ফসলের রোগ ও প্রতিকার ইউনিট-৭

অনুশীলন

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-৭

১.বাংলাদেশের আমের এ যাবত মােট কয়টি রােগ শনাক্ত করা হয়েছে?

উঃ ১৮ টি

২. আমের এম্রাকনােঙ্গ রােগের লক্ষণ কোথায় পরিলক্ষিত হয়?

উঃ পাতায় ও ডালে

৩.এনথ্রাকনােজ কোন সময়ে বেশি দেখা যায়ক

উঃ বর্ষাকালে

৪. স্যাটি মােলডের রােগসৃষ্টিকারী জীবাণুর নাম কী?

উঃ Capnodium mangiferae

৫.স্যুটি মােলড় দমনে কোনটি ব্যবহৃত হয়?

উঃ ছত্রাকনাশক

৬, আমের পাউডারি মিলডিউ কোন মাসে দেখা দেয়।

উঃ ডিসেম্বর-জানুয়ারী

৭.কোন ছত্রাক বারক পাউডারি মিলডিউ দমনে উপযােগী?

উঃ থিওভিট |

৮ বৃন্ত পঁচা রােগ কোথায় সংঘটিত হয়?

উঃ আড়তে

৯.বৃন্ত পঁচা রােগ কোন ধরণের আমে সংঘটিত হয়?

উঃ পাকা আমে

১০.বৃন্ত পঁচা রােগে বাংলাদেশে কী পরিমাণ আম নষ্ট হয়?

উঃ শতকরা ১২.৫ ভাগ

১১.প্রথম কোথায় সিগাটোকা রােগ দেখা দেয়?

উঃ জাভাতে

১২. সিগাটোকা আক্রান্ত গাহের ফলে কী ঘটে?

উঃ কুঞ্চিত হয়

১৩.পানামা রােগের কারণ কী?

উঃ ছত্রাক ও নেমাটোডের আক্রমণ

১৪.এনথ্রাকনােজ রােগের জন্য উপকারী তাপমাত্রা কত?

উঃ ২৫-৩০ ডিগ্রী,সে

১৫. গুচ্ছ মাথা রােগ ছড়ায় কীসে?

উঃ জাবপােকা

১৬. কোনটি দিয়ে কলা গাছের গর্তের মাটি শোধন করা হয়?

উঃ ৫% ফরমালডিহাইড

১৭. মাইজ পঁচা রােগের লক্ষণ কোনটি?

উঃ কান্ডের নরম অংশ পঁচা

১৮.মাইজ পঁচা রােগ দমনে ব্যবহৃত ফুরাডানের পরিমাণ কোনটি?

উঃ ৫ গ্রাম

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-৭

১৯. সিগাটোকা দ্রুত বিস্তার লাভ করে কোন অবস্থায়?

উঃ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায়

২০, কলার এনথ্রাকনােজ দমনে ব্যবহৃত ঔষধের নাম কী?

উঃ ০.১% ব্যভিস্টিন

২১.মােজাইক রােগের কারণ কী?

উঃ ভাইরাস

২২. মােজাইক রােগ সংঘটিত হয়?

উঃসকল বয়সের গাছে

২৩, মােজাইক রােগের কারণে-

উঃ ফলের বিকৃতি ঘটে

২৪. Papaya Mosaic Virus এর বার কোনটি?

উঃ Myzus persicaei

২৫.পেঁপের কান্ড গিয়ােগ বেশি দেখা যায় কোন সময়

উঃবর্ষাকালে

২৬. নার্সারিতে চারা ধ্বসা ও বয়স্কো গাছের কান্ড পচ

উঃ একই রােগ

২৭.কান্ড পঁচা রােগের ছত্রাকের নাম কী?

উঃPrim aphonidermatum

২৮. কান্ড পঁচা রােগের সহায়ক কোনা..

উঃ জলাবদ্ধতা

২৯. কান্ড পঁচা রােগের কার্যকরি ঔষধ কোনটি?

উঃ ০.১ সেপনিল

৩০. কোন সময়ে উইলট তীব্র হয়?

উঃ বর্ষাকালে

৩১.পেয়ারাতে মােট কয়টি রােগ হয়?

উঃ ১০ টি

৩২. ফোসকা রােগের জীবাণুর নাম কী?

উঃ Colletotrichum sp.

৩৩. কোন বয়সের পেয়ারা ফোসকা রােগে আক্রান্ত হয়?

উঃ সব বয়সের পেয়ারা

৩৪. ফোসকা রােগের জীবাণু ছড়ায় কীসে?

উঃ বৃষ্টির ঝাপটায়

৩৫.পেয়ারার ফোসকা রােগের কার্যকরী রােগনাশক কোনটি?

উঃ ডায়থেন এম ৪৫ (০.২%)

৩৬.কোন জাতের পেয়ারার উইল্ট রােগ হয়?

উঃ সব জাতেই

ফসলের রোগ প্রতিকার

ইউনিট-৭

৩৭. উইন্ট রােগের বৈশিষ্ট্য?

উঃ একপাশের ভাল মারা যায়

৩৮.কোন মাটিতে উইন্ট তীব্র হয়?

উঃ অশ্লীয় মাটিতে

৩৯. কোন উপাদানের অভাবে উইল্ট দেখা দেয়?

উঃ পটাশ

৪০. কোন সময়ে উইলট তীব্র হয়?

উঃ বর্ষাকালে

৪১.কুলের মারাত্মক রােগ কোনটি?

উঃ পাউডারি মিলডিউ

৪২. পাউডারি মিলডিউ কুলের কোন অংশে দেখা যায়?

উঃ ফল, পাতা ও পুষ্পমঞ্জরীতে

৪৩. পাউডারি মিলডিউ কোন মাসে তীব্রভাবে দেখা যায়?

উঃফ্রেব্রুয়ারী

৪৪. পাউডারি মিলডিউ কার্যকরি ঔষধ কোনটি?

উঃ থিওভিট (০.২)

৪৫.স্ক্যাব পাতার কোন পৃষ্ঠে বেশি দেখা যায়

উঃ নিচের পৃষ্ঠে

৪৬ স্ক্যাব দমনের কার্যকরী ঔষধ কোনটি? –

উঃ ১% বাের্দো মিক্সার

৪৭. ডাই-ফাত রােগের কারণ কোনটি?

উঃজলাবদ্ধতা

৪৮. ডাই-ব্যাক কোন সময়ে কোন সময়ে বেশি দেয়?

উঃ বর্ষাকালে

৪৯,ভাইয়ার জন্য দায়ী একটি ছত্রাক-

উঃ Colletotrichum gloensporioides

৫০. ডাই-ব্যাক রােগ তীব্র হয় হয় এমন একটি লেবুর নাম কি

উঃ পাতি লেবু

৫১.লেবুর ক্যাংকার রােগের কারণ কী?

উঃ ব্যাকটেরিয়া

৫২। ক্যাংকার গাছের কোন অংশে দেখা যায়?

উঃ ডাল, পাতা ও ফল

৫৩। ক্যাংকার কোন জাতের লেবুতে বেশি দেখা যায়? |

উঃ পাতি লেবু

৫৪। স্ক্যাব এর কারণ কোনটি

উঃ ছত্রাক

৫৫.কাঁঠাল ও লিচুর মােট রােগের সংখ্যা কত?

উঃ ২১

৫৬. কাঁঠালের ফল পঁচা রােগ কোন ফুলে দেখা দেয়?

উঃ উভয় ফুলে

৫৭. কাঁঠালের ফল পঁচা রােগের ছত্রাকের নাম কি?

উঃ Rhizopus artocarpi

৫৮.কাঁঠালের ফল পঁচা রােগ দমনের জন্য কার্যকরী ঔষধ কোনটি?

উঃ ০.২% ডায়থেন এম-৪৫

৫৯।মাইট আক্রান্ত পাতা মুচড়ে কেমন হয়?

উঃ নৌকাকৃতি মত হয়

৬০. মাইট দমনের জন্য কার্যকরী ঔষধ কোনটি?

উঃ কেলথেন

৬১.মাইট দমনের জন্য ঔষধ প্রয়ােগের সময় কখন?

উঃ ফুল আসার পূর্বে

নােট: ফল সংগ্রহের পর, ফুল আসার পূর্বে

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post