ফল চাষ , ইউনিট-২



ফল চাষ

ইউনিট-২


১.কোন উদ্দেশ্যে ট্রেনিং করা হয়?

উঃ গাছকে সুগঠিত ও শক্ত কাঠামাে প্রদান।

২. প্রুনিং এর অন্তর্ভূক্ত কোনটি?

উঃ গাছের যে কোন অংশ যেমন ডাল, পালা পাতা, শিকড়, বাকল, মূল ইত্যাদি কেটে অপসারণ ।

৩. ট্রেনিং এবং প্রুনিং এর প্রধান পার্থক্য কোনটি?

উঃ গাছে ফল ধরার আগে ট্রেনিং এবং পরে প্রুনিং করা হয়

৪. কোন কাজটি ট্রেনিং এর অন্তর্ভূক্ত?

উঃ ডাল-পালা অপসারণ

৫.ফল গাছকে কয়টি পদ্ধতিতে ট্রেনিং করা হয়?

উঃ ৪ টি

নােট: উচ্চ কেন্দ্র, মুক্ত কেন্দ্র, মাতি উচ্চ কেন্দ্র, স্পেলিয়ার ট্রেনিং।

৬. কাঁঠাল গাছের জন্য কোন পদ্ধতিতে ট্রেনিং করা হয়?

উঃ নাতি উচ্চ কেন্দ্র

৭. সাধারণত ফল গাছ কোন পদ্ধতিতে ট্রেনিং করা হয়?

উঃ নাতি উচ্চ কেন্দ্র

৮.লতানাে জাতীয় ফল গাছে ট্রেনিং করার পদ্ধতি কোনটি?

উঃ স্পেলিয়ার

৯. মুক্ত কেন্দ্র পদ্ধতিতে ট্রেনিং করা গাছের ক্ষেত্রে কোনটি সঠিক?

উঃ গাছ খাট ও ঝােপানাে হয়

১০. নাতি উচ্চ কেন্দ্র ট্রেনিং পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক?

উঃ গাছ মাঝারী উচ্চতা করে তােলা হয়।

ফল চাষ , ইউনিট-২


১১.প্রুনিং করার উদ্দেশ্য কোনটি?

উঃ ফলের আকার, আকৃতি ও মান বৃদ্ধি করা

১২. অগ্ৰছেদন পদ্ধতিতে প্রুনিং করা গাছের আকৃতি কিরুপ হয়?

উঃ গাছ ঝােপানাে হয়

১৩. পাতলাকরণ প্রুনিং এর সময় কি করা হয়?

উঃ গাছের প্রয়ােজনমত রেখে বাকী অংশ অপসারণ করা হয়।

১৪.পত্র পতনকালীন গাছে কোন সময় প্রুনিং করা হয়?

উঃ সুপ্তাবস্থায়

১৫. চির সবুজ গাছে কোন সময় প্রুনিং করা হয়?

উঃ ফল সংগ্রহের পর

১৬. প্রুনিং পদ্ধতি কয়টি?

উঃ ২ টি

নােট: অগ্রভাগ প্রচ্ছেদন এবং পাতলাকরণ প্রুনিং।

১৭। কাঁঠাল,  পেয়ারা, অাম, কুল গাছে কখন প্রুনিং করা হয়?

উঃ ফল সংগ্রহের পর

১৮। মূল, শাখা, পাতা, ফুল ও ফল ছাটাই কোন পদ্ধতির অন্তর্ভুক্ত?

উঃ পাতলাকরন

১৯ চা গাছের কোন পদ্ধতিতে প্রুনিং করা হয়?

উঃ অগ্রভাগ প্রচ্ছেদন

২০। বেল, অাঙ্গুর, কামরাঙ্গা প্রভৃতির প্রুনিং এর উপযুক্ত সময় কখন?

উঃ শীতকাল

২১। পেয়ারা, লেবুর গাছ কোন পদ্ধতিতে ট্রেনিং করা হয়?

উঃ মুক্ত কেন্দ্র ট্রেনিং।

২২। কাঁঠাল উদ্দেশ্য লাগানো গাছে কোন পদ্ধতিতে ট্রেনিং করা হয়?

উঃ উচ্চ কেন্দ্র ট্রেনিং

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post