ফসলের রোগ ও প্রতিকার ইউনিট-২

অনুশীলন

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-২

১। ধানের ব্লাষ্ট রোগের বাহক কি?
উঃ বীজ।

২। ব্লাষ্ট রোগের লক্ষণ কোথায় দেখা দেয়?
উঃ পাতায়, গিটে ও শীষে

৩। ধানের খোলপচা রোগের বাহক কি?
উঃ বীজ

৪। খোলপচা রোগের ধানের কি ক্ষতি হয়?
উঃ ধান চিটা ও অপুষ্ট হয়

৫। খোল পোড়া রোগ কোন মৌসুমে বেশি হয়?
উঃ আমন মৌসুমে

৬। খোল পোড়া রোগের লক্ষণ দেখতে কি রকম?
উঃ গোখরো নাপের চামড়ার দাগের মত

৭। খোলপোড়া রোগ কম হয় এরূপ জাত দুটি?
উঃ ব্রিশাইল ও সুফলা
৮। কান্ডপচা রোগের জীবাণু কোথায় অবস্থান করে?
উঃ নাড়া

৯। কান্ড পচা রোগাক্রান্ত গাছের কান্ড চিড়লে কি দেখা যায়?
উঃ কালো গোলাকার বুটি

১০। কান্ড পচা রোগ সৃষ্টির এটি অনুকূল অবস্থা কি?
উঃ জলাবদ্ধতা

নোট-
ব্লাষ্ট রোগ – ছত্রাকজনিত Pyricularia oryzae
ব্লাষ্ট রোগের বিকল্প পোষক– আখ,  মুথা, বাজরা
এটি বায়ু ও পোকা দ্বারা ছড়ায়।

খোল পচা- বীজবাহিত ছত্রাকজনিত রোগ
কান্ড পচা – নাড়া,  মাটি ও জীবাণু বাহিত ছত্রাকজনিত রোগ

১১। কৃসেক কি?
উঃ ব্যাকটেরিয়া জনিত চারা পচা

১২। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের আক্রমণের প্রাথমিক উৎস কি?
উঃ ধানের খড় ও সেচের পানি

১৩। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট ছড়ানোর প্রধান মাধ্যম কি?
উঃ বৃষ্টির ঝাপটা

নােট: বৃষ্টির ঝাপটা ও সেচের পানি।

১৪। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট প্রতিরোধী জাত নয়?
উঃ ইরি-৮

নোটঃ প্রতিরাধী জাত- বির-১, ২,৩,৪,৮,৯,১০,১৯ এবং বিআর-২১, ব্রিধান২৭,২৯, ৩২,৩,৩৮ ইত্যাদি।

১৫। টুংরো আক্রান্ত গাছ টান দিলে উঠে অাসে কেন?
উঃ শিকড় দুর্বল হয়ে যায়

১৬। টুংরো রোগের  ভাইরাসের নাম কি?
উঃ Rice Tungro Virus

১৭। টুংরো ভাইরাসের বিকল্প পোষক কোনটি?
উঃ শ্যামা ঘাম
নোট- আড়ালী ঘাস ও শ্যাম ঘাস

১৮। টুংরো ভাইরাসের বাহকের নাম কি?
উঃ সবুজ পাতা ফড়িং

১৯। উফরার কারণে থোড় বের হয় না কেন?
উঃ Flag leaf শুকিয়ে যায় বলে

২০। কৃমি রোগ কোন ধানে বেশি হয়?
উঃ জলি আমন ধানে

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-২

২১। বাংলাদেশে সংঘটিত গমের ৩ টি রোগের নাম কি কি?
উঃ লিফ ব্লাইট, লিফ রাষ্ট ও স্মাট
নোট- গমের ব্লাষ্ট রোগ

২২। ব্ল্যাক পয়েন্ট নাম কেন হয়েছে?
উঃ বীজের ভ্রুণ কাল হয়ে যায় বলে
২৩। লিফ ব্লাইটের অন্যতম জীবাণুর নাম কি?
উঃ Bopolaris sorokiniana

২৪। ব্লাক পয়েন্টের প্রধান বাহক কি?
উঃ বীজ

২৫। লিফ রাষ্টকে ব্রাউন রাষ্ট বলা হয় কেন?
উঃ Pustule বাদামি রংয়ের হয়

২৬। লিফ রাষ্টের বাহক কি?
উঃ বায়ু
নোট- লিফ রাষ্টের জীবাণু বিভিন্ন ঘাসে অবস্থান করে।

২৭। লিফ রাষ্টেরর জন্য কার্যকরী ঔষধ কোনটি?
উঃ ডায়থেন এম-৪৫

২৮। কান্ড পচা রোগের ক্ষতের রং কি?
উঃ গাঢ় বাদামি

২৯। কান্ড পচা রোগাক্রান্ত অংশে কাল বিন্দুগুলো কি?
উঃ পিকনিডিয়া

৩০। কালপট্টি রোগ নাম কেন হয়?
উঃ কান্ডে কাল ব্যান্ড সৃষ্টি হয়

৩১। কান্ড পচা ও কাল পট্টি রোগের বাহক কি?
উঃ বীজ

। এনথ্রাকনোজ রোগ ছড়ানোর প্রধান উপায় কি?
উঃ বৃষ্টির ঝাপটা

৩২। এনথ্রাকনোজ প্রতিরোধী পাটের প্রজাতি কোনটি?
উঃ তোষা পাট

৩৩।এনথ্রাকনোজ আক্রান্ত পাটের গুণগত মান নষ্ট হয় কেন?
উঃ আঁশ ছিড়ে যায়

৩৪। বাংলাদেশে পাটের মোট কয়টি রোগ সানাক্ত করা হয়েছে?

উঃ ১৭ টি

৩৫। লিফ মোজাইকের জীবাণু কি?
উঃ ভাইরাস

৩৬। লিফ মোজাইক আক্রান্ত গাছের আঁশ নষ্ট হয় কেন?
উঃ গাছ খর্বাকৃতি হয় বলে

৩৭। লিফ মোজাইকের প্রধান বাহক কি?
উঃ বীজ

৩৮। লিফ মোজাইক ছড়ায় কিভাবে?
উঃ সাদা মাছি দ্বারা

৩৯। পাটের শিকড়গিট কোন সময়ে বেশি হয়?
উঃ জুলাই-আগষ্ট

৪০। তুলার কৌণিক দাগ রোহের নাম Black arm কেন?
উঃ কান্ড পচে কাল হয়ে যায়

৪১। Xanthomonas compestris pv. malvacearum(কৌণিক দাগ রোউঃ কিভাবে ছড়ায়?
উঃ বীজ ও শস্য অবশিষ্ঠাংশে

৪২। তুলার কৌণিক দাগ রোগ কিভাবে বিস্তার লাভ করে?
উঃ বৃষ্টি ও সেটের পানি

৪৩। তুলার ঢলে পড়া রোগের জীবাণুর নাম কি?
উঃ Fusarium oxysporum f.sp vasinfactum

৪৪। তুলার ঢলে পড়া রোগের লক্ষণ কি?
উঃ গাছ খর্বাকৃতি হয়

৪৫। আখের লাল পচা রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ Colletotrichum falcatum

৪৬। আখের লাল পচা রোগের প্রধান বাহক কি?
উঃ বীজ/কাটিং

৪৭। আখের লাল পচা রোগ সৃষ্টিতে মাজরা পোকার ভূমিকা কি?
উঃ কান্ড ছিদ্র করে সংবেদনশীলতা বাড়ায়

৪৮। আখের সাদা পাতা রোগ কেন নাম হল?
উঃ আক্রান্ত গাছে  কুশিগুলো সাদা হয়।

৪৯। আখের সাদা পাতা আক্রান্ত গাছ গুচ্ছাকার হয় কেন?
উঃ কুশিগুলো সাদা হয় বলে

৫০। আখের সাদা পাতা রোগের জীবাণুর নাম কি?
উঃ মাইকোপ্লাজমা

৫১। কাল শীষ রোগের নাম কেন হলো?
উঃ আক্রান্ত গাছের শীষ কাল চাবুকের মত হয়

৫২। কাল শীষ রোগের জীবাণুর নাম কি?
উঃ Ustilago scitamineae

৫৩। কাল শিষ আক্রান্ত ও সুস্থ আখ চেনার উপায় কি?
উঃ আক্রান্ত গাছ খর্বাকৃতি ও পেন্সিলের মত চিকন হয়

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post