ফসলের রোগ ও প্রতিকার ইউনিট-৬

অনুশীলন

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-৬

১। মরিচের পাতার দাগের রোগ জীবাণুর নাম কি?
উঃ Cercospora capsici
২। মরিচের পাতার দাগ কিভাবে ছড়ায়?
উঃ বায়ু দ্বারা
৩। মরিচের পাতার দাগ রোগের বাহক কি?
উঃ বীজবাহিত
৪। মরিচে পাতার দাগ রোগের জীবাণু বীজের কোথায় থাকে?
উঃ বহিঃত্বকে
৫। মরিচের লিফ কার্ল আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় কেন?
উঃ পর্বগুলি খাট হয়ে যায়
৬। মরিচের লিফ কার্ল এর জীবাণু কি?
উঃ Tobaco Leaf Curl Virus

উঃ Leaf Curl Virus
৭। মরিচের লিফ কার্ল ভাইরাসের বাহকের নাম কি?
উঃ সাদামাছি
৮। মরিচের লিফ কার্ল রোগের বিকল্প পোষক কি?
উঃ  তামাক ও টমেটো
৯। পেঁয়াজের পার্পল ব্লচের প্রভাবে বীজের কি ক্ষতি হয়?
উঃ অপুষ্ট হয়
১০। পার্পল ব্লচের অন্য যে কোন জীবাণু রোগ সৃষ্টি করে তার নাম কি?
উঃ Stemohylium botryosum
১১। কোন অবস্থায় পার্পল ব্লচ দ্রুত বিস্তান লাভ করে?
উঃ বৃষ্টির ঝাপটায়
১২। পার্পল ব্লচ দমনে বীজ শোধকের নাম কি?
উঃ রোভরাল
১৩। ব্ল্যাক মোল্ড পিঁয়াজের কোন অবস্থায় হয়?
উঃ রসালতা হ্রাস পেলে
১৪। ব্ল্যাক মোল্ড রোগের জীবাণুর নাম কি?
উঃ Aspergillus niger
১৫। আদার ব্যাকটেরিয়া জনিত রোগের নাম কি?
উঃ নরম পচা
১৬। কোন পোকার আক্রমণে নরম পচা রোগ সৃষ্টির সহায়ক
উঃ Stem borer(মাজরা পোকা)
১৭। নরম পচা রোগ দমনে ব্যবহৃত ঔষধের নাম কি?
উঃ ডায়াজিনন ও বোর্দো মিক্সার
১৮। আদার গোড়ার পচা রোগের জীবাণুর নাম কি?
উঃ Sclerotium rolfsii
নোট- সব ফসলের গোড়া পচা রোগের জীবাণু একই।
১৯। গোড়া পচা রোগের সহায়ক অবস্থা কোনটি?
উঃ জলাবন্ধতা
২০। হলুদের পাতা ঝলসানো রোগ জীবাণুর নাম কি?
উঃ Taphrina maculans
২১। হলুদের পাতা ঝলসানো রোগ জীবাণুর বিকল্প পোষকের নাম কি?
উঃ তেজপাতা
২২। হলুদের পাতা ঝলসানো কিভাবে ছড়ায়?
উঃ বায়ু দ্বারা
২৩। হলুদের পাতার এনথ্রাকনোজ রোগ জীবাণুর বিকল্প পোষক কি?
উঃ মরিচ
২৪। হলুদের এনথ্রাকনোজ কিভাবে ছড়ায়?
উঃ বায়ু দ্বারা
২৫। কোন ফসলের সাথে হলুদের মিশ্র ফসল করা যায় না?
উঃ মরিচ
২৬। তেজপাতার পাতা পোড়া রোগে  কারণ কি?
উঃ জিংকের অভাব
২৭। তেজপাতার পাতা পোড়া রোগ কিভাবে দমন করা যায়?
উঃ জিংক প্রয়োগে
২৮। তেজপাতার ব্লিষ্টার জীবাণুর নাম কি?
উঃ Taphrina maculans
২৯। তোজপাতার ব্লিষ্টার কোথায় আক্রমণ করে?
উঃ পাতায়
৩০। তেজপাতার ব্লিষ্টার দমনে উপযুক্ত রোগনাশক কোনটি?
উঃ বোর্দো মিক্সার

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post