মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৬


মাঠ ফসলের চাষাবাদ - ১

ইউনিট-৬


১। দেশি পাটের সারি থেকে সারি দূরত্ব কত?

উঃ ২০-২৫ সেমি

২। পাট গাছের উপযোগী আপেক্ষিক আদ্রতা কত?

উঃ ৯০%

৩। পাটের জমি কৈরি কঙ্গে কয়টি আড়াআড়ি চাষ ও মই দিতে হয়?

উঃ ৮-১০ টা

৪। নিচের কোনটি দেশি অাগাম জাতের পাট?

উঃ সি ভি ই-৩

৫। পাটের চারা কয় কিস্তিতে পাতলকরণ করা হয়?

উঃ ৩ কিস্তি

৬। পাট কাটার উপযুক্ত সময় কখন?

উঃ ৫০% ফুলের কুঁড়ি হলে

৭। পাটের জাকের উপর কত সেমি পানি থাকতে হবে

উঃ ৮-১০ সেমি

৮। পাটের রিবন রেটিং কেন করা হয়?

উঃ পাট পচানােয় পানির অভাবে

৯। নিচের কোনটি দেশি নাবী জাতের পাট?

উঃ ডি-১৫৪

১০। দেশী পাট বপনের সময় কোনটি?

উঃ মার্চ-এপ্রিল

১১। তােষা পাট বপনের সময় কোনটি?

উঃ এপ্রিল-মে

১২।পাটের জমি কত দিন আগাছামুক্ত মুখিতে হয়?

উঃ ৩৫-৪৫ দিন

১৩। সারিতে বুনলে দেশী পাটের ধীঞ্জ বপন করি কত?

উঃ ৬৭.৫ কেজি/হেঃ

১৪। সারিতে বুনলে তোষা পাটের বীজ বপন হার কত?

উঃ ৫-৬ কেজি/হেঃ

১৫। ছিটিয়ে বুনলে সেশী পাটের বীজ বপন হার কত?

উঃ ১০-১২.৫ কেজি/হে

মাঠ ফসলের চাষাবাদ - ১, ইউনিট-৬


১৬। ছিটিয়ে বুনলে তোষা পাটের বীজ বপন হার কত?

উঃ ৭.৫-৯ কেজিহে।

১৭। পাট পচতে কত দিন সময় লাগে?

উঃ ১৫-২৫ দিন

(নতুন বইয়ের তথ্য- দেশী পাট- ৮-১০ কেজি, তোষা পাট- ৬-৮ কেজি)

১৮। তুলার ফুল ফেটির সময় বৃষ্টি হলে শক্তকরা কত ভাগ ফুল ঝরে পড়তে পারে?

উঃ ১৫%

১৯। তুলা ফসলের হেক্টরপ্রতি বীজ হার কত?

উঃ ১৫-২০ কেজি

২০। তুলা কখন বপন করলে উত্তম ফল পাওয়া যায়

উঃ সেপ্টেম্বর মাস

২১। চারা গজানােব কত দিনের মধ্যে প্রথম চারা পাতলীকরণ করা দকার?

উঃ ১০ দিন

২২। তুলা চাষের জন্য মোট কত সেমি পানির দরকার?

উঃ ৭০-৯০ সেমি

২৩। তুঙ্গা ফসলে শতকা কত ভাগ বল ফেঠে গেলে তুল সংগ্রহ করতে হয়?

উঃ ৩০-৪০%

২৪। তুলার কোন জাতটি যশাের ও কুষ্টিয়া জেলার জন্য উপযোগী?

উঃ সিবি-১

২৫। তুলার কোন জাতটি বৃহত্তর বগুড়া ও পাবনা অঞ্চলের জন্য পযাের্গী?

উঃ সিবি-২

২৬। জিনি কি?

উঃ বীজ তুলা থেকে লিষ্ট পৃথক করা

২৭। সারিতে বপন কলে তুলার বীজ হার কত?

উঃ ১৫-২০ কেজি/হেঃ ২

৮। তুলা ফসল কত কিস্তিতে সশ্লহু কর হয়।

উঃ ৩-৪ বার

২৯। ফুল ফোটার কত দিনের মধ্যে তুলার বৌল পরিপক্কতা লাভ করে?

উঃ ৩০-৪০ দিন

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post