ফল চাষ , ইউনিট-৫



ফল চাষ

ইউনিট-৫


১। পেঁপে গাছের বৃদ্ধির জন্য উপযােগী তাপমাত্রা কত?

উঃ ২২-২৮ ডিগ্রী সে.

২।পেঁপে চাষের জন্য মাটির পি.এইচ. কত হলে ভাল হয়?

উঃ ৭ এর কাছাকাছি

৩। কত দূরত্বে পেঁপে গাছ লাগানাে হয়?

উঃ ২ মিটার

৪। কোন মাটিতে পেঁপের ফলন ভাল হয়?

উঃ দোঁআশ মাটি

৫। চারা রােপনের উপযােগী সময় কোনটি?

উঃ মার্চ-এপ্রিল

৬। প্রতি গর্তে কয়টি করে পেঁপের চারা লাগাতে হয়?

উঃ ৩ টি

৭। কত মাসে পেঁপে গাছে ফুল আসে?

উঃ ৩-৪মাসে

৮। প্রতি গাছে কত কেজি পেঁপে পাওয়া যায়?

উঃ ৩৫-৪০ কেজি

৯। পেঁপের একমাত্র বাংলাদেশি জাত কোনটি?

উঃ শাহী পেঁপে

১০।পেঁপের উন্নত বিদেশি  জাতগুলো হলো:

উঃ হানিভিউ, ওয়াশিংটন, সিমলা, পুশা ডুয়াফ,

ফল চাষ , ইউনিট-৫


১১।পেয়ারাতে কোন ভিটামিন উল্লেখযােগ্য পরিমানে পাওয়া যায়?

উঃ ভিটামিন-সি

১২।কত তাপমাত্রা পেয়ারা চাষের জন্য সবচেয়ে উপযােগী?

উঃ ২৩-২৮ ডিগ্রী সে.

১৩। কোন মাটিতে পেয়ারার ফলন সবচেয়ে বেশি?

উঃ পলি মাটি

১৪।পেয়ারা চাষের জন্য মাটির PHকত হওয়া উচিৎ?

উঃ ৪.৫-৮.২

১৫। বাংলাদেশে পেয়ারার উন্নত জাত কোনটি?

উঃ কাজী পেয়ারা

১৬। কোন মাসে পেয়ারার চারা লাগানাে ভাল?

উঃ মে-সেপ্টেম্বর

১৭। শীতকালে কত দিন পর পর সেচ দিতে হয়?

উঃ ১০-১৫ দিন

নোট -১৫ দিন  / গ্রীষ্মকালে  - ৭ দিন

১৮। পেয়ারা গাছে কোন কলম করা সহজ?

উঃ গুটি কলম

১৯। বয়স্ক গ্রাছে পেয়ারার ফলন গাছ প্রতি কত?

উঃ ৯০০-১০০০

২০। বারি কর্তৃক উদ্ভাবিত পেয়ারা জাত দুটি কোনটি?

উঃ কাজি পেয়ারা ও বারি পেয়ারা-২

২১। শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যারয় কর্তৃক উদ্ভাবিত পেয়ারার জাত কোনটি?

উঃ ইপসা পেয়ারা-১

২২। পেয়ারার কয়েকটি উল্লেখযোগ্য জাতঃ

উঃ কাঞ্চননগর, স্বরুপকাঠি, মুকুন্দপুরী, কাজি, ইপসা-১ ,ইপসা-২

২৩।নারিকেল চাষের জন্য প্রয়ােজনীয় জলবায়ু কোনটি?

উঃ উষ্ণ ও আর্দ্র

২৪। কত ডিগ্রী তাপমাত্রায় নারিকেল ভাল জন্মে?

উঃ ২৭ ডিগ্রী সে.

২৫।কোন মাটিতে নারিকেল ভাল হয়?

উঃ অগভীর পানিতল বিশিষ্ট দোঁআশ বা বেলে মাটিতে

২৬। কোন জায়গায় নারিকেল ভাল জন্মে?

উঃ স্যাতসেঁতে জায়গায়

২৭। বাংলাদেশে চাষকৃত নারিকেলের জাত কোনটি?

উঃ টিপিকা সবুজ

২৮। বীজ বােনার কত মাস পর চারা রােপনের উপযােগী হয়?

উঃ ৯-১২ মাস

২৯। কত দূরত্বে নারিকেলের চারা লাগানাে হয়?

উঃ ৫-৬ মি.

৩০। চারা রােপনের উপযােগী সময় কোনটি?

উঃ জুন-আগষ্ট

৩১। চারা রােপণের কত বছর পর ফল আসে?

উঃ ৫-৬

ফল চাষ , ইউনিট-৫


৩২। ফুল আসার পর ঝুনা হতে কত সময় লাগে?

উঃ ১২ মাস

৩৩।নারিকেলের প্রতি গাছে বছরে ফলন কত?

উঃ ৪০-১০০ টি

৩৪।নারিকেলের কয়েকটি জাত হলঃ

উঃ টিপিকা সবুজ, টিপিকা বাদামী, দুধে বারি নারিকেল -১, ক্যাম্পাদাম, অান্দামান জয়েন্ট, অান্দামান ডুয়ার্ফ,  লুনা ইত্যাদি

৩৫।কুলে কোন ভিটামিন প্রচুর পরিমানে বিদ্যমান?

উঃ ভিটামিন-সি

৩৬।কুল চাষের জন্য উপযােগী জলবায়ু কোনটি?

উঃ শুষ্ক ও উষ্ণ

৩৭।কোন মাটি কুল চাষের জন্য সর্বোত্তম?

উঃ বেলে দোঁআশ মাটি

৩৮।কোন জাতটি বাংলাদেশে চাষ হয়?

উঃ নারিকেলী

৩৯। কোন পদ্ধতিতে নিকৃষ্ট জাতের কূলকে উৎকৃষ্ট জাতের কূলে পরিনত করা হয়?

উঃ কুড়ি সংযােগ পদ্ধতি

৪০।কূল গাছ কত দূরত্বে রােপন করা হয়

উঃ ৬-৭মি.

৪১। চারা রােপনের উত্তম সময় কোনটি?

উঃ জুন-জুলাই

৪২। গাছে কোন ধরনের ছাটাই প্রয়ােজন?

উঃ ভারী

৪৩। কল গাছে কখন ফুল আসে?

উঃ সেপ্টেম্বর-অক্টোবর

৪৪।গাছ প্রতি বছরে কূল এর ফলন কত?

উঃ ৫০-১০০ কেজি

৪৫। কুলের জাত কোনগুলো?

উঃ নারিকেলী, রাজশাহী, কুমিল্লা, বাউকুল, অাপেলকুল।

৪৬।লেবুতে কোন ভিটামিন বেশি থাকে?

উঃ ভিটামিন-সি

৪৭। বাংলাদেশের কোন এলাকা কমলা লেবু চাষের জন্য উপযােগী?

উঃ সিলেট

৪৮। লেবু কেমন ধরনের মাটি পছন্দ করে?

উঃ অম্লীয়

৪৯। লেবুর বংশ বিস্তারের জন্য উপযুক্ত পদ্ধতি কোনটি?

উঃ গুটি কলম

৫০। কোন সময় চারা রােপনের জন্য উত্তম?

উঃ বর্ষাকাল

ফল চাষ , ইউনিট-৫


৬১। স্বাভাবিক অবস্থায় লেবুকে কতদিন রাখা হয়?

উঃ কয়েক দিন

৬২। কমলা লেবুর গাছ প্রতি ফলন কত?

উঃ ১০০-৫০০ টি

৬৩।আঙ্গুর ফল থেকে কী তৈরি করা যায়?

উঃ কিসমিস

৬৪। ফল পাকার সময় কোন ধরনের আবহাওয়া দরকার?

উঃ উষ্ণ-শুষ্ক

৬৫।আঙ্গুর চাষের জন্য উপযােগী মাটি কোনটি?

উঃ বেলে দোঁআশ

৬৬। বর্ষার আগে আঙ্গুরের ফল পাওয়া যায় কোন জাতটি থেকে?

উঃ পারলেট

৬৭। 'কত দূরত্বে আঙ্গুরের চারা রােপন করা হয়?

উঃ ৪ মিটার

৬৮। কোন মাস কাটিং লাগানাের জন্য উত্তম?

উঃ সেপ্টেম্বর-অক্টোবর

৬৯। আঙ্গুর চাষে কোন পরিচর্যা আবশ্যক?

উঃ বাউনি দেওয়া

৭০।বাংলাদেশে কোন সময় ফল পাকে?

উঃ জুন-আগষ্ট

৭১। অাঙ্গুরের জাত কোনটি?

উঃ পারলেট, ডিলাইট, বেদানা, মালান্দা।

৭২।জাম কোন দেশীয় ফল?

উঃ ভারতীয়

৭৩।জাম কোন ধরণের মাটিতে ভাল হয়?

উঃ বেলে দোঁআশ

৭৪। জাম চাষের জন্য কোন কলম সবচেয়ে ভাল?

উঃ জোড় কলম

৭৫।. কত মিটার দূরে দূরে জাম গাছ রােপন করতে হয়?

উঃ ১০-১২ মিটার

৭৬।জামের গাছ প্রতি ফলন কেমন?

উঃ ৪০০-৫০০ কেজি

৭৭। সফেদার বৈজ্ঞানিক নাম কি?

উঃ Atcorpor intergriferlia

৭৮।.সফেদার জন্মস্থান কোথায়?

উঃ আমেরিকা

৭৯। সফেদা চাষের জন্য কোন মাটি সবচেয়ে ভাল?

উঃ বেলে দোঁআশ মাটি

৮০। কোন খনিজ উপাদান পেঁপেতে উল্লেখযােগ্য পরিমান থাকে?

উঃ ক্যালসিয়াম

ফল চাষ , ইউনিট-৫


৮১।কত মিটার দূরে দূরে সফেদার চারা রােপন করতে হয়?

উঃ ৫-৭ মিটার

৮২। সফেদা গাছ প্রতি ফলন কত কেজি?

উঃ ৯০-১৩০ কেজি

৮৩। সফদার জাত কোনটি?

উঃ বারি সফেদা-১

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!

আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post