বীজ প্রযুক্তি ইউনিট-১


বীজ প্রযুক্তি

ইউনিট-

ফসল উৎপাদনের জন্য মৌলিক উপকরণ কোনটি?

উঃ বীজ

বাংলাদেশে ফসল উৎপাদনের জন্য যে বীজ ব্যবহৃত হচ্ছে, তার প্রায় সবই কোথায় থেকে আসে?

উঃ কৃষক কর্তৃক উৎপাদিত ফসলের অংশবিশেষ

বীজের উন্নয়নের প্রতি খেয়াল পড়েছে কী কারণে?

উঃ ফলন বৃদ্ধির প্রচেষ্টার সাথে সাথে

বীজ পরীক্ষার জন্য কী দরকার?

উঃ বীজের গঠন ও শরীরবৃত্তীয় জ্ঞান

কোন সালে ডঃ ফেডারিক নোবে থারান্ড শহরে বীজ পরীক্ষাগার স্থাপন করেন?

উঃ ১৮৬৯

নতুন জাত উদ্ভাবনের জন্য যে মূল তত্ত্ব ব্যবহৃত হয়, তার আরিষ্কারক কে?

উঃ গ্রেগর মেন্ডেল

বীজ প্রযুক্তির ধাপ কয়টি?

উঃ পাঁচটি

বীজ প্রযুক্তির ধাপের শুরু কোনটি এবং শেষ কোনটি?

উঃ জাত উদ্ভাবন ও বিপণনের মাধ্যমে কৃষিতে ব্যবহার

কোথা হতে বীজ হয়?

উঃ ফুল

ফুলের কোন দুটি অঙ্গ বীজের জন্য বিশেষ প্রয়োজনীয়

উঃ পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র

বীজ হচ্ছে সংরক্ষিত আবরণ দ্বারা আবৃত একটি কাঠামো এ কাঠমোর মধ্যে কী থাকে?

উঃ ভ্রুণ ও খাবার

কোনটি বীজ?

উঃ পরাগরেণু দ্বারা নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকই হচ্ছে বীজ

বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজকে কোন ভাগে ভাগ করা হয়?

উঃ একবীজপত্রী, দ্বিবীজপত্রী ও বহুবীজপত্রী

কোনটি প্রকৃত বীজ?

উঃ ধান

উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম কী?

উঃ বীজ

বীজ কী না হলে সার, সেচ ইত্যাদি প্রয়োগ করে উচ্চফলন পাওয়া যায় না?

উঃ উচ্চফলনশীল

কোনটি প্রকৃত বীজ?

উঃ সব কয়টি

বীজের সাধারণ অঙ্গসমূহকে প্রধান কয়টি অংশে ভাগ করা যায়?

উঃ দু'টি

বীজের সাধারণ অঙ্গসমূহকে কোন দুটি অংশে ভাগ করা যায়?

উঃ বীজত্বক ও বীজসার

বীজত্বকের কাজ কি ?

উঃ বীজসারকে রক্ষা করা

বীজরন্ধের মাঝ দিয়ে বেরিয়ে

উঃ ভ্রুণমূল

ভ্রুণ কি?

উঃ ভাবী উদ্ভিদের ক্ষুদ্র সংস্করণ

ভ্রুণাক্ষের যে অংশে বীজপত্র যুক্ত থাকে,তাকে কী বলে?

উঃ ভ্রুণপর্ব

ভ্রুণাক্ষের উপরের অংশকে বলে?

উঃ ভ্রুণমুকুল

ভ্রুণাক্ষের নিচের অংশকে বলে?

উঃ ভ্রুণমূল

বীজপত্রের কাজ কয়টি?

উঃ তিনটি

ভ্রুণমূল দ্বারা আবৃত থাকে?

উঃ কলিওরাইজা

ভ্রুণমুকুল দ্বারা আবৃত থাকে?

উঃ কোলিওপটাইল

কৃষক তার বীজ বুনবার আগে বীজের কী সম্পর্কে নিশ্চিত হতে চান?

উঃ বীজের মান

একটি বীজ লটে নির্দিষ্ট জাতের শতকরা কত ভাগ বীজ আছে তাকে কী বলে?

উঃ জাতবিশুদ্ধতা

ভালভাবে পরিষ্কার করে শতকরা কতভাগের ওপরে বীজ বিশুদ্ধতার হার রক্ষা করা যায়?

উঃ ৯৫

কোন পরীক্ষার সময় বীজ নমুনা বিশুদ্ধ বীজ, অন্য ফসলের বীজ, আগাছার বীজ এবং জড় পদার্থ এ চার ভাগে বাছাই করতে হয়?

উঃ বীজ বিশুদ্ধতা উঃ আর্দ্রতা

অংকুরোদগম পরীক্ষার জন্য কতটি বীজ পরীক্ষা করা উচিৎ?

উঃ ৪০০

সাধারণত হাজার বীজের ওজন দিয়ে কী বুঝানো হয়?

উঃ বীজের আকার

বীজের নমুনা শুকালে যে পরিমাণ ওজন কমে যায় সে পরিমাণকে কী বলে?

উঃ বীজের আর্দ্রতা

(বীজ বিশুদ্ধতার হার × বীজ অংকুরোদগম হার) ÷১০০....এসূত্র দিয়ে কী নির্ণয় করা হয়?

উঃ বীজের প্রকৃত মান

এক হেক্টর জমিতে বীজ বপনের পরিমানকে কী বলে?

উঃ বীজহার

বীজ হারের গুরুত্ব কোনটি?

উঃ বীজের অপচয় রোধ করে

বীজ হার নিরুপণে প্রভাবক নয় কোনটি?

উঃ আগাছা

মাঠে উৎপাদন নিরাপত্তার মাত্রা কত?

উঃ ২০-২৫%

বীজ হার নিরুপণের একক কোনটি নয়?

উঃ বীজ/গর্ত

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

 

Post a Comment

Previous Post Next Post