মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৪


মাঠ ফসলের চাষাবাদ - ১

ইউনিট-৪


১। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক সরিষার উদ্ভাবিত জাত কোনটি?

উঃ সম্পদ

২। নিচের কোনটি সবচেয়ে স্বল্প মেয়াদি জাত।

উঃ টরী-৭

৩। সরিষার চারা কতবার পাতলা কতে হয়?

উঃ ২ বার

৪ মাঠে শতকরা কতভাগ পাহু হলদে হলে ফসল সংগ্রহ করতে হয়?

উঃ ৮০ ভাগ

৫। নিচের কোন পােকা সরিষার জন্য মারাত্বক?

উঃ জাব পােকা

৬। বাংলাদেশে কোন তেল ফসলটি অধিক হারে চাষ হয়?

উঃ সরিষা

৭। সরিষার বীঞ্জে কত শতাংশ তেল থাকে?

উঃ ৩৯-৪৪ %

৮। সরিষার খৈলে প্রােটিনের পরিমাণ কত?

উঃ ৩৫%

৯। সরিষার খৈলে প্রায় কত শাংশ নাইট্রোজেন থাকে?

উঃ ৬.৪%

১০। টরি-৭ এর জীবন কাল কত?

উঃ ৭০-৮০ দিন

১১। কোনটি নাবী জাত সরিষা?

উঃ রাই-৫

১২। সরিষা বীজ বপনের উপযুক্ত সময় কোনটি?

উঃ অক্টোবর – নভেম্বর

১৩। সর্মিষা বীজ বপন হার কত?

উঃ ৮-১১ কেজি/হেঃ    উঃ

১৪। সরিষা ফসলে উত্তম ফলনের জন্য কত সেমি পানির প্রয়ােজন।

উঃ ২০-২৫ সেখি

১৫। সরিষা সংরক্ষনে বীজের অদ্রতা কই রাখা উচিত?

উঃ ৫-৬%

১৬। সরিষা ফসল মাঠ থেকে কখন সংগ্রহ করা হয়?

উঃ জানুয়ারি

১৭ তিলের জন্য বার্ষিক কি পরিমাণ বৃষ্টিপাত প্রয়ােজন?

উঃ ৬০-১১০ সেমি

১৮। অধিকাংশ তিলের জাতে দিনের দৈর্ঘ্য কেমন হলে ফুল ফোটে

উঃ দিনের দৈর্ঘ্য বেশি

১৯। বাংলাদেশের টি-৬ তিলের জাতটি কতদিনে পরিপক্ক হয়?

উঃ ৮৫-৯০ দিনে

২০। ছিটিয়ে বুনলে হেক্টরপ্রতি বীজের পরিমাণ কত?

উঃ ৮-৯ কেজি

২১। সারিতে বুনলে হেপ্রতি বীজের পরিমাণ কত?

উঃ ৫-৬ কেজি

মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৪


২২। টি-৬ লাভের ভিলের হেক্টরপ্রতি ফলন কত?

উঃ ৯৫০-১১০০ কেজি

২৩। ছিল চাষের জন্য উপযােগী-

উঃ উষ্ণ এবং গুস্ক জলবায়ু

২৪। তিলের বপন সময় কোনটি

উঃ সকল মৌসুম

২৫। তিল সংরক্ষন বীজের আদ্রতা কত রাখা উচিত?

উঃ ৭-৮%

২৬। খোসা ছাড়ানাে চীনাবাদামে শতকরা কতভাগ তেল থাকে।

উঃ ৪৮-৫০

২৭। চীনাবাদামে বর্ধন পর্যায়ে কেমন বৃষ্টিপাত উত্তম?

উঃ হালকা বৃষ্টিপাত

২৮। ঈীনাবাদামের জন্য কোম মাটি উপযােগী?

উঃ বেলে দোআঁশ

২৯। নিচের কোন জাতটি গাছ ছােট ও গুচ্ছাকৃতি?

উঃ ত্রিদানা বাদাম

৩০। চীনাবাদামে ব্রীজ ও খােসার অনুপাত কত?

উঃ ৩ঃ২

৩১। চীনাবাদামে হেক্টরপ্রতি গড় ফলন কত?

উঃ ১৬০০-৩১০০ কেজি

৩২। খােসা ছাড়ান বাদামে কাত শতাংশ প্রােটিন থাকে?

উঃ ৪৮-৫০%

৩৩। চীনাবাদামের বপন দূরত্ব কত?

উঃ ৪০ সে:মি:x১৫সেমি

৩৪। বিদালা জাতের চীনাবাদামের বপন দূরত্ব কত?

উঃ ২৫সে:মি: x১০ সেমি

৩৫। চীনাবাদামের উল্লেখযােগ্য রােগ কোনটি?

উঃ টিক্কা

৩৬। চীনাবাদাম সংরক্ষনে বীজের আদ্রতা ক্ষত রাখা উচিত?

উঃ ৮-১০%

৩৭। তিসি চাষের জন্য উপযােগী তাপমাত্রা তাপমাত্রা কত?

উঃ ২১-২৭ ডিী সেঃ

৩৮। নীলা জাতের হেক্টরপ্রতি ফলন কত্ত?

উঃ ৯৫০-১১০০ কেজি

৩৯। ছিটিয়ে বুনলে হেক্টরপ্রতি তিসি বীজের পরিমাণ কত?

উঃ ১০-১২ কেজি

৪০। তিসি ফসলে ভরিয়া সারের হেক্টরপ্রতি প্রয়োগ মাত্রা কত?

উঃ ৭০-৮০ কেজি

৪১। তিসি সাধারণত কত দিনে পাকে?

উঃ ১২০-১৩০ দিনে

৪২। নীলা কিসের জাত?

উঃ তিসি

৪৩। কোন ধরনের মাটিতে তিসি ভাল হয়?

উঃ এঁটেল

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post