ফল চাষ , ইউনিট-৪



ফল চাষ

ইউনিট-৪


১.পাকা আমে কোন ভিটামিন প্রচুর পরিমাণে বিদ্যমান?

উঃ ভিটামিন- এ

২.আম গাছের বৃদ্ধির জন্য অনুকূল তাপমাত্রা কত?

উঃ ২৫-৪২ ডিগ্রী সে,

৩. আমের জন্য উপযােগী বাৎসরিক বৃষ্টিপাত কত?

উঃ ১০০ সে.মি.

৪.কোন পিএইচ এ আম ভাল হয়?

উঃ ৫.৫-৭.৫

৫. কোনটি আমের আগাম জাত?

উঃ গােপালভােগ

৬.কোনটি আমের নাবী জাত?

উঃ আশ্বিনা

৭. কোন সময় চারা লাগানাে উত্তম?

উঃ বর্ষার প্রারম্ভে ও শেষে

৮.আমের ফুল আসে কোন মাসে?

উঃ ফেব্রুয়ারী- মার্চ

৯। আমের সংকর জাত-

উঃ মল্লিকা, আলপালি।

১০। অাম চাষের জজন্য কোন মাটি উত্তম?

উঃ উর্বর দোঅাঁশ

১১। অাম গাছের দূরত্ব কত হওয়া উচিত?

উঃ ১২ মিটার

১২। লিচু কোন প্রণালীতে লাগানো উত্তম?

উঃ ষড়ভূজী প্রণালী

১৩। প্রতিটা গাছ হতে কতটা লিচু পাওয়া যায়?

উঃ ৩০০০ - ৫০০০

১৪। নিম্নের লিচুর জাত কোনগুলো?

উঃ চায়না3 , বেদেনা, মুজাফ্ফপুর, এলাচি, বোম্বাই

১৫। কোন মাসে লিচু গাছে ফুল অাসে?

উঃ ফেব্রুঃ - মার্চ

১৬। লিচুতে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে?

উঃ ভিটামিন-সি

১৭। প্রতিটি গাছ হতে কতগুলাে লিচু পাওয়া যায়?

উঃ ৩০০০-৫০০০

১৮। লিচু চাষে প্রয়ােজনীয় জলবায় কোনটি?

উঃ উষ্ণ ও আর্দ্র

১৯। ফুল বের হওয়ার জন্য লিচুর উপযােগী তাপমাত্রা কত?

উঃ ৩০-৩৫ ডিগ্রী সে.

২০।লিচু চাষের জন্য উপযােগী মাটি কোনটি?

উঃ দোঅাঁশ মাটি

ফল চাষ , ইউনিট-৪


২১। মাটির পিএইচ কত হলে লিচু ভাল হয়,

উঃ ৬.৫-৬.৮

২২। রাজশাহী দিনাজপুরে চাষকৃত কোন জাতটি উৎকৃষ্ট?

উঃ বােম্বাই

২৩। লিচু চাষে কত দূরে চারা রােপণ করা উচিৎ?

উঃ ১০ মিটার

২৪। কোন সময় লিচুর চারা লাগানাে উচিৎ? |

উঃ বর্ষার শুরুতে

২৫। পাকা লিচুর প্রধান শত্রু কোনটি?

উঃ বাদুর

২৬। কলমের গাছে কত বছরে ফল দেওয়া শুরু করে?

উঃ ৪-৫ বছরে

২৭। লিচুর বাৎসরিক বৃষ্টিপাত কত?

উঃ ১৫০ সে.মি।

২৮। বাতাসের আক্ষিক আদ্রতা কত হলে লিচু চাষ ভাল হয়?

উঃ ৭০-৮০%।

২৯। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক লিচুর জাত-

উঃ বারি লিচু-১,২,৩।

৩০।আমাদের জাতীয় ফল কোনটি?

উঃ কাঠাল

৩১। গরীবের খাদ্য কোন ফলকে বলা হয়?

উঃ কাঁঠাল

৩২। কোন মাটিতে কাঁঠাল ভাল হয়?

উঃ অম্ল মাটি

৩৩। কোন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারেনা?

উঃ কাঁঠাল গাছ

৩৪। কাঁঠালে কোন ভিটামিন বিদ্যমান?

উঃ ভিটামিন-এ

৩৫. কাঁঠাল কত প্রকার-

উঃ ২ প্রকার (গিলা বা রসা এবং খাজা বা চাউলা)।

৩৬। কাঁঠাল চাষের জন্য উপযােগী জলবায়ু কোনটি?

উঃ উষ্ণ ও আর্দ্র

৩৭।কাঁঠাল চাষে উপযােগী তাপমাত্রা কোনটি?

উঃ ২৫-২৮ ডিগ্রী সে.

৩৮।কাঁঠালের জন্য উপযােগী মাটি কোনটি?

উঃ দোঁআশ

৩৯. ভূ-গর্ভস্থ পানির স্তর কত হলে কাঁঠাল ভাল হয়?

উঃ ২ মিটারের বেশি

ফল চাষ , ইউনিট-৪


৪০। কাঁঠাল গাছ কত দূরে দূরে লাগানাে হয়?

উঃ ১২ মিটার

৪১। কাঁঠালের চারা লাগানাের উত্তম সময় কোনটি?

উঃ জুলাই মাস

৪২। কাঁঠাল গাছ লাগানাের কত বছর পর ফল দেওয়া শুরু করে?

উঃ ৭-৮ বছর

৪৩। প্রতিটি বয়স্ক গাছে কতটি কাঁঠাল পাওয়া যায়?

উঃ ২০০-২৫০ টি

৪৪। কলাতে কোন পুষ্টি উপাদান বেশি থাকে?

উঃ খনিজ পদার্থ

৪৫। কত ডিগ্রী তাপমাত্রা কলা চাষের জন্য উত্তম

উঃ ২১-৩০ ডিগ্রী সে.

৪৬। কলার কয় ধরণের চারা পাওয়া যায়?

উঃ দুই ধরণের

৪৭।কলা চাষের জন্য কোন মাটি উত্তম?

উঃ দোঁআশ ও বেলে দোঁআশ

৪৮।কতদূরে কলার সাকার রােপন করা হয়?

উঃ ২-২.৫মি

৪৯. চারা রােপনের সর্বোত্তম সময় কোনটি?

উঃ আশ্বিন-কার্তিক

৫০। কোন আকারের কলার সাকার উত্তম?

উঃ ছােট

৫১। কলার মুড়ি ফসল করার জন্য প্রতিগাছে কয়টি করে সাকার রাখা হয়?

উঃ ১ টি

৫২। চারা রােপনের কত মাস পর কলা পাকে?

উঃ ১১-১৪ মাস

৫৩। অমৃত সাগর কলার হেক্টর প্রতি ফলন কত?

উঃ ৩০ টন

৫৪। কত তাপমাত্রায় কলা গাছের বৃদ্ধির হার কমে যায়?

উঃ ১৫ ডিগ্রী সে.।

৫৫।আনারসে কোন ভিটামিন প্রচুর পরিমানে আছে?

উঃ ভিটামিন-সি

৫৬।কত ডিগ্রী তাপমাত্রায় আনারস সবচেয়ে ভাল জন্মে?

উঃ ২৫-৩০ ডিগ্রী সে,

৫৭।আনারস চাষের জন্য উত্তম মাটি কোনটি?

উঃ বেলে দোআঁশ মাটির

৫৮। মধুপুরে চাষকৃত আনারসের জাত কোনটি?

উঃ জায়েন্টকিউ

৫৯। বাণিজ্যিকভাবে আনারস চাষের জন্য কোন ধরনের চারা ব্যবহৃত হয়?

উঃ বােটার চারা

৬০। কোন সময়ে আনারসের লাগানাের জন্য উত্তম সময়?

উঃ জুলাই-সেপ্টেম্বর

ফল চাষ , ইউনিট-৪


৬১। জোড় সারি পদ্ধতিতে সারি থেকে সারি এবং চারা থেকে চারার দূরত্ব কত?

উঃ ৩০x৩০ সে.মি.

৬২। আনারসের প্রধান ফল কোন সময়ে পাওয়া যায়?

উঃ আগষ্ট-সেপ্টেম্বর

৬৩। ক্যালেঙ্গা বা জায়েন্টকিউ জাতের আনারসের হেক্টর প্রতি ফলন কত?

উঃ ৪০ টন

৬৪। আনারসের বংশ বিস্তার কয়ভাবে হয়-

উঃ ৫ ভাবে।

৬৫। অানারসের জাত কোনটি?

উঃ হানিকুইন, জায়েন্টকিউ, কুইন, ঘোড়াশাল,  জলডুপী।

৬৬। অানারসের স্প্যানীশ শ্রেণীর জাত কোনটি?

উঃ ঘোড়াশাল, জলডুপী।

৬৭। সিলেটের বিয়ানী বাজারে চাষকৃত অানারসের জাত কোনটি?

উঃ ঘোড়াশাল ও জলডুপী।

৬৮। অানারস চাষে মাটির পি এইচ মান কত?

উঃ ৪.৫ - ৫.৫

৬৯.পাকা পেঁপেতে কোন ভিটামিন প্রচুর পরিমানে থাকে?

উঃ ভিটামিন-এ


আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post