ফসলের রোগ ও প্রতিকার-ইউনিট-১

অনুশীলন

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-১

১। উদ্ভিদের রোগ বলতে কি বোঝায়?

উঃ উদ্ভিদের স্বাভাবিক কার্যক্রমের ব্যাঘাত

২। বাংলাদেশের প্রথম উদ্ভিদ রোগ বিজ্ঞানী কে?

উঃ ড. মোঃ ইসহাক

৩। বাংলাদেশে খাদ্যশস্যে সংঘটিত রোগের সংখ্যা কত?

উঃ ৭২

৪। রোগের জন্য বাংলাদেশে খাদ্যশস্যের ক্ষতির পরিমাণ কত?

উঃ শতকরা ১০ ভাগ

৫। মাইকোলজির অর্থ কি?

উঃ ছত্রাকতত্ত্ব

৬। নেমাটোলজির অর্থ কি?

উঃ কৃমিতত্ত্ব

৭।Germ Theory কী?

উঃ উদ্ভিদ রােগ রােগজীবাণু কর্তৃক সৃষ্টি হয়

৮। প্রাণিবাচক কারণ কেন বলা হয়?

উঃ যারা রোগ সৃৃষ্টি করে তাদের প্রাণ আছে বলে

উঃ তারা উদ্ভিদ দেহ থেকে খাদ্যেপাদান গ্রহণ করে

৯। ব্যাকটেরিয়াকে পরজীবী বলা হয় কেন?

উঃ ব্যাকটেরিয়া উদ্ভিদের উপর বেচেঁ থাকে।

১০। ভাইরাস কি ধরণের বস্তু?

উঃ জীবিত ও অজীবিয় দ্বৈত্ব সত্ত্বা

১১। মহামারি সৃষ্টির জন্য কয়টি গাছে আক্রমণ দরকার?

উঃ অনেক অনেক গাছে

১২। বায়ুবাহিত স্পোর গোলাকার হওয়া বাঞ্ছনীয় কেন?

উঃ গোলাকার স্পোরের বায়ু বাধা কম

উঃ এরা ওজনে হালকা

১৩। বায়ুবাহিত স্পোর ওজনে হালকা হওয়ার সুবিধা কি?

উঃ অনেক দুরে যেতে পারে

১৪। Phytophthora এর জুও স্পোর কিভাবে ছড়ায়?

উঃ সেচের পানি

১৫। বীজবাহিত ছত্রাকের সংখ্যা কত?

উঃ ১২০০

১৬। কোন পোকা দ্বারা পেঁপের মোজাইক ছড়ায়?

উঃ জাব পোকা

১৭। বায়ু দ্বারা বিসরিত হয় এরূপ একটি ছত্রাকের নাম হলো?

উঃ Puccinia recondita

১৮। ছত্রাকের কোন অঙ্গটি বায়ু দ্বারা বিসরিত হয়?

উঃ স্পোর

১৯। মাঠ ফসলের রোগ কোন শ্রেণীভূক্ত?

উঃ উদ্ভিদ প্রকার ভিত্তিক

২০। প্যারাসাইটিক রোগ কাকে বলে?

উঃ জীবিত জীবাণু দ্বারা সৃষ্ট রোগ

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-১

২১। ঢলে পড়া কি ধরণের রোগ

উঃ লক্ষণ ভিত্তিকক

২২। কোনটি উৎস ভিত্তিক রোগ?

উঃ বীজবাহিত

২৩। যে রোগ উদ্ভিদের সর্বাংগে বিস্তৃত হয় তাকে কি বলে?

উঃ সিসটেমিক

২৪। রোগের লক্ষণ প্রকাশ পায় —

উঃ গাছের যে কোন অঙ্গে?

২৫। নেক্রোটিক লক্ষণ কোনটি?

উঃ গাছের ত্বকে ক্ষত সৃষ্টি

২৬। ক্যাংকারের লক্ষণ কি?

উঃ গাছের বাকলে খসখসে হয়

উঃ গাছের বাকল ছিড়ে যায়

২৭। ডাইব্যাক কেন নাম হল?

উঃ শাখা প্রশাখা উপর থেকে মরে যায়

২৮। পাকারিং কিসের অাক্রমণে সৃষ্টি হয়?

উঃ ভাইরাস

নোট- পাকারিং হলে পাতার গাছে ঢেউয়ের মতো ভাজ সৃষ্টি হয়।

২৯। কৃৃষি বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি কোনটি?

উঃ অধিক ফলনশীল জাত ( HYV)

৩০। আধুনিক প্রযুক্তি কোন খারাপ দিকটি বয়ে আনে?

উঃ রোগ ব্যাধি বৃদ্ধি করেছে

৩১। কোনটি উদ্ভিদ রোগ দমন পদ্ধতি নয়?

উঃ আলো ফাঁদ ব্যবহার করা

৩২। প্রথম কোথায় কোয়ান্টাইন আইন প্রয়োগ করা হয়?

উঃ ১৬৬০ সালে ফ্রান্সে

৩৩। কোয়ানটাইন বস্তু কোনটি?

উঃ বীজ

৩৪। চাষ পদ্ধতি কিভাবে রোগ দমন করে?

উঃ রোগজীবাণুর আশ্রয় নষ্ট করে

৩৫। বিকল্প পোষক কিভাবে রোগ দমন করে?

উঃ রোগ জীবাণুর জীবনচক্র ভেঙ্গে দিয়ে

৩৬। Antagonist  এর প্রধান বৈশিষ্ঠ্য কি?

উঃ পোষকের রোগ সৃষ্টি করে না।

৩৭। উদ্ভিদ  রােগ দমনের মূলনীতি কোনটি?

উঃ রােগজীবাণু বর্জন

৩৮। কোনটি Category A attentosa?

উঃ Septoria nodorum

৩৯। উদ্ভিদ রোগ দমনের উত্তম ও আধুনিক পন্থ কি?

উত্তর: রোগ প্রতিরোধী জাতের ব্যবহার

৪০। কোনটির নির্যাস দ্বারা বীজ শোধন করে বীজবাহিত ছত্রাক দমন করা যায়?

উত্তরঃ রসুনের নির্যাস ( পানিঃরসুন= ১ঃ১)

এলাম্যান্ডার পাতার রস (  পানি: পাতা ১:১)

৪১। বাংলাদেশে মাঠ পর্যায়ে ৩০ টি কোয়ারেন্টাইন কেন্দ্র অাছে।

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post