মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৩


মাঠ ফসলের চাষাবাদ - ১

ইউনিট-৩


১। ছোলা চাষে কত সেমি বৃষ্টিপাত উত্তম?

উঃ ৪৫-৬০ সেমি

২। ছোলার কোন জাতটি উচ্চ ফলনশীল

উঃ বারী ছোলা-৩

৩। ভাল ছোলা বীজের অংকুৰােম হার কত?

উঃ ৮০-৯০%

৪। ছোলার উল্লেখযােগ্য ক্ষতিকারক পােকা কোনটি?

উঃ গুটি ছেদক

৫। ছোলার জীবনকালে কোন পর্যায়ে বৃষ্টিপাত বেশি ক্ষতিকর।

উঃ ফুল ফোটার সময়

৬। ছোলা মাঠে শতকরা কতভাগ পরিপক্ক হলে ফলন সগ্রহ করা হয়?

উঃ ৮০%

৭। ছোলা কোন ঋলবায়ুতে ভাল ৰূন্মে?

উঃ ঠান্ডা ও শুষ্ক জলবায়ু

৮। সারিতে বুনলে ছোলার বপন হার কত?

উঃ ৪৫-৫৫ কেজিহেঃ

৯। ছোলা ফসলের জমি চারা গজানোর কতদিন পর্যন্ত আগাছামুক্ত রাখতে হয়?

উঃ ৩০-৩৫

১০। ছোলা উচ্চ ফলনশিল জাত -

উঃ বরেন্দ্র, পাবনাই,জোড়াফুল, নাআরুল

১১। ছোলার দেশি জাত-

উঃ সবুর, ভাঙ্গুরা ৪৫, ফরিদপুরি-১

১২। নিচের কোন জাতটির ফলন একটু বেশি

উঃ মুকদিয়া-১

১৩। মসুর বীজ বপনের উপযুক্ত সময় কোনটি?

উঃ অক্টোবর-নভেম্বয়

১৪। মসুর ক্ষেতে জীবাণু সারের সাথে ইউরিয়া সারের হেক্টর প্রতি প্রারম্ভিক মাত্রা কত?

উঃ ২০ কেজি

১৫। মসুর বীজ সারিতে বুনন্সে সারির দূরত্ব কত হওয়া প্রয়ােজন?

উঃ ৩০ সেমি

১৬। মসুর ডান্সে আর্মিষের পরিমাণ কউ?

উঃ ২৫%

১৭। মসুর ডাল কোন জলবায়ুতে ভাল জন্মে?

উঃ ঠান্ডা ও শুষ্ক জলবায়ু

১৮। বারিমসুর-১,২,৩,৪ এর র্জীবন কার কত?

উঃ ১০০-১১০ দিন

১৯। মসুরের জন্য আদর্শ অম্ল মান কোনটি?

উঃ ৬.৫-৭-৫

২০। জামালপুর-২ কিসেৱ জাত?

উঃ মসুর

২১। কোন পোকাটি মসুর ডালের সবচেয়ে গুরুত্বপূর্ণ?

উঃএফিড

২২। সংরক্ষনের জন্য মসুর ডালে আর্দ্রতা কত?

উঃ ৮-১০%

২৩। বাংলাদেশের ফোন ঋতৃতে মসুর চাষ হয়?

উঃ সব ঋতুতেই

২৪। মটর চাষের উপযােগী তাপমাত্রা কত?

উঃ ১৩-১৮ ডিগ্রী সেঃ

২৫। ভাল ফলন পেতে হলে মটরের জমিতে কয়টি চাষ দিতে হয়?

উঃ ৫-৬টি

মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৩


২৬। মটরের গড় বীজের হাত কত?

উঃ ৭০-৭৫ কেজি

২৭। মটর জমিতে পানির প্রয়ােজনীয়তা কখন বেশি?

উঃ ফুল ধরনের সময়

২৮। কাঁচা মটর শুটি গাছ থেকে কতবার গুটি সংগ্রহ করা যায়?

উঃ ৩-৪ বার

২৯। মটর বীজ বপনের উত্তম সময় কোনটি?

উঃ অক্টোবর-নভেম্বর

৩০। মটর কোন জলবায়ুতে ভাল জন্মে?

উঃ ঠান্ডা জলবায়ু

৩১। মটরের হেক্টর প্রতি গড় ফলন কত?

উঃ ২.৫-২.৫ টন

৩২। ছোট বীজ মটল্পের জন্য বীজের হাত কত?

উঃ ৫০-৯০ কেঞ্জি

৩৩। বড় বীজ মটরের জন্য বীরে হাত কত?

উঃ ৮০-১৬০ কেজি

৩৪। নিচের কোন ফসলটির সালথে খেলারী সাথী ফসল হিসেবে চাষ করা যায়?

উঃ রােপা আমন

৩৫। খেসারী ডালের হেক্টরপ্রঞ্জি বীন্ধ হার কত?

উঃ ৪০-৫০ কেজি

৩৬। খেসারি বপনে উপযুক্ত সময় কোনটি?

উঃ অক্টোবর-নভেম্বর

৩৭। থ্রিপস নামক লােকটি কিভাবে খেসারির ক্ষতি করে।

উঃ গাছ ও ফলের রস সূষে খেয়ে

৩৮। খেসারি হেক্টরপ্রতি গড় ফলন কথা

উঃ ১.৫-২.০ টন

৩৯। বাংলাদেশে কোন ঋতুতে খেসারী চাষ হয়?

উঃ রবি

৪০। মুগ কোন ধরনের ফসল?

উঃ শিম্ব জাতিয় দানা ফসল।

৪১। কোন অঞ্চলে মুগ ফসলের চাষ বেশি?

উঃ পটুয়াখালি ও বরিশাল

৪২। অংকুরিত মুগ ডালে কোন ভিটামিনের পরিমান বেশি?

উঃ অ্যাসকরবিক এসিড'ভিটামিন সি।

৪৩। মুগ ফসল কোন মৌসুমে চাষ করলে ফলন ভাল হয়?

উঃ রবি ও খরিফ -১

৪৪। কোন কারণে মুগ একটি সম্ভাবনাময় ফসল।

উঃ সহজপাচ্য প্রাটিন আছে বলে।

৪৫। নিচের কোনটি মুগের জাত?

উঃ কান্তি, মুবারিক, প্রগতি, রুপসা, তাইওয়ানি।

৪৬। মুগ ডালে কতভাগ আমিষ বিদ্যমান?

উঃ ২৫%

৪৭। মুগ ফসল কতদিনে পাকে?

উঃ ৫৫ = ৬৫ দিনে

৪৮। কোন ধরণের জমিত্তে মাষকালাই আবাদ সম্প্রসারনের সম্ভাবনা বেশি?

উঃ খারিফ পতিত জমিতে

৪৯। কোন উপাদান বেশি থাকার কারণে মাষকালাই এর ডাল অন্য ডালের চাইতে উৎকৃষ্ট?

উঃ প্রােটিন

৫০। অন্য ডালের তুলনায় মাষকালাই এর জমিতে কেমূল চাষ দিতে হয়?

উঃ চাষের কোন প্রয়ােজন নেই।

৫১। কোন মৌসুমে জমিতে আগাছা না থাকলে বিলা চাষে আঘকালাই আবাদ সহজ?

উঃ খারিপ-১

৫২। এক একর মাষকালাই ফসল জমিতে কত কেজি নাইট্রোজেন যােগ করতে পারে?

উঃ ৭০-৯০ কেজি

৫৩। কোনটি মাষকালাই এর জাত?

উঃ বারোমাসি

৫৪। পরিপক্ক হলে মাষকালাই শুটির বর্ণ কেমন হয়?

উঃ কালো

৫৫। আধুনিক স্বল্প মেয়াদি মাষকালাই এর ফলন কত?

উঃ ১.৪ = ১.৬ টল।

৫৬। মাকালাই এল স্বল্প দিবস জাতু কোনটি?

উঃ রাজশাহী, সাধুহাটি।

৫৭। মাক্সকালাই এর অলােক নিরপেক্ষ জাতি কোনটি?

উঃ বারােমাসি, পান্থ, শরৎ, হেমন্ত,

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post