ফল চাষ , ইউনিট-৩



ফল চাষ

ইউনিট-৩


১.জলবায়ুর উপর নির্ভর করে ফলকে কয়টি অঞ্চরে ভাগ করা হয়েছে?

উঃ চারটি

২. গ্রীষ্ম মন্ডলীয় ফল কোনগুলাে?

উঃ আম, কলা;

নােট: পেপে, আনারস, নারিকেল, কাঁঠাল, জাম, লিচু ইত্যাদি।

৩.আপেল, নাশপতি, পীচ কোন অঞ্চলের ফল?

উঃ শীত প্রধান অঞ্চল

৪. গাছের খাদ্য তৈরির জন্য কোনটি অত্যাবশ্যক?

উঃ তাপমাত্রা

৫. কোন সময় বৃষ্টি ক্ষতিকর?

উঃ ফুল ফোটার সময়

৬. ফল চাষের জন্য কেমন স্থান নির্বাচন করা উচিৎ?

উঃ উঁচু

৭. ফল চাষের জন্য উপযােগী মাটি কোনটি?

উঃ বেলে দোঁআশ ও দোঁআশ মাটি

৮। আলাের চাহিদা অনুযায়ি ফল গাছকে কয় ভাগে ভাগ করা যায়?

উঃ ২

৯। অনুযুক্ত লাল মাটিতে কোন ফল ভাল হয়?

উঃ আনারস।

১০.ফল গাছের পরিকল্পনা করার সময় কোন বিষয় বিবেচনা করতে হয়?

উঃ মাটি

১১. পাহাড়ের ঢালু কত হলে কন্টুর পদ্ধতি ব্যবহার করা হয়?

উঃ ৩%

১২.ফল বাগানের রাস্তা, সেচ, ও নিষ্কাশন নালা, ঘরবাড়ি ইত্যাদির জন্য

শতকরা কতভাগ ভূমি বরাদ্দ করা উচিৎ নয়? |

উঃ ১০%

১৩. ফল বাগানের আন্তঃ ফসলের চাষ করতে হলে গাছের দূরত্ব কেমন হওয়া উচিৎ?

উঃ গাছ হতে গাছের দূরত্ব বেশি

১৪.বায়ু প্রবাহ হতে গাছকে রক্ষা করার জন্য কোন দিকে বায়ুরােধী গাছ লাগানাে হয়?

উঃউত্তর-পূর্ব দিকে

১৫. কোন রােপণ প্রনালীতে গাছ বেশি লাগানাে যায়?

উঃ ষড়ভুজী প্রণালীতে

১৬, ষড়ভুজ প্রণালীতে অন্যান্য প্রণালীর চেয়ে শতকরা কতটা গাছ বেশি লাগানাে যায়?

উঃ ১৫ %

১৭. পুরক গাছ কোন প্রণালিতে ব্যবহার করা হয়?

উঃ কুইনকাংস প্রণালীতে

১৮. বড় গাছের গােড়া হতে কত দূরে সার দিতে হয়?

উঃ এক মিটার

১৯. কোন সময়ে ফল গাছে সার প্রয়ােগ করতে হয়?

উঃ বর্ষার শেষে

২০. গাছের গােড়ায় আর্দ্রতা সংরক্ষনের জন্য কি করা দরকার?

উঃশুষ্ক খড় বিছিয়ে দেওয়া

ফল চাষ , ইউনিট-৩


২১। ছােট গাছের জন্য গর্ত কেমন চওড়া ও গভীর হওয়া উচিত?

উঃ ৫০×৫০x৫০ সে.মি.

২২. চারা লাগানাের কত দিন আগে গর্ত করা উচিৎ?

উঃ দুই সপ্তাহ -

২৩, বড় গাছের জন্য গর্তের মাপ কোনটি?

উঃ ৯০x৯০x৯০ সে.মি.

২৪. ছােট গাছের বেলায় গােড়া হতে কতদূরে সার দিতে হয়?

উঃ ৫০ সে.মি

২৫.রােপনের জন্য চারা কেমন হওয়া উচিৎ?

উঃ সতেজ, সবল , রােগমুক্ত

২৬. চর নার্সারিতে ২/১ বছর কেন যত্ন নেওয়া হয়?

উঃ সুস্থ্য চারা পাওয়ার জন্য

২৭. চারা রােপনের উপযুক্ত সময় কোনটি?

উঃ বর্ষাকাল

২৮. দিনের কোন সময় চারা রােপনের জন্য উত্তম?

উঃ বিকাল বেলা

২৯. গরু ছাগলের অত্যাচার হতে চারা রক্ষা করার জন্য কি করা উচিৎ?

উঃ গাছের চারদিকে খাঁচা দিতে হবে

৩০. চারা গাছের উত্তম বৃদ্ধির জন্য বছরে কতবার সার দেওয়া উচিৎ?

উঃ দুই বার

৩১.বাংলাদেশে কোন সময় ফল বাগানে সেচ প্রয়ােজন পড়ে না?

উঃ বর্ষাকালে

৩২. কোন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না?

উঃ কাঁঠাল গাছ

৩৩. বৃষ্টিহীন মৌসুমে কতদিন পর পর সেচ দেওয়া উচিৎ?

উঃ ৭ দিন

৩৪. কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি?

উঃ এঁটেল মাটি

৩৫.কোন মাটিতে সেচ বেশি দরকার?

উঃ বেলে মাটি

নােট: ক্ষারীয়, লোনা মাটিতে

৩৬. কোন জাতীয় গাছে সেচ বেশি লাগে?

উঃ বৃক্ষ জাতীয় গাছে

৩৭. বাংলাদেশে বেশিভাগ ক্ষেত্রে কোন পদ্ধতিতে ফল গাছে সেচ প্রদান করা হয়?

উঃ প্লাবণ পদ্ধতিতে

৩৮. সমতল বাগানে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?

উঃ প্লাবণ পদ্ধতিতে

৩৯.ফল বাগানের আন্তঃকর্ষণ করার উদ্দেশ্য কোনটি?

উঃ মাটি ঝুরঝুরে করা

৪০. আগাছা ফসলের সাথে কিসের জন্য প্রতিযােগীতা করে?

উঃ  খাদ্য , আলাে ও বাতা্‌ জায়গা

ফল চাষ , ইউনিট-৩


৪১.আগাছা কিসের আশ্রয়স্থল হিসেবে কাজ করে?

উঃ ক্ষতিকারক পােকা ও রােগজীবাণু

৪২. কোন ফল গাছকে বাউনি বা মাচা দেওয়া দরকার?

উঃ আঙ্গুর

৪৩. গাছ ছাটাই করা হয় কিসের জন্য?

উঃ গাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য, ফল ধারণ বৃদ্ধির জন্য,গাছের অপ্রয়ােজনীয় অংশ কাটার জন্য

৪৪. গাছে কেন ফল কম ধরে?

উঃ কার্বোহাইড্রেট ও নাইট্রোজেন অনুপাত বৈষম্য হলে ,

৪৫. একই জমিতে একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করাকে কি বলে?

উঃ ফসল পর্যায়

৪৬. কোন উদ্দেশ্যে ফসল পর্যায় ব্যবহার করা হয়?

উঃ মাটির উর্বরতা রক্ষার জন্য,অধিক ফসলের জন্য, রােগবালাই ও পােকামাকড়ের আক্রমণ প্রতিরােধের জন্য

৪৭. কোন ফসল চাষের জন্য ফসল পর্যায় ব্যবহার করা সহজ?

দী উঃ স্বল্পমেয়াদী

8৮. কোন জমিতে প্রধান ফসলের সাথে অন্য ফসল চাষ করলে তাকে কি বলে?

উঃ আন্তঃফসল

৪৯. সাথি ফসল কিভাবে চাষ করা হয়?

উঃ প্রধান ফসলের সাথে ।

৫০.কোন অবস্থায় ফলকে পরিপক্ক বলা যাবে?

উঃ ফল যখন আকার আয়তন আর বৃদ্ধি পায় না

৫১. ফল পাকার পর ভােক্তাদের নিকট কেন গ্রহণযােগ্য হয়?

উঃ রং আকর্ষনীয় হয় বলে,গন্ধ ছড়ায় বলে,বুনট উন্নত হয় বলে

৫২.ফল বাছাইকরণ কেন করা হয়?

উঃ পােকামাকড়ে খাওয়া ফল আলাদা করা,আঘাতপ্রাপ্ত ও পচা ফল পৃথক করা,ফলের আকার অনুযায়ী আলদা করা

৫৩. সুষ্ঠু বাজারজাতকরণে কি লাভ হয়?

উঃ শুধু চাষীর লাভ হয়।,শুধু ভােক্তা লাভ হয়,চাষী ও ভােক্তা উভয়েরই লাভ হয়

৫৪. বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের জন্য কি করা দরকার?

উঃ যােগাযােগ ব্যবস্থার উন্নয়ন,সংরক্ষণ ও গুদামজাতকরণের ব্যবস্থাকরণ,ফডিয়া ও দালাল হ্রাস করা

৫৫.এক হেক্টর জমিতে কলা চাষ জন্য কতগুলাে গর্তের দরকার?

উঃ ২৫০০ টি

৫৬. এক হেক্টর জমিতে কলা চাষের জন্য কতগুলাে সাকার দরকার?

উঃ ৩০০০ টি

৫৭। ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফল কোনগুলো?

উঃ খেজুর, ডালিম, জলপাই

৫৮। নিচের কোন ফলের জন্য নিম্ন তাপমাত্রা উপযোগী?

উঃ অাপেল, নাশপাতি,

৫৯ অাম, কাঠাল, লিচুর জন্য কেমন তাপমাত্রা দরকার?

উঃ উচ্চ তাপমাত্রা

৬০। নিচের কোন মাটিতে অানারস ভাল হয়?

উঃ অম্লযুক্ত লাল মাটি।

ফল চাষ , ইউনিট-৩


৬১। ফল গাছের পরিকল্পনা করার সময় কোন বিষয় বিবেচনা করতে হয়?

উঃ জলবায়ু

৬২। অায়তাকার প্রণালীতে কোন গাছ লাগানো হয়?

উঃ তরমুজ, ফুটি

৬৩। পূরক গাছ হিসেবে কোন ফলের গাছ লাগানো হয়?

উঃ পেয়ারা, লেবু, অাতা, শরিফা

৬৪। বর্গাকার প্রণালীতে কোন ফলের গাছ লাগানো হয়?

উঃ অাম, কাঁঠাল লিচু।

৬৫। ষড়ভুজী প্রণালীতে কি লাগানো হয়?

উঃ কলা, পেঁপে

৬৬। অাম, কাঁঠাল, লিচু গাছের বেলায় গর্তের মাপ কোনটি?

উঃ ৯০x৯০x৯০ সে.মি

৬৭। পেয়ারা, ডালিম, লেবু গাছের বেলায় গর্তের মাপ কত?

উঃ ৬০x৬০x৬০ সে.মি

৬৮। কলা,পেঁপে গাছের গর্তের মাপ কোনটি?

উঃ ৫০x৫০x৫০ সেমি

৬৯। বন্ধুর জন্য কোন সেচ পদ্ধতি উপযোগী?

উঃ বর্ষন সেচ

৭০। কোন মাটিতে সেচের প্রয়োজনীয়তা কম?

উঃ দোঅাঁশ মাটি

৭১। অাম, পেয়ারা, লিচু,  কলা প্রভৃতি ফল বাগানে কোন সেচ পদ্ধতি উপযোগী?

উঃ মুক্ত প্লাবন/ বেসিন

৭২। প্রধান ফসল নারিকেল ও অাম হলে সাথি ফসল হিসেবে কোন ফসল চাষ করা যেতে পারে?

উঃ অাদা, হলুদ

৭৩। প্রধান ফসল কলা ও পেঁপে হলে প্রাথমিক পর্যায়ের অাবাদযোগ্য সাথি ফসল হিসেবে কোন ফসল চাষ করা যেতে পারে?

উঃ লতানো সবজি ব্যতীত স্বল্প মেয়াদি সবজি।

৭৪। প্রধান ফসল নারিকেল ও অাম হলে প্রাথমিক পর্যায়ের অাবাদযোগ্য সাথি ফসল হিসেবে কোন ফসল অাবাদ করা যেতে পারে?

উঃ কলা ও লেবু জাতিয় ফল।

৭৫। কোন ফসলের ক্ষেত্রে ফসল পর্যায় করা কঠিন?

উঃ দীর্ঘমেয়াদি

৭৬। প্রধানমূল জাতীয় ফসলের সাথে সাথি ফসল হিসেবে কোন ফসল নির্ধারণ করা উচিত?

উঃ গুচ্ছমুল জাতীয় ফসল

৭৭। গভীরমূলী জাতীয় ফসলের সাথে সাথি ফসল হিসেবে কোন ফসল লাগানো উচিত?

উঃ অগভীরমূলী।

৭৮। ফল বাগানে সাথি ফসল হিসেবে কোন ফসল লাগানো যেতে পারে?

উঃ অানারস, অাদা, হলুদ, ধনিয়া।

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post