃ বিখ্যাত মার্কিন কৃষিবিজ্ঞানী এবং শান্তিতে নোবেল বিজয়ী নরম্যান বোরলাউগ

(v) চারটি লবণ সহিষ্ণু ফসলের জাতের নাম লিখুন।
৪। মুক্তিকায় জৈব ও খনিজ পদার্থের শতকরা পরিমাণ কত?
উঃ ৫% ও ৪৫%
৫। ধানেয় কোমােজোম সংখ্যা?
উঃ ২৪ টি
৬। ATP ও NADP এর পূর্ণরুপ লিখুন?
Adenosin triphosphate
Nicotinamide adenine dinucleotide phosphate
৭। ডিএপি সার ব্যবহারে ইউরিয়ার ডোজ থেকে কি পরিমাণ সার কম ব্যবহার করতে হয় ?
উঃ ৩০-৩৫ ভাগ
৮। টিএসপি এবং ইউরিয়া সারে যথাক্রমে ফসফরাস ও নাইট্রোজেনের পরিমাণ কত?
উঃ ফসফরাস ২০% নাইট্রোজেন ৪৬%
৯।গ্রীন হাউজ প্রভাবের জন্য প্রধানত কোন ২টি গ্যাস বেড়ে যায়?
উঃ কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড।
১০। ধরিত্রী সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ ব্রাজিলের রিও ডি জেনিরোতে
১১। চুনসমৃদ্ধ মৃত্তিকায় কোন কেমিক্যাল বেশি থাকে?
১২। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত ভাগ?
উঃ ৭৮.০২
১৩। জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান কবে কথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৭ মার্চ ১৯২০ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)।
১৪। ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে। উক্তিটি কার?
উঃ ফিদেল ক্যাষ্ট্রো
১৫। এক কথায় প্রকাশ করুন:

হরিণের চামড়া - অজিন

যে নারীর স্বামী বিদেশে বাস করে- প্রােষিতভর্তৃকা

কী করিতে হইবে তাহা বুঝিতে পারে না যে- কিংকর্তব্যবিমূঢ়

যে রমণীর স্বামী ও পুত্র নাই- অবীরা
১৬। বাগধারার অর্থ লিখুন:

চাঁদের হাট- প্রিয়জনদের সমাগম

বিড়ালের আড়াই পা- বেহায়াপনা

গৌরচন্দ্রিকা - ভূমিকা

তুলসী বনের বাঘ- ভণ্ড
১৭। সন্ধি বিচ্ছেদ করুন:

অন্তরীপ - অন্তঃ+ঈপ

রত্নাকর - রত্ন+ আকর

দ্বৈপায়ন - দ্বীপ + অয়ন

কুজ্ঝটিকা- কুৎ + ঝটিকা
১৮। রচয়িতার নাম লিখুন:

আমি বিজয় দেখেছি- এম.আর. আখতার মুকুল

সংশপ্তক- শহীদুল্লাহ কায়সার

তিতাস একটি নদীর নাম- অদ্বৈত মল্লবর্মণ

অগ্নিবীনা- কাজী নজরুল ইসলাম
১৯। কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন?

উঃ আনন্দময়ীর আগমনে
২০l বাংলা গীতি কবিতার ভােরের পাখি কে?

উঃ বিহারীলাল চক্রবর্তী
২১। T.S. Eliot এর The Journey of the Magi কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর অনুদিত রুপ কি?

উঃ তীর্থযাত্রী
২২। “সবকটা জানালা খুলে দাওনা' গানটির গীতিকার কে?

উঃ নজরুল ইসলাম বাবু
২৩। Translate into English
(i) জহরীই জহর চেনে, (ii) গুড়িগুড়ি বৃষ্টি পড়িতেছে, (iii) সে কোনরকমে এসএসসি পাশ করিল, (iv) অর্থই অনর্থের মূল, (v) মৌমাছি পরিশ্রমের আদর্শ


২৪। Fill in the gaps
(1) The train touches ---- all the stations, (ii) It has been raining------ and dogs, (iii) If I….. a king, I would eaten all rice with molasses, (iv)…. I was walking the garden, I saw a snake, (v) You, he and I-------present in class.


২৫। Translate into Bengali
(1) Every dog is a lion at home, (ii) Pearls before swine, (iii) Using a thorn to remove a thorn, (iv) Misfortune never comes alone, (v) Barking dogs seldom bite
২৬। x+y-2xy-1 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
২৭৷ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য ১২০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হইতে হইবে?

সমাধান ঃ

২০% লাভে বিক্রয় মুল্য ১২০ টাকা।

ক্রয় ও বিক্রয় মুল্যার মধ্য পার্থক্য হল (১২০-১০০)=২০টাকা

পার্থক্য ২০ হলে বিক্রয় মুল্য ১২০ টাকা

পার্থক্য ১ হলে বিক্রয় মুল্য ১২০/২০ টাকা

পার্থক্য ১২০ হলে বিক্রয় মুল্য (১২০ * ১২০)/২০=৭২০ টাকা

৭২০ টাকা (উত্তর)

 
২৮I P-q=r হলে p3-q3-r3 = কত ?






Post a Comment

Previous Post Next Post