মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-১

 


মাঠ ফসলের চাষাবাদ-১

ইউনিট-১





১। কাগজ উৎপাদনে কোটি ব্যবহৃত হয়?





   উঃ বাশঁ ,গেওয়া, সুন্দরী, পাট





২। নেশা ফসল কোনটি?





   উঃ তামাক,





৩। বৈদেশিক মুদ্রা আয়ের উৎস কোনটি?





   উঃ চা,পাট, তামাক





৪। কোনটি কৃষিতাত্ত্বিক ফসল?





   উঃ ধান





৫। কোনটি উদ্যানতাত্ত্বিক ফসল?





   উঃ আলু, আনারস, পেঁপে





৬। কৃষিতাত্ত্বিক ফসলের জন্য কোনটি ঠিক?





   উঃ প্রতিটি গাছের আলাদাভাবে যত্নের প্রয়ােজন হয় না





৭। উদ্যানতাত্ত্বিক ফসলের জন্য কোনটি ঠিক?





   উঃ বেশি যত্নের প্রয়ােজন হয়।





৮। সবুজ সার হিসেবে কোনটি ব্যবহৃত হয়।





   উঃ ধৈঞ্চা গাছ,শপাট,মাষকালাই





৯। পানীয় শিল্পে ব্যবহৃত ফসল কোনটি?





   উঃ চা, কফি





১০। প্রত্যক্ষ বা পরােক্ষভাবে উপকার পাওয়ার জন্য যে সকল উদ্ভিদের চাষাবাদ করা হয়, তাদের কি বলে-





   উঃ ফসল





১১। কাগজ উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় না?





   উঃ তুলা





১২। সুগন্ধি শিল্পে কোনটি ব্যবহৃত হয়?





   উঃ কপুর





১৩। পরিচর্যার ভিন্নতার উপর নির্ভর করে ফসলকে কয় শ্রেনীতে ভাগ করা যায়?





   উঃ ২ শ্রেণীতে





১৪। হলুদ, জাফরান, নীল, কুসুম ফুল কোন শিল্পে ব্যবহৃত হয়?





   উঃ রঙ শিল্পে





১৫। কোন ধরনের বীজতলার চারা অধিক সহনশীল, কুঁশি তাড়াতাড়ি জন্মে ও সংখ্যায় বেশি হয়?





   উঃ শুকনা বীজতলা





১৬! কোন ধরনের বীজতলার চারার বর্ধন হার বেশি ও বেশ সতেজ হয়ে থাকে?





   উঃ ভিজা বীজতলা





১৭। পাট ও তুলা ফসল চাষ করার জন্য কয়টি চাষ ও মই দিতে হয়?





   উঃ ৬-৮ টি





১৮। এক হেক্টর আদর্শ বীজতলায় উৎপন্ন চারা দিয়ে কয় হেক্টর জমি রােপন করা সম্ভব?





   উঃ ১৫ হেঃ





১৯। তামাক ফসল চাষ করার জন্য কয়টি চাষ ও মই দিতে হয়?





   উঃ ৮-১০ টি





২০। গম, ভুট্টা ও আখ ফসল চাষ করার জন্য কয়টি চাষ ও মই দিতে হয়?





   উঃ ৪-৬ ট





মাঠ ফসলের চাষাবাদ-১, ইউনিট-১





২১। জমি উত্তমরূপে প্রত করার প্রয়ােজনীয়তা কি?





   উঃ অংকুরােদগম ও মূলের বৃদ্ধি সহজতর করা





২২। জমির আয়তন বড় হলে কিভাবে বীজতলা তৈরি করবেন?





   উঃ লাঙ্গলের দ্বারা কর্ষণ করে





২৩। চাষের সাহায্যে আগাছাকে মাটি দ্বারা ঢেকে দিলে কোনটি সাধিত হয়?





   উঃ জৈব পদার্থ যােগ হয়





২৪। বীজতলা সাধারণত কয় প্রকার?





   উঃ ৪





২৫। রােপা আমন ধানের জন্য সাধারণত কোন ধরনের বীজতলার তৈরি করা হয়?





   উঃ ভিজা





২৬। শুকনা বীজতলার ক্ষেত্রে কোনটি প্রয়ােজন?





   উঃ শুকনা অবস্থায় চাষ দেয়া





২৭। ভাসমান বীজতলা সাধারণত ব্যবহৃত হয়-





   উঃ রােপা ধানের ক্ষেত্রে





২৮। দাপগ বীজতলা তৈরি করা হয় কোন অবস্থায়?





   উঃ বর্ষার পানির দরুন কোন স্থান ডুবে গেলে





২৯। ভুট্টার জাত কোনটি?





   উঃ বর্ণালী





৩০। লতারিজ-সিএ কিসের জাত?





   উঃ ইক্ষু





৩১। আধুনিক ধান জাতের বৈশিষ্ট্য কোনটি?





   উঃ ফলন বেশি হয়





৩২। স্থানীয় ধান জাতের বৈশিষ্ট্য কোনটি?





   উঃ পােকা মাকড়ের আক্রমণ বেশি





৩৩। ধান এর আধুনিক জাত কোনটি?





   উঃ চান্দিনা





৩৪। ধানের দেশী উন্নত জাত কোনটি?





   উঃ ধারিয়াল





৩৫। ছােলার জাত কোনটি?





   উঃসবুর-৪





৩৬। পাটের জাতের জন্য কোনটি সঠিক?





   উঃ৩-৮,ফান্ধুনী,ডি-১৫৪,সি,জি





৩৭। গমের জাত কোনটি?





   উঃ কাঞ্চল





৩৮। তেলের জাত কোনটি?





   উঃ দৌলত





৩৯। কোনটি ধান এর আধুনিক জাত নয়?





   উঃ কটকতাৱা





৪০। গােল আলুতে জাব পােকার আক্রমন রােধের জন্য কি করা উচিৎ





   উঃ আগাম বপন





মাঠ ফসলের চাষাবাদ-১, ইউনিট-১





৪১। বীজের অঙ্কুরােদগমের হার কম হলে বীজের পরিমাণের ক্ষেত্রে কোনটি সত্য?





   উঃ আনুপাতিক হারে বেশি লাগবে





৪২। ধানের বীজ বাছাই করতে ৪০ লিটার পানিতে কি হারে ইউরিয়া দিতে হবে





   উঃ ১.০-১.৫ কেজি





৪৩। ধানের বীজ বাছাইয়ের বেলায় কোনটি প্রযােজ্য?





   উঃ ভাল বীজ পানির নিচে ও খারাপ বীজ উপরে থাকে





৪৪। বীজ শােধনের সাহায্য কোন ধরনের রােগ প্রতিরােধ করা যায়?





   উঃ বীজ বাহিত





৪৫। নিচের কোনটি রাসায়নিকভাবে বীজ শোধনের কাজে ব্যবহৃত হয় না-





   উঃ ভিটাভেক্স-২০০





৪৬। বীজ হার কিসের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত





   উঃ বীজের বিশুদ্ধতা





৪৭। বপন দূরত্ব সম্পর্কে কোনটি ঠিক?





   উঃ বপন দূরত্ব একক ফসলের জন্য একেক রকম





৪৮। রোপা আমন ধানের রোপন দূরত্ব-





   উঃ ২৫সেমি x ১৫সেমি





৪৯। সবজি আপাম চাষ করলে কি লাভ হয়?





   উঃ অর্থনৈতিক লাভ পাওয়া যায়





৫০। বীজকে অনুকুল পরিবেশে অঙ্কুরোদগম হতে দিলে শতকরা যে সংখ্যক বীজ সুস্থ ও সবল চারা উৎপাদন করতে পারে তাকে কি বলে?





   উঃ বীজের অঙ্কুরােদগম ক্ষমতা





৫১। পাটের রােপন দূরত্ব-





   উঃ ৩০ সেমি x ৫-৭ সেমি





৫২। বীজ বপন ও চারা রােপনের ব্যাপারে অবশ্যই কিসের দিকে খেয়াল রাখতে হবে?





   উঃ নির্দিষ্ট সময়সীমা





৫৩। কোনটি ফসফরাসবাহী সার





   উঃ টি.এস.পি





৫৪। নিচের কোন সময় সার প্রয়ােগ করা যায়।





   উঃ জমি প্রস্তুতের সময়





৫৫। বৃক্ষ জাতীয় ফসলে বছরে কতবার সাধারণত সার দেয়া উচিৎ?





   উঃ ২





৫৬। সারের মাত্রা নির্ধারণে কোন বিষয়টি বিচেনায় রাখা যাবে না?





   উঃ জনশক্তি





৫৭। সার প্রধানত কয় প্রকার?





   উঃ ২





৫৮। নাইট্রোজেনর প্রধান উৎস কোন সায়?





   উঃ ইউরিয়া





৫৯। সালফাৱেৱ প্রধান উৎস কোন সন্ন?





   উঃ জিপসাম





৬০। লিগিউম জাৰ্তীয় ফসলে নাইট্রোজেন সার কখন প্রয়ােগ করা উচিৎ?





   উঃ বীজ বপনের পূর্বে





মাঠ ফসলের চাষাবাদ-১, ইউনিট-১





৬১। কোন সারটি ২-৩ কিস্তিতে প্রয়ােগ করা উচিৎ?





   উঃ ইউরিয়া





৬২। আমাদের দেশের মাঠিতে কোন পুষ্টি উপাদানের ঘাটতি সবচেয়ে বেশি?





   উঃ নাইট্রোজেন ও ফসফরাস





৬৩। সার প্রয়ােগে মূলত কয়টি উপাদান বিবেচনা করতে হয়?





   উঃ ৫টি





৬৪। আমাদের দেশে আগাছা দমনের কোন পদ্ধতিটি সাধারণত ব্যবহৃত হয় ?





   উঃ রাসায়নিক





৬৫। জমিতে মালচিং কেন করা হয়।





   উঃ মাটির অদ্রিতা সংরক্ষণ করার জন্য





৬৬। উদ্ভিদ তার পুষ্টি উপাদানসমূহ সাধারণত কি আকারে গ্রহণ করে?





   উঃ তরল





৬৭। সারি ফসলের ক্ষেত্রে কোন পদ্ধতিতে সেচ দেয়া হয়?





   উঃ দুসারি ফসলের মাঝে নালা করে





৬৮। নিষ্কাশন বলতে কি বােঝায়?





   উঃ ফসলের অতিরিক্ত পানি দূর করা





৬৯। তুলা চাষের ক্ষেত্রে কয়বারে চারা পাতলা করতে হয়?





   উঃ ২





৭০। কোনটি দারা মালচিং করা হয় না-





   উঃ সাদা পলিথিন





৭১। মালচিং করতে-





   উঃ আস্তর ভেঙ্গে দেওয়া হয়, মাটি ঢেকে দেওয়া হয়





৭২। ফসলের ফলন কোনটির ওপর নির্ভর করে?





   উঃ বীজ বপন, সার প্রয়ােগ, পরিচর্যা





৭৩। কোন ফসলে বেলায় একেবারে পাকাকরণ করা যাবে না?





   উঃ পাট





৭৪। আগাছা দমনের ক্ষেত্রে কোন পদ্ধতিটি বেশি কার্যকর?





   উঃ সমম্বিত





৭৫। প্রতিবছর বােগ পােকামাকড় দ্বারা ফসলের শতকরা কতভাগ ক্ষতি হয়?





   উঃ ১৫-২০ ভাগ


মাঠ ফসলের চাষাবাদ-১, ইউনিট-১





৭৭। বাংলাদেশে পােকা দ্বারা কি পরিমাণ ফসল বছরে নষ্ট হয়?





   উঃ ৫- ৭ লাখ টন





৭৭। উপকারী পােকা কোনটি?





   উঃ রেশম পােকা





৭৮। ক্ষতিকর পােকা কোনটি?





   উঃ মাজরা পােকা





৭৯। চার জোড়া পা যুক্ত পতঙ্গকে কি বলে?





   উঃ মাকড়





৮০। কোনটি বীজ শুকানাের উদ্দেশ্য নয়?





   উঃ সৌন্দৰ্য্য বৃদ্ধি





৮১। ফসল উত্তোলন কোনটির উপর নির্ভরশীল?





   উঃ পরিপক্কতা





৮২। দেহতান্ত্রিক পরিপক্কতায় সশ্লহীত ফসল কোনটি?





   উঃ ধান





৮৩। ব্যবহারিক পরিকতায় সংগৃহীত ফসল কোনটি?





   উঃ আখ, বীট, চা, তামাক





৮৪। মাড়াই করার সর্বোত্তম স্থান কোনটি?





   উঃ পাকা মেঝে





৮৫। গুদামজাতকরণে বীজের অদ্রতা কোনটি উপযােগী?





   উঃ ১০-১২%





৮৬।দেহতাত্ত্বিক পরিপক্কতায় ফসল সগ্রহণের জন্য কোনটি ঠিক?





   উঃ ধান, গম, সরিষা, ডাল





৮৭। ফসলের পরিপক্কতা কয় প্রকার?





   উঃ ৩ প্রকার





৮৮। ব্যবহার উপযােগী পরিপক্ক ফসল সগ্রহণের জন্য কোনটি ঠিক?





   উঃ চা, পাট, ডাল, আখ





৮৯। পিটিয়ে মাড়াই করা হয় কন ফসলে?





   উঃ ডাল ও তেল ফসল





৯০।প্রকৃত পরিপক্কতা ল হয় কক্ষন?





   উঃ বীজে পানির পরিমান ১৮-২০ ভাগ নেমে এলে





৯১। যে স ফসলের মুল গভীরে প্রবেশ করে তার জন্য কেম চাষ প্রয়োজন ?





   উঃ গভীর চাষ





৯২।দাপগ বীজতলার চারা কতদিন হলে রোপনের উপযোগী হয়?





   উঃ ২ সপ্তাহ





আমাদের ফেসবুক গ্রুপ




Post a Comment

Previous Post Next Post