বীজ প্রযুক্তি ইউনিট-৫


 

বীজ প্রযুক্তি

ইউনিট-৫

প্রশ্নঃ বীজ জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে এলে নিজের মধ্যে কী শুষে নেয়?

উঃ পানি

প্রশ্নঃ বীজ শুকানো মূলত কী?

উঃ বাষ্পীভবন

প্রশ্নঃ বীজের গজানোর ক্ষমতা হারিয়ে ফেলার প্রধান কারণ কী?

উঃ অতিরিক্ত আর্দ্রতা

প্রশ্নঃ বীজের বেশি আর্দ্রতা বীজের কী বাড়িয়ে দেয়?

উঃ শ্বাস-প্রশ্বাস

প্রশ্নঃ আর্দ্রতা বেশি হলে কাটা-মাড়াইয়ের সময় বীজ কী পেতে পারে?

উঃ আঘাত

প্রশ্নঃ বীজের আর্দ্রতা বেশি হলে কীসের আক্রমণ বাড়ে?

উঃ পোকা

প্রশ্নঃ কী না হলে অনেক ফসলের বীজ গাছ বা ফল হতে আলাদা করা যায় না?

উঃ শুকানো

প্রশ্নঃ সুষ্ঠুভবে বীজ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করতে কী করতে হয়?

উঃ শুকাতে হয়

প্রশ্নঃ বীজ শুকানোর পদ্ধতি কয়ভাগে ভাগ করা যেতে পারে?

উঃ দুই

প্রশ্নঃ স্বাভাবিক পদ্ধতিতে বাতাস প্রবাহের সুবিধার জন্য কী ব্যবহার করা যেতে পারে?

উঃ মাচা

প্রশ্নঃ স্বাভাবিক পদ্ধতিতে বীজ রোদে ছড়িয়ে দিয়ে কী করা উচিত?

উঃ নাড়াচাড়া

প্রশ্নঃ বাতাস উত্তপ্ত করলে বাতাসের কী কমে যায়?

উঃ আপেক্ষিক আর্দ্রতা

প্রশ্নঃ বাতাসের আর্দ্রতা কমানোর জন্য কী ব্যবহার করা হয়?

উঃ সিলিকাজেল

প্রশ্নঃ ভ্যাকুয়াম পদ্ধতিতে প্রকোষ্ঠের কী শুকিয়ে ফেলা হয়?

উঃ বাতাস

প্রশ্নঃ ইনফ্রারেড তাপ তাসকে উত্তপ্ত না করে কি উত্তপ্ত করে?

উঃ বীজ

প্রশ্নঃ কোন পদ্ধতিতে বীজ শুকাতে আবহাওয়ার উপর নির্ভর করতে হয় না ?

উঃ কৃত্রিম পদ্ধতি

প্রশ্নঃ বাতাসের প্রবাহ বৃদ্ধির জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী?

উঃ রোয়ার

প্রশ্নঃ মাড়াই করা বীজের মধ্য হতে কী বের করে ফেলার নাম বীজ পরিষ্কার করা?

উঃ অনাকাঙ্খিত দ্রব্য

প্রশ্নঃ বীজ পরিষ্কার করার কাজ কয় ভাগে ভাগ করা যায়?

উঃ তিন

প্রশ্নঃ মূল পরিষ্কার এবং প্রয়োজনীয় বিশেষ পরিষ্কার করার জন্য কী ধরনের পরিষ্কার করা হয়?

উঃ প্রাথমিক

প্রশ্নঃ প্রাথমিক পরিষ্কার করবার যন্ত্রের নাম কী?

উঃ প্রি-ক্লিনার

প্রশ্নঃ বীজ হতে বড় বা ছোট আকারের বীজ বা দ্রব্য বের করার নাম কী?

উঃ মূল পরিষ্কার

প্রশ্নঃ মূল পরিষ্কার করার যন্ত্রের নাম কী?

উঃ এয়ারস্ক্রিন ক্লিনার

প্রশ্নঃ সঠিক ফাঁসের চালনি ও বাতাস প্রবাহের গতির ওপর কীসের কার্যকারিতা নির্ভর করে?

উঃ মূল পরিষ্কার

প্রশ্নঃ কয় রকম ফাঁসের চালনি ব্যবহৃত হয়?

উঃ তিন

প্রশ্নঃ বীজের আকার আকৃতির সমান মিশ্রণ আলাদা করার নাম কী?

উঃ বিশেষ পরিষ্কার

প্রশ্নঃ বীজ ও মিশ্রণ কিসের ওপর ভিত্তি করে বিশেষ পরিষ্কার করা হয়?

উঃ ভৌত বৈশিষ্ট্য

প্রশ্নঃ কখন বীজের গজানোর ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকে?

উঃ যখন কাটা হয়

প্রশ্নঃ যতই সময় যেতে থাকে গজানোর ক্ষমতা কী হয়?

উঃ কমতে থাকে

প্রশ্নঃ বীজ গুদামে রাখার সময় কী অবস্থায় পড়তে পারে?

উঃ প্রতিকূল

প্রশ্নঃ প্রতিকূল অবস্থার প্রভাবক কী করা বীজ সংরক্ষণের মূলকথা?

উঃ প্রতিরোধ

প্রশ্নঃ বাতাসের কীসের কম বেশিতে বীজের আর্দ্রতার কমবেশি হয়?

উঃ আপেক্ষিত আর্দ্রতা

প্রশ্নঃ বীজগুদমে যে সমস্ত জীব বাস করে, তারা কী সাধারণ কাজ করে থাকে?

উঃ শ্বাস-প্রশ্বাস

প্রশ্নঃ যে পরিমাণ বীজ খায় তা থেকে নষ্ট করে বেশি এরা কারা?

উঃ ইঁদুর ও পাখি

প্রশ্নঃ কোন বীজ পোকার খাবার হিসেবে শক্ত?

উঃ শুকনো

প্রশ্নঃ ছত্রাক কোন জায়গায় বিদ্যমান থাকে?

উঃ সব জায়গায়

প্রশ্নঃ সম্পূর্ণভাবে পরিপক্ব হবার আগে কাটা বীজ কী করা যায় না?

উঃ বেশিদিন সংরক্ষণ

প্রশ্নঃ বীজ সংরক্ষণের মূলকথা কী?

উঃ বীজ শুকনো ও ঠান্ডা রাখা

প্রশ্নঃ বীজ গুদাম ব্যবস্থাপনার মূলকথা কী?

উঃ নিবিড় তত্ত্বাবধান

প্রশ্নঃ বীজ শোধন বীজকে কী হতে মুক্ত করে?

উঃ বীজবাহিত রোগ জীবাণু

প্রশ্নঃ রোগ জীবাণু এবং বালাই প্রতিরোধে অত্যন্ত কার্যকর, এরূপ গুণ কিসের থাকা উচিত?

উঃ বীজশোধক

প্রশ্নঃ কয়টি পদ্ধতিতে সাধারণত বীজশোধক প্রয়োগ করা হয়?

উঃ তিন

প্রশ্নঃ বীজশোধক প্রয়োগের কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

উঃ স্লারী

প্রশ্নঃ বীজশোধন করলে ক্রেতাদেরকে অবশ্যই কী করা উচিত?

উঃ সতর্ক

প্রশ্নঃ বীজ মোড়কে ভরে মুখ বন্ধ করার নাম কী?

উঃ মোড়কীকরণ

প্রশ্নঃ বীজের মোড়ক সত্যিকার অর্থে কী?

উঃ ছোট

প্রশ্নঃ বহনকারী পাত্র প্রচারণী দ্রব্যদামী বীজ বেশি দিন ধরে ভাল রাখার জন্য কী ধরনের মোড়কীকরণ দ্রব্য ব্যবহার করা উচিত?

উঃ এ্যালুমিনিয়াম ফয়েল

প্রশ্নঃ ধাতব পাত্র কী করা সহজ?

উঃ সীল করা

প্রশ্নঃ কীসের সাথে সামঞ্জস্য রেখে মোড়কে বীজের পরিমাণ নির্ধারণ করা উচিত?

উঃ কৃষকের চাহিদা

প্রশ্নঃ ফসলের নাম জাতের নাম,কোম্পানীর নাম ইত্যাদি তথ্য দ্বারা মোড়ক কী করা উচিত?

উঃ লেবেল

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post