অনুশীলন
ফসলের রোগ ও প্রতিকার
ইউনিট-১০
১।কোনটি জৈব রােগনাশক
উঃ জৈব সালফার
২. কোনটি বীজ শোকের নাম
উঃ ভিটাভেক্স
৩।যে ছত্ৰাবারক উদ্ভিদের এক অংশে প্রয়ােগ করলে তা সর্বাংশে ছড়িয়ে যায় তাকে কী বলে?
- a) Systèrnic
৪. রােগনাশক দিনের বেলা স্প্রে করার সময় কখন?
উঃ দুপুর ১১-১২ টার দিকে
৫।১০০০ লিটার/হেক্টর স্পেকে কী বলা হয়?
উঃ High volume spray
৬, কোন রােগনাশকটি স্প্রে হিসেবে ব্যবহৃত হয়?
উঃ বাের্দো মিক্সার
৭. বীজ শােধনের মাধ্যমে দমন করা যায় কোনটি?
উঃ অতঃস্থ ও বহিঃস্থ রােগজীবাণু
৮. ভৌত পদ্ধতিতে বীজ শােধনের পদ্ধতি?
উঃ Hot water treatment
৯. বহুল ব্যবহৃত রাসায়নিক বীজশােধনের পদ্ধতি কোনটি?
- a) Dusting
১০. Hot water treatment এ ব্যবহৃত তাপমাত্রা কত?
উঃ ৪৯ ডিগ্রী ৫৪ ডিগ্রী সে,
১১.ভিটাভেক্স কোন রােগ দমনে ব্যবহৃত হয়?
উঃ পাটের কান্ড পঁচা
১২. ভিটাভেক্স এর সুপারিশকৃত মাত্রা কোনটি?
উঃ বীজের ওজনের ০.২৫
১৩. সরিষার অলটারনারিয়া রাইটের জন্য ব্যবহৃত হয় কোনটি?
উঃ রােভরাল
আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!
Post a Comment