মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৮


মাঠ ফসলের চাষাবাদ - ১

ইউনিট-৮


১। কত ঘন্টা অন্ধকার হলে সয়াবিন গাছে তাড়াতাড়ি ফুল আসে?

উঃ ১৪-১৬ ঘন্টা

২। প্রতি হেক্টরে সয়াবিনের বীজের পরিমাণ কত?

উঃ ৫০-৬০ কেজি

৩। রবি মৌসুমে সয়াবিন বপনের উপযুক্ত সময় কোনটি?

উঃ মধ্য ডিসেম্বর-মধ্য জানুয়ারী

৪। রবি মৌসুমে সয়াবিন পাতলা করে কয়টি গাছ প্রতি বর্গমিটারে রাখতে হয়?

উঃ ৫০-৬০টি

৫। সয়াবিনের গড় ফলন হেক্টবস্তি কত?

উঃ ১৫০০-২০০০ কেজি

৬। সয়াবিন বীজে শতকরা কতভাগ তেল আছে?

উঃ ১৯-২২%

৭) সয়াবিন চাষে কত সেমি, পানির প্রয়ােজন?

উঃ ৫০-৭০ সেমি,

৮। বাংলাদেশে কোন ঋতুতে সয়াবিন চাষ হয়?

উঃ সব ঋতুতেই

৯। ব্র্যাগ কিসের জাত।

উঃ সয়াবিন

১০। অঙ্কুরােদগমের কতদিন পর্যঙ্ক সূর্যমুখির জমি আগাহমুক্ত রাখতে হয়?

উঃ ৬০ দিন

১১। সূর্যমুখীর বীজে শতকরা কতভাশ তেল আছে?

উঃ ৪৫-৫০%

১২। সূর্যমুখীর হেক্টরপ্রতি বীজের হার কত?

উঃ ৮-১০ কেজি

১৩। সূর্যমুখীর সারিতে কত সেমি দূরে গাছ রাখতে হয়?

উঃ ২০-২৫ সেমি

১৪। সূর্যমুখী ফলে ইউরিয়া সারের হেয়প্রতি পরিমাণ কত?

উঃ ১৮০-২০০ কেজি

১৫। সূর্যমুখীর হেক্টরপ্রতি গড় ফলন কত?

উঃ ১৩০০-১৫০০ কেজি

মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৮


১৬। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত সূর্যমুখীর জাত কোনটি?

উঃ কিরণী (ডি এস-১)

১৭। চীনা জমি তৈরি করতে মাটিভেদে কয়টি চাষ দিতে হয়?

উঃ ২-৪টি

১৮। ছিটিয়ে বুনলে হেক্টর প্রতি চীনার বীজের হার কত?

উঃ ১০-১২ কেজি

১৯। সারিতে বুনছে হেক্টরপ্রতি চীনার বীড় হার কত?

উঃ ৮-১০ কেজি

২০। চীনা বীজ মাটির কতটুকু গৰ্জীরে বপন করতে হয়?

উঃ ২-৩ সেঃ মিঃ

২১। চীনার হেক্টরপ্রতি ফলন কত?

উঃ ২৫০০-৩০০০ কেজি

২২। কোন দানা ফসলটিতে আমিষের পরিমাণ বেশি?

উঃ চীনা

২৩। গাে-মটরের স্বাভাবিক বৃদ্ধির জন্য কত তাপমাত্রা প্রয়ােজন?

উঃ ২৩-২৫ ডিগ্রী সেঃ

২৪ সারিতে বুনলে গাে-মটরের হেক্টরপ্রতি বীজ হার কত?

উঃ ১২-১৫ কেজি

২৫। ছিটিয়ে বুনলে গো-মটরের হেক্টরপ্রতি বীজের হার কত?

উঃ ৩৫-৪৫ কেজি

২৬। ভাল বা সবজি হিসাবে চাষ করলে গো-মটর বপনের উত্তম সময় কোনটি?

উঃ ফেব্রুয়ারী-মার্চ

২৭। কোন মাটিতে চাষ করলে গাে-মটরের জন্য পটাশ সার দিতে হয় না?

উঃ পলি মাটি

২৮! গাে-খাদ্য হিসাবে চাষ করলে কখন ফসল সংগ্রহ করতে হয়?

উঃ ফুল ধরা শুরু করলে

২৯| অড়হড়ের ফুল ফোটার জন্য কেমন তাপমাত্রা দরকার হয়?

উঃ কম তাপমত্রা

৩০। হেক্টরপ্রতি অড়হড়ের বীজের হার কত?

উঃ ২০-৩৫ কেজি

৩১। সারি পদ্ধতিতে খাটো জাতের অড়হড়ের সারি হতে সারির দূরত্ব কত?

উঃ ৩০-৩৫ সেমি

৩২। অংকুরােদগমের পর চারা কত সেমি লম্বা হলে পাতলাকরণ করা হয়?

উঃ ৮-১০ সেমি

৩৩। অড়হড়ের ফলন হেক্টরপ্রতি কত?

উঃ ৭০০-৯০০ কেজি

৩৪। পৃথিবীর প্রায় ৯০ ভাগ অড়হর কোথায় উৎপাদিত হয়?

উঃ ভারত

৩৫  গো মটরের জাত কন্টি ?

উঃ ভিটা-৬-৮, ম্যাগ্নোলিয়া

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post