ফসলের রোগ ও প্রতিকার ইউনিট-৪

অনুশীলন

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-৪

১। আলুর মড়ক রোগ কোন বয়সের গাছকে অাক্রমন করে?
উঃ যে কোন বয়সে

২। মড়ক রোগ আলুর কোন অংশে অাক্রমণ করে?
উঃ গাছের সব অংশে

৩। মড়ক রোগের আক্রমণে আলুতে কোন লক্ষণ দেখা দেয়?
উঃ আলুর ভিতর হালকা বাদামি বলয়

৪। মড়ক রোগের আক্রমণে টমেটোতে?
উঃ বাদামি দাগ পড়ে

৫। মড়ক রোগের জীবাণুর নাম কি?
উঃ Phytopthora infestans

৬। মড়ক রোগের জীবাণু ছড়ানোর মাধ্যম কোনটি?
উঃ বৃষ্টি ও সেচের পানি

৭। দিনের কয়টা পর্যন্ত কুয়াশা থাকলে মড়ক রোগের পূর্বাভাস দেখা যায়?
উঃ সকাল ১১ টা

৮। ভাইরাস দমনে কীটনাশক ব্যবহার করতে হয় কেন?
উঃ পোকা ভাইরাসের বাহক বলে

৯।বাংলাদেশের ১৭ সবজি ফল সংঘটিত রােগের সংখ্যা কত?

উঃ ৯৬ টি

১০। ছত্রাকজনিত ঢলে পড়া রোগে গাছের কি ঘটে?
উঃ ধীরে ধীরে নেতিয়ে পড়ে

১১। ব্যাকটেরিয়াজনিত নেতিয়ে পড়া রোগে গাছের কি ঘটে?
উঃ হঠাৎ নেতিয়ে পড়ে
১২। আলুর চোখ ছত্রাকের আক্রমণে কীরূপ দেখায়?
উঃ বাদামি হয়
নোট- ব্যাকটেরিয়ার আক্রমণে কাল হয়।

১৩। আক্রান্ত আলু থেকে পুঁজ বের হয় কখন?
উঃ ব্যাকটেরিয়ার আক্রমণে

১৪। ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য উপযুক্ত তাপমাত্রা কত?
উঃ ৩৭ ডিগ্রী সেঃ

১৫। সবচেয়ে কার্যকর কৃমিনাশক কোনটি?
উঃ ফুরাডান

১৬। সাদামাছি টমেটোর কোন ভাইরাসের বাহক?
উঃ লিফ-কার্ল

১৭। লিফ কার্ল ভাইরাসের বিকল্প পোষক কোনটি?
উঃ তামাক ও পেপে
১৮। শিকড় গিট দমনের জন্য কার্যকরী ঔষধ কোনটি?
উঃ ফুরাডান ৫ জি

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-৪

১৯। বেগুণের ক্ষুদে পাতা রোগের বাহক কোনটি?
উঃ মাইকোপ্লাজমা

২০। বেগুনের ক্ষুদে পাতা রোগের বাহক পোকার নাম কি?
উঃ জ্যাসিড পোকা

২১। কলা ও বেগুনের মিশ্র চাষের ক্ষেত্রে ক্ষুদে পাতা রোগের প্রকোপ কেমন?
উঃ বেশি

২২। গোড়া পচা রোগের ছত্রাকের নাম কি?
উঃ Sclerotium rolfsii

২৩। কোন জমিতে গোড়া পচা কম হয়?
উঃ হালকা মাটি

২৪। গোড়া পচা সহনশীল জাতের নাম কি?
উঃ মিরশরাই-১
নোট- ইসলামপুরী ‘ গোড়া পচা সজনশীল

২৫। ফল পচা রোগ জীবাণু বীজের কোথায় থাকে?
উঃ ত্বকো ও ভিতরে

২৬। ফল পচা রোগ তীব্র হয় কখন?
উঃ বর্ষা মৌসুমে

২৭। ফল পচা রোধে বীজ শোধকের নাম কি?
উঃ ব্যাভিস্টিন (০.২%)

২৮। বেগুনের ফল পচা রোহের ছত্রাকের নাম কি?
উঃ Phomopsis vexans

২৯। ঢেঁরসের হলদে মোজাইক গাছের কত দিন বয়স থেকে শুরু হয়?
উঃ ২০ দিন

৩০। হলদে মোজাইকের আক্রমণে ঢেঁরসের শিরা উপশিরাগুলো-
উঃ হলদেটে হয়ে যায়
উঃ ফ্যাকাসে হয়ে যায়

৩১। হলদে মোজাইক ভাইরাসের বাহক কি?
উঃ পোকা

৩২। হলদে মোজাইক ভাইরাসের বাহক পোকা কোনটি?
উঃ সাদা মাছি

৩৩। হলদে মোজাইকের আক্রমণে ঢেঁরসের

উঃ ফ্যাকাসে হয়ে যায়

৩৪। এনথ্রাকনোজের কারণে আরও একটি রোগের সৃষ্টি হয়, তার নাম কি?
উঃ ডাইব্যাক

৩৫। ঢেঁরসের এনথ্রাকনোজের জীবাণু–
উঃ বীজবাহিত

৩৬। এনথ্রাকনোজ রোগের জন্য উপযুক্ত তাপমাত্রা  কত?
উঃ ২৫-২৮ ডি: সে:

৩৭। এনথ্রাকনোজ দমনে উপযুক্ত ছত্রাকবারক কোনটি-
উঃ ব্যভিস্টিন (০.১%)

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-৪

৩৮। কুমড়া সবজিতে কোন মাসে পাউডারি মিলডিউ দেখা যায়?
উঃ ফেব্রুয়ারী

৩৯। পাউডারি মিলডিউ আক্রান্ত পাত হলদেটে হয় কেন?
উঃ সালোকসংশ্লেষণ ব্যহত হয় বলে

৪০। পাউডারি মিলডিউ ছড়ায় কোন সময়?
উঃ শুষ্ক মৌসুমে

৪১। পাউডারি মিলডিউ দমনের কার্যকরী ঔষধ কোনটি?
উঃ থিয়োভিট(০.২%)

৪২। কুমড়ার মোজাইক কোন সবজিতে বেশি হয়?
উঃ কাঁকরোল।

৪৩। Cucumber Mosaic Virus এর বাহক কোনটি?
উঃ জাব পোকা

৪৪। জাবপোকা দমনের জন্য ঔষধ-
উঃ ম্যালাথিয়ন

৪৫। জাবপোকা দমনের জন্য গাছের কতমাস বয়স থেকে স্প্রে করতে হয়?
উঃ একমাস
৪৬। Cercospora canescens দ্বারা সৃষ্ট পাতার দাগ কেমন?
উঃ গোলাকার

৪৭। পাতার দাগের জীবাণুর বাহন নয় কোনটি?
উঃ মাটি

৪৮। পাতার দাগ রোগের জন্য কার্যকরী ঔষধ কোনটি?
উঃ টিল্ট ( ০.২%)

৪৯। শিমের পাতা পোড়া রোগের জীবাণু কোনটি?
উঃ Xanthomonas Phaseoli

৫০। শিমের রাষ্ট (মরিচা) কোন বয়সের পাতায় হয়?
উঃ বয়স্ক পাতায়

৫১। কোন ধরণের আবহাওয়ায় মরিচা রোগ সৃষ্টি হয়?
উঃ মেঘাচ্ছন্ন

৫২। Bean Yellow Mosaic Virus এর জন উপযুক্ত তাপমাত্রা কোনটি?
উঃ  ২৩-২৮ ডিঃ সেঃ

৫৩। শিমের হলদে মোজাইক এর বাহক কি?
উঃ বীজ ও পোকা।

৫৪। Alternaria brasicicola  সৃষ্টি করে কোনটি?
উঃ কাল দাগ

৫৫। Alternaria brasicicae সৃষ্টি করে কোনটি?
উঃ ধূসর দাগ

৫৬। Alternaria brasicicae   এর বিকল্প পোষক কোনটি?
উঃ সরিষা

৫৭। অলটারনারিয়া ব্লাইট দমনের কার্যকরী ঔষধের নাম কি?
উঃ রোভরাল (০.২%)

৫৮। ক্যাবেজ ইয়েলোজ আক্রান্ত পাতার কিনারার রং কি?
উঃ  বেগুনির বর্ণের হয়।

৫৯। ক্যাবেজ ইয়েলোজ হলে ফুরাডান দিতে হয় কেন?
উঃ কৃমি ধ্বংসের জন্য

৬০। গোবর প্রয়োগে ক্যাবেজ ইয়োলোজ হ্রাস পায় কেন?
উঃ মাটির ক্ষারত্ব বাড়ে

৬১। অম্ল মাটিতে ক্যাবেজ ইয়োলো বেশি হঢ কেন?
উঃ ছত্রাকেন সুষ্ঠ বিকাশের জন্য

৬২। পুঁইশাকের পাতার দাগ রোগের জীবাণুর নাম কি?
উঃ Cercospora canescens

৬৩। Cercospora canescens ছড়ায় কিভাবে?
উঃ বীজ দ্বারা

৬৪। পুঁইশাকের পাতার দাগ রোগের জন্য কার্যকরী ঔষধ কোনটি?
উঃ টিল্ট ( ০.২%)

৬৫। পুঁইশাকের পাতার দাগের বিকল্প পোষক কোনটি?
উঃ শিম

৬৬। গোড়া পচা রোগ সহজে বুঝার উপায় কি?
উঃ টানলে সহজে গাছ উঠে অাসে

৬৭। গোড়া পচা রোগাক্রান্ত গোড়ায় ছাই দিলে কি ঘটে?
উঃ নতুন মূল গজিয়ে গাছ ভাল হয়ে যায়

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post