মাঠ ফসলের চাষাবাদ - ১
ইউনিট-২
১। নিচের কোনটি দেশী জাতের ধান?
উঃ ধারিয়াল
২। নিচের আধুনিক জাতগুলাের কোনটি ছিটিয়ে বোনার জন্য অনুমােদিত
উঃ নিজামী
৩। আউশ ধান রােপনের উপযুক্ত সময় কোন মাস?
উঃ এপ্রিল
৪। বােনা আউশ ধানের ক্ষেত্রে ধানের মত দেখতে আগাছা কোনটি?
উঃ শ্যামা
৫। নিচের কোন পোকাটি ধান ফসলের জন্য মারাত্মক
উঃ পামড়ি পােকা
৬। ধানের শীষের শতকরা কতভাগ পাকলে কর্তন করতে হবে?
উঃ ৮০
৭। ফুল ফোটার কত দিনের মধ্যে ধানের পরিপক্কতা আসে?
উঃ ৩০-৪০
৮। আধুনিক আউশ ধানে দানা ও খড়ের অনুপাত কত?
উঃ ১ঃ১.৫
৯। ৫০০ বর্গমিটার বীজতলায় কত কেজি বীজ লাগে-
উঃ ২০-২২
১০। আউশ ধানের চারা কত দিন বয়সের রােপন তে হয়?
উঃ ২১-৩৫
১১। ফুল ফোটার কত দিনের মধ্যে আউশ ধানের পরিপক্কতা আসে?
উঃ ৩০-৪০
১২। নিচের কোনটি আধুনিক জাতের ধান?
উঃ দিশারী
১৩। নিচের আধুনিক জাতেগুলাের কোনটি ছিটিয়ে বোনার জন্য অনুমােদিত?
উঃ গাবুরা
১৪। রোপা আমন ধানের চারা তৈরির উপযুক্ত সময় কোনটি?
উঃ জুন- জুলাই
১৫। বােনা আমন ধান গাছের মত দেখতে আগাছা হলো-
উঃ গইচা
১৬। উফরা রােগটি কোন মৌসুমের ধানে মারাত্মক হয়?
উঃ বােনা আমন
১৭। আমন ধান পাকার লক্ষন কি?
উঃ ছড়া নুয়ে পড়বে উঃ
১৮। ধান কাটার উপযুক্ত হয় কখন?
উঃ ধানের দানার জলীয় বাষ্পের পরিমাণ ১৮-২২% হলে
১৯। রোপা আমন ধানের জন্য উপযােগী জমি -
উঃ মাঝায়ি উচু
২০। রােপা আমন ধানে প্রথম কিস্তি ইউরিয়া সার কত দিন পর?
উঃ ১০-১২ দিন পর
২১। আধুনিক রােপা আমন ধানের ফলন কোনটি?
উঃ ৫.৫-৬.৫ হেঃ/টিন
২২। কোন জাতটি হাওর এলাকার জন্য বিশেষ উপযােগী?
উঃ হাসি
২৩। বােরাে ধানের চারা তৈরি জন্য কখন বীজ বপন করতে হয়?
উঃ কার্তিক-অগ্রাহায়ন
২৪ কোটি দেশী বােরাে জাতের ধান
উঃ হবিগঞ্জ-৪
২৫। বােরা ধানের জমিতে কোন আগাছার প্রকোপ বেশি?
উঃ শ্যামা
মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-২
২৬। বােরা ধানে কত সেমি পানির প্রয়ােজন?
ঘ} ১৫০-১৭০ সেমি
২৭। কোন ধানে বেশি সেচের প্রয়ােজন?
উঃ বােরো
২৮। কোন ধানে হেক্টর প্রতি ফলন বেশি?
প] বােরা
২৯। বােৱৱা ধানের বীজতলায় বীজ বপন করা উপযুক্ত সময় কোনটি?
উঃ নভেম্বর-ডিসেম্বর
৩০। বোরাে ধান কোন মাসে কর্তন করতে হয়?
উঃ মে-জুল
৩১। বােরাে ধানের জন্য কত দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে।
উঃ ৪০-৫০
৩২। বােরা ধানে ইউরিয়া উপরি প্রয়ােগ করতে হয়-
উঃ ১৫,৪৫,৫৫ দিন পর
৩৩। গুদামজাত করতে ধানের আদ্রতা হবে-
উঃ ১২ %
৩৪। স্থানিয় জাতের রােপন সময় দেরি হলে প্রতি গােছায় চারার সংখ্যা
উঃ ৪ টি
৩৫। দেশি ধানের গুড়া ও খড়ের অনুপাত?
উঃ ১ঃ২
৩৬। স্থানিয় জাত কোনটি ?
উঃ কাটারীভোগ,রাজাশাইল,লতিশাইল
৩৭। বোনা আমন ধানের ক্ষেতে ধান গাছের মত দেখতে?
উঃ ঝরা ধান
৩৮। প্রতি গোছায় ধানের কতটি চাতা দিতে হয় ?
উঃ ২-৩টি
৩৯। নিচের কোনটি নাবি জাতে গম
উঃ অগ্রাণী
৪০। গম সারি পদ্ধতিতে বপন করতে বীজ হার কত?
উঃ ১২০-১৩০ কেজিহেঃ
৪১। গম ছটিয়ে বুনলে বীজ হার কত?
উঃ ১৩০-১৪০ কেজি/হেঃ
৪২। ইউরিয়া সার কত ভাগ প্রয়োগ করলে ভাল ফল হয়?
উঃ দু'ভাগ
৪৩। গম বুনার কক্ত সপ্তাহ পর মুকুট শিকড় অন্মে?
উঃ ২-৩ সপ্তাহ পর
৪৪। কতদিন পর্যন্ত গমের জমি আগাছামুক্ত রাখতে হয়?
উঃ ৩০-৪০ দিন
৪৫। গম বীজের আদ্রতা গুদামজাত করার জন্য কত % এর নিচে হওয়া দরকার?
উঃ ১২ %
৪৬। পমের শীষে বীজের আদ্রতা কত হলে কর্তন কয়া যাবে?
উঃ ১৫-২০%
৪৭। গম ফসলে কোন রােগের আক্রমণ বেশি হয়?
উঃ পাকার মরিতা, আলাস্কুল উঃ
৪৮। জমিতে পর্যাপ্ত অদ্রতার পরিমাণ কম থাকলে গমের বীজ কত গভীরে বপন করতে হয়?
উঃ ৫-৬ সেমি
৪৯। জমিতে পর্যাপ্ত আদ্রতা থাকলে গল্পে ধীজ কত গঙীৰে বপন করতে হয়?
উঃ২-৪ সেমি
৫০। গম চাষে কত সে,মি, পানির প্রয়োজন?
উঃ ৩০-৪০ সে.মি.
মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-২
৫১। গম বীজ বপনের সময়কাল কোনটি?
উঃ নভেম্বর মাসের ২য় সপ্তাহ হতে ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ
৫২। কোন সময়ে গম ফসল কাটা উচিৎ নয়।
উঃ দুপুর
৫৩। গম ফসলের হেক্টর প্রতি গড় ফলন কত?
উঃ ৩-৪ টন
৫৪। ভুট্টা কোন প্রকারের ফসল?
উঃ দানা ফসল
৫৫। ভুট্টা কোন ধরনের মাটিতে সবচেয়ে ভালো নন্ম
উঃ দোআঁশ মাটি
৫৬। বীজ উৎপাদনের জন্য ভুটার বীজের হার কত?
উঃ ২৫-৩০ কেজি/হেঃ
৫৭। ইউৰিয়া সার করে প্রয়ােগ করলে ভলফলন হয়?
উঃ তিন বারে
৫৮। ভুট্টা পাকলে মােচার রঙ হবে-
রঙ উঃ খড়ের রঙ
৫৯। উন্নত পদ্ধতিতে চাষ করে ভুট্টার ফলন হবে-
উঃ ৩-৫.৫ টন/হেঃ
৬০। কোনটি ভুট্টার জাত?
উঃ সােয়াম-২ , শুভ্রা, বর্ণালী, মােহর
৬১। ভুট্টার জীবকাল কোনটি?
উঃ ১২৫-১৫৫ দিন
৬২। ভুট্টার চাষে কবার সেচ দিতে হয়?
উঃ ৩-৪ বার
৬৩। ভুট্টার ফসলের জমি চারা গানাের কতদিন পর্যন্ত আগাছামুক্ত রাখতে হয়?
উঃ ৩০-৩৫
৬৪। ভুট্টার রোপন দূরত্ব কোনটি?
উঃ ৭৫ সেমি x ২৫ সে:মি:
৬৫। ভুট্টার চাযে চারার বয়স কত দিন হলে প্রথম সেচ দিতে হয়?
উঃ ১৫-২০
৬৬। ভুট্টার বীজের আদ্রাতা গুদামজাত করার জন্য কত % হওয়া দরকার?
উঃ ১০-১২%
আমাদের ফেসবুক গ্রুপ
Post a Comment