বীজ প্রযুক্তি ইউনিট-৪

 



বীজ প্রযুক্তি

ইউনিট-৪

প্রশ্নঃ এক একর জমিতে চারা রোপনের জন্য কত কাঠা পরিমাণ বীজতলার চারার প্রয়োজন?

উঃ ৩ কাঠা

প্রশ্নঃ আমন ধানের চারা উৎপাদনের জন্য কবে বীজতলায় বীজ বপন করতে হয়?

উঃ জুন-জুলাই

প্রশ্নঃ কোনটি বোরো ধানের জাত?

উঃ ব্রিধান ২৯

প্রশ্নঃ কোনটি আমন ধানের জাত ?

উঃ নয়াপাজাম

প্রশ্নঃ ধানের জমির সতন্ত্রীকরণ দূরত্ব কত?

উঃ ৩-৪ মিটার

প্রশ্নঃ রোপা আমন ধানে ইউরিয়া সার কত কিস্তিতে প্রয়োগ করা হয়?

উঃ ৩

প্রশ্নঃ বোরো ধান রোপনের জন্য কত বয়সের চারার প্রয়োজন?

উঃ ১০-২০ দিন

প্রশ্নঃ ধান কাটার উপযুক্ত সময় কখন?

উঃ ধানের শীষের ৮০% দানা পরিপক্ব হলে

প্রশ্নঃ বীজের জন্য গম চাষের সতন্ত্রীকরণ দূরত্ব কত?

উঃ ৩.৫-৪ মিটার

প্রশ্নঃ সেচসহ গম চাষে জিপসাম সারের পরিমাণ কত?

ঘ)১১০-১২০ কেজি/হেক্টর

প্রশ্নঃ সারিবদ্ধ গমের বীজ হার কত?

উঃ ১২০-১৩০কেজি/হেক্টর

প্রশ্নঃ ইউরেয়া সার মোট কত ভাগে প্রয়োগ করলে ভাল ফলন হয়?

উঃ দুই ভাগ

প্রশ্নঃ গম চাষে কয়টি সেচের প্রয়োজন হয়?

উঃ ২-৩টি

প্রশ্নঃ রোগিং করতে হয় কতবার?

উঃ ২-৩ বার

প্রশ্নঃ বীজ শোধনের ঔষধের নাম কী?

উঃ ভিটাভেক্স-২০০

প্রশ্নঃ গম বীজের আর্দ্রতা কত হলে ফসল কর্তন করা যাবে?

উঃ ২০%

প্রশ্নঃ গম বীজের আর্দ্রতা গুদামজাত করার জন্য কত% এর নিচে হওয়া দরকার?

উঃ ১২%

প্রশ্নঃ বীজ পাটের জমির সতন্ত্রীকরণ দূরত্ব কত হবে ?

উঃ ৩০মিটার অথবা ৩মিটার

প্রশ্নঃ বীজ উৎপাদনে টিএসপি সারের পরিমাণ কত?

উঃ ১৫৩কেজি/হেক্টর

প্রশ্নঃ ইউরিয়া সার কত কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে?

উঃ ২ কিস্তিতে

প্রশ্নঃ নাবী বীজ পাট উৎপাদনে বীজ বপণের সময় কোনটি ?

উঃ শ্রাবণ-ভাদ্র

প্রশ্নঃ হেক্টর প্রতি পাটের বীজের হার কত?

উঃ ২.৫ কেজি

প্রশ্নঃ বীজ বপণের দূরত্ব কত?

উঃ ৩০ সেমি.১০সেমি,

প্রশ্নঃ রোগিং কয়বার করতে হয়?

উঃ ৩ বার

প্রশ্নঃ এক হেক্টর পরিমাণ জমি আবাদে প্রয়োজনীয় চারা জন্মাতে কত বীজের দরকার?

উঃ ৩৭৫-৫০০ গ্রাম

প্রশ্নঃ বীজ তলায় বীজ বপণের সময় কোনটি?

উঃ জুলাই-আগষ্ট

প্রশ্নঃ জমিতে ইউরিয়া সারের পরিমাণ কত?

উঃ ৩৭০-৩৮০কেজি

প্রশ্নঃ দুই তৃতীয়াংশ ইউরিয়া ও এমপি সার কত কিস্তিতে প্রয়োগ করতে হয়?

উঃ ৩ কিস্তিতে

প্রশ্নঃ চারা রোপণের দূরত্ব কত?

উঃ ৭৫সেমি.৬০সেমি.

প্রশ্নঃ পুষ্ট বীজ কোন গুলো?

উঃ পানির নিচে জমাকৃত বীজগুলো

প্রশ্নঃ বীজতলায় বীজ বপনের মাস গুলো কী কী?

উঃ সেপ্টেম্বর-অক্টোবর

প্রশ্নঃ এক হেক্টর জমি আবাদে টমেটো চারা উৎপাদনের বীজের পরিমান কত?

উঃ ২৫০-৩০০ গ্রাম

প্রশ্নঃ টমেটো বীজ চাষে পৃথকীকরণ দূরত্ব কত?

উঃ ২৫ মিটার

প্রশ্নঃ ইউরিয়া সার মোট কত ভাগে প্রয়োগ করতে হয়?

উঃ ৩ ভাগে

প্রশ্নঃ চারা রোপনের উপযুক্ত সময় কোনটি?

উঃ অক্টোবর-নভেম্বর

প্রশ্নঃ চারা রোপণের দূরত্ব কত?

উঃ ৬০ সে: মি: × ৬০ সেঃ মিঃ

প্রশ্নঃ হেক্টর প্রতি ফুলকপির বীজের পরিমাণ কত?

উঃ ৩০০-৩৫০ গ্রাম

প্রশ্নঃ কত গড় তাপমাত্রার অঞ্চলে ফুলকপির চাষ হয়ে থাকে?

উঃ ১৮-২২°সে.

প্রশ্নঃ বিএআরআই (বারি) বারি কর্তৃক উদ্ভাবিত ফুলকপির জাত কোনটি?

উঃ রূপা

প্রশ্নঃ অন্যান্য জাত হতে কত দূরত্বে প্রত্যায়িত বীজ ফুলকপির মাঠ হতে হবে?

উঃ ১০০০ মিটার

প্রশ্নঃ সোডিয়াম মলিবডেট সারের প্রয়োগ হার কত?

উঃ ২কেজি/হেক্টর

প্রশ্নঃ চারা রোপণের দূরত্ব কত?

উঃ ৬০×৪৫সেমি

প্রশ্নঃ শুঁটির কোন অবস্থায় ফসল কর্তন করতে হয়?

উঃ শুঁটিগুলো বাদামি রং ধারণ করলে

প্রশ্নঃ মূলা বীজ ফসলের জন্য পৃথিকীকরণ দূরত্ব কত?

উঃ ১০০০মিটার

প্রশ্নঃ জমিতে হেক্টর প্রতি কতটুকু জৈব সার ব্যবহার করতে হয়?

উঃ ৮০০০-১০০০ কেজি

প্রশ্নঃ জমিতে দস্তার ঘাটতি হলে কত পরিমাণ জিংক অক্সাইড দিতে হয?

উঃ ৪ কেজি

প্রশ্নঃ বাংলাদেশে মূলার বীজ উৎপাদনে কয়টি উদ্ভাবিত জাত ব্যবহার করা হয়?

উঃ ২ টি

প্রশ্নঃ মূলার বীজ হেক্টর প্রতি কতটুকু বপণ করা দরকার?

উঃ ৪-৬কেজি

প্রশ্নঃ বীজ বপণের দূরত্ব কত?

উঃ ৩০×৩০সেমি.

প্রশ্নঃ বীজ উৎপাদনে মূলার মূলের নিচের দিকে কতটুকু কেটে ফেলতে হয়?

উঃ এক চতুর্থাংশ

প্রশ্নঃ মূলার বীজের ফলন কত?

উঃ ৫০০-১০০০কেজি/হেক্টর

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post