মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৭




মাঠ ফসলের চাষাবাদ - ১

ইউনিট-৭


১। চা চাষের জন্য সর্বনিম্ন বার্ষিক বৃষ্টিপাত কত?

উঃ ১২৫ সেমি

২। চা চাষের উপযােগী মাটির অম্লমান কত?

উঃ ৪,৫-৬০

৩। কাটিং কার কত মাস পর মূল বাগানে রােপন করা যায়?

উঃ ৮-১২ মাস

৪। বীজতলায় প্রতি হেক্টরে কি পরিমাপ এমােনিল্লাম সালফেট প্রয়ােগ করা হয়?

উঃ ১০০-১২০ কেজি

৫। চা বাগানে কত বছর পর্যন্তু আগাছা দমন গুরুত্বপূর্ণ?

উঃ ৩-৪

৬। পানিয় ছাড়া চা কোন শিল্পে ব্যবহৃত হয়?

উঃ ট্যানিন

৭। বিটি-৩ কিসের ঝুতি?

উঃ চা

৮। চা এর কোন ধরনের কলম সবচেয়ে জনপ্রিয়?

উঃ পাতার কলম    উঃ

৯। চা চাষে কোন সার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

উঃ এমােনিয়াম সালফেট

১০। চা চাষে সৰুজ গাছ ও ছায়াদানকারী গাহু রোপন করা হয় কেন?

উঃ ভূমিক্ষ রোধ, জৈব পদার্থ ও নাইট্রোজেন যােগ করা, কড়া রােদের হতে গাছকে রক্ষা

১১। সাধারণত করোপনের কয় দিন পর থেকে পাতা সগ্রহ করা যায়।

উঃ ৩-৪ বছর

১২। শুকানাে চা পাতায় অভ্রতার পরিমান কত কে?

উঃ ১-৩%

১৩। কন পদ্ধতিতে চা পাতা প্রকিয়াজাতকরন করা হয়?

উঃ উইদারিং, গাজান

১৪। চা গাছের কোন অংশ সংগ্রহ করা হয়?

উঃ দুটি পাতা একটি কুড়ি

১৫। চায়ের স্বাদ বর্ণ ও গন্ধের জন্য দায়ী ?

উঃ কেফিন ও পলিফেনোল

মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৭


১৬। কিসের মাধ্যমে চায়ের বংশবিস্তার করা হয় ?

উঃ বীজ ও কলমে

১৭। উচ্চ মানসম্পন্ন তামাকের উপযােগী তাপমাত্রা কত?

উঃ ২১-২৪ ডিগ্রী সেঃ

১৮। তামাক উৎপাদন মৌসুমে কত সেঃমিঃ বৃষ্টিপাত প্রয়ােজন?

উঃ ৫০ সেঃমিঃ

১৯। তামাকের বীজেয় হার হেক্টর প্রতি কত?

উঃ ৮০-৯০ গ্রাম

২০। আমাক বীঙ্গ বপনের সমন্স কত গুণ হাই মিশান্সে সুবিধা হয়?

উঃ ১০-১৫ গুণ

২১। তামাকের পাতায় ক্লোরিনের পরিমাণ বেশি হলে কি হয়?

উঃ পাতার দাহ্যতা কমে যায়

২২। সুমাত্রা কিসের জাতং

উঃ তামাক

২৩। কামাকে নিকোটিন ও কড়াভাব রুম্মাননার জন্য ১-২ বছর দামজাত করার প্রকৃয়াকে কি বলে?

উঃ এঞ্জিৎ

২৪। তামাকের বপন কাল কোনটি?

উঃ সেপ্টেম্বর-অক্টোবর

২৫। তামাকের পাতা সংগ্রহের প্রক্রিয়াকে কি বলে?

উঃ প্রাইমিং

২৫৬। পান বরজ তৈরিকৃত বেডের উচ্চতা কত?

উঃ ৫-১০ সেমি

২৭। কাটিং তৈরির জন্য চাষীরা কত মাস পান গাছ থেকে পানি সংগ্রহে বিরহ থাকে?

উঃ ৭-৮ মাস

২৮। পানের কটি কাটিং নিয়ে একটি বান্ডিল তৈরি করা হয়?

উঃ ৮০টি

২৯। বরজের বেড়ে প্রতি গর্তে পালের কয়টি কাটিং লাগানাে হয়?

উঃ ২টি

৩০। পান বরজে মাটি হতে কত মিটার উঁচুতে বাঁশের ফ্রেম তৈরি করা হয়?

উঃ ২.০-২.৫ মিঃ

৩১। পানের বংশ বিস্তার কিসের সাহায্য করা হয়?

উঃ লতা খন্ড

৩২। পানের কয়েকটি জাতের নাম ?

উঃ মহানলী, সাচি, গাছ পান, বাংলা পান

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post