মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৫


মাঠ ফসলের চাষাবাদ - ১

ইউনিট-৫


১। আখ পরিপক্কতার স্কন কত সেঃ তাপমাত্রা উত্তম?

উঃ ১৮-২২ ডিগ্রী সেঃ

২। উঁচু জমি কোন ক্লাস্নে আখ চাষের উপযােগী।

উঃ ঈশ্বরদী-১৬

৩। বীজ আথের বয়স কত হওয়া উচিৎ?

উঃ ৮-৯ মাস

৪। আখ চাষের জন্য প্রতি হেক্টরে বীজের হার কত?

উঃ ৩০-৩৫ হাজার কাটিং

৫। আখের জমি কত মাস পর্যন্ত আগাছা মুক্ত রাখা উচিৎ?

উঃ ৩-৪ মাস

৬। আখের জমিতে কি পরিমাণ সেচের দরকার?

উঃ ২৫০-৩০০ সেমি

৭। বাংলাদেশে ১০০ টন আখ থেকে কত টন চিনি পাওয়া যায়?

উঃ ৬-৭ টন

৮। চিনিতে কোন ধরনের খাদ্য উপাদান পাওয়া যায়?

উঃ শর্করা

৯। আখ চাষের জন্য উপযােগী কোন ধরনের জলবায়ু?

উঃ উষ্ণ এবং অব উষ্ণ জলবায়ু

১০। 'আখ চাষে বার্ষিক বৃষ্টিপাত কত প্রয়ােজ্জন?

উঃ ১২৫-১৫০ সেমি

১১। আখেৱ ফুল কোন দিনে উৎপন্ন হয়?

উঃ ছোট দিনে

১২। ঈশ্বরদী-২৫৪ কিসের জাত?

উঃ আথ

১৩। আখের বীজ। কাটিং এর দৈর্ঘ্য কত?

উঃ ২০-৩০ সেমি

১৪। সাধারণত ক দিন বয়সের আখ কর্তন উপযােগি হয়?

উঃ ১২ মাসের বেশি

১৫। কোন যন্ত্র দিয়েয়াখের রস পরীক্ষা করা হয়?

উঃ রিফ্রাক্টোমিটার

১৬। ১০০ টন আখ থেকে কতটন চিনি পাওয়া যায়?

উঃ ৬-৭ টন

১৭। আখের বীজ রোপনের পদ্ধতি কয়টি

উঃ ২ টি

১৮। কন অবস্থা আখের জন্য ক্ষতিকর?

উঃ জলবদ্ধতা

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post