বীজ প্রযুক্তি ইউনিট-৩

 



বীজ প্রযুক্তি

ইউনিট-৩

প্রশ্নঃ বীজ পরিবর্ধনে প্রভাবকসমূহকে কয় ভাগে ভাগ করা যেতে পারে?

উঃ ৪ ভাগে

প্রশ্নঃ একটি জাতের বৈশিষ্ট্যসমূহের প্রধান নিয়ন্ত্রক কী?

উঃ কৌলিক গঠন

প্রশ্নঃ অন্যগাছের ফুল হতে উৎপাদিত পরাগরেণু দ্বারা পরাগায়ণকে কী বলে?

উঃ পরপরাগায়ণ

প্রশ্নঃ কিসের মাধ্যমে একটি জাতের কৌলিতাত্ত্বিক গঠনের অবণতি ঘটে?

উঃ পরপরাগায়ণ

প্রশ্নঃ অঙ্গজ বৃদ্ধিকাল ও প্রজননকাল এ দুটি গাছের কীসের অংশ?

উঃ জীবনকাল

প্রশ্নঃ দিনের সময়কাল নির্দিষ্ট কীসে উপনীত হলে গাছ অঙ্গজ বৃদ্ধিকাল হতে পুনরুৎপাদনশীল কালে প্রবেশ করে?

উঃ দৈর্ঘ্যে

প্রশ্নঃ একটি নির্দিষ্ট কী গাছের পুনরুৎপাদনশীল কালকে উদ্দীপিত করে?

উঃ তাপমাত্রা

প্রশ্নঃ পুনরুৎপাদনশীল কালে কীরূপ আবহাওয়া বেশি উপযোগী?

উঃ শুকনো

প্রশ্নঃ মাটিতে কীসের অভাবে সাধারণত দানা হয় না?

উঃ বোরণ

প্রশ্নঃ বীজ ফসল ঠিকমত বাছাই না করলে কী ঘটতে পারে?

উঃ অন্য জাতের মিশ্রণ

প্রশ্নঃ ফসল উৎপাদন এবং বীজ উৎপাদন এ দু' পদ্ধতির মধ্যে কী রয়েছে?

উঃ পার্থক্য

প্রশ্নঃ খামারের আকার কেমন হলে বীজ উৎপাদনে সুবিধা হয়?

উঃ বড়

প্রশ্নঃ জাত ছাড়করণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?

উঃ জাত সংরক্ষণ ও মৌলবীজ সরবরাহ

প্রশ্নঃ কোন ব্যবস্থা না নিলে জাত নষ্ট হয়ে যায়?

উঃ জাত সংরক্ষণ

প্রশ্নঃ কোন ব্যবস্থা না নিলে বীজের পরিমাণ বৃদ্ধির কাজ শুরু করা যায় না?

উঃ মৌলবীজ সরবরাহ

প্রশ্নঃ জাত উৎপাদনকারী প্রজণনবিদের তত্ত্বাবধানে জাত বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে বজায় রেখে যে বীজ উৎপাদন করা হয় তাকে কী বলে?

উঃ মৌল বা ব্রিডারস বীজ

প্রশ্নঃ ধাপে ধাপে বীজ পরিবর্ধন করলে কোন বিষয়টি খেয়াল রাখা সহজ হয়?

উঃ জাত বৈশিষ্ট্য বজায় রাখা

প্রশ্নঃ বাংলাদেশে কয়টি ধাপে বীজ পরিবর্ধনের বিধান রয়েছে?

উঃ ৪টি ধাপে

প্রশ্নঃ জাতবৈশিষ্ট্য নষ্ট হবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুটি কী কী

উঃ পরপরাগায়ন ও জন্য জাতের মিশ্রণ

প্রশ্নঃ একটি জাতের কৌলিতাত্ত্বিক গঠনে অবনতি ঘটে কীসের মাধ্যমে?

উঃ পরপরাগায়ণ

প্রশ্নঃ এক কেজি বীজ হতে যত বীজ সংগ্রহ করা সম্ভব সে সংখ্যাকে কী বলে?

উঃ পরিবর্ধন গুণনীয়ক

প্রশ্নঃ যে ধাপে বীজ উৎপাদন করা হবে তার কোন ধাপে বীজ সংগ্রহ করা দরকার?

উঃ পূর্ববর্তী ধাপ

প্রশ্নঃ বীজ পরিবর্ধনের সিদ্ধান্ত নেওয়ার পরবর্তী কাজটি কী?

উঃ জাত নির্বাচন

প্রশ্নঃ বীজ পরিবর্ধনের জন্য মানসম্পন্ন বীজ কোথা থেকে সংগ্রহ করা উচিত?

উঃ বিশ্যশত উৎস

প্রশ্নঃ প্রত্যয়িত বীজ উৎপাদনের জন্য কোন বীজ সংগ্রহ করতে হবে?

উঃ ভিত্তিবীজ

প্রশ্নঃ পরিবর্ধনের জন্য বীজ কীভাবে বপন করা উচিত?

উঃ সারি করে

প্রশ্নঃ কীভাবে অন্য জাতের পরাগরেণু আসা রোধ করা যায়?

উঃ স্বতন্ত্রীকরণ দূরত্ব বজায় রেখে

প্রশ্নঃ কী কাজ করার সময় অনাকাঙ্খিত জাতের বীজ দ্বারা কাঙ্খিত জাত মিশ্রিত হতে পারে?

উঃ ৰপন, কাটাও মাড়াই, পরিষ্কার করা ও শুকানো

প্রশ্নঃ বীজ ফসল উৎপাদনে যে পরিমাণ সার দেওয়া যেতে পারে তার পরিমাণ সাধারণ ফসল উৎপাদনের অনুমোদিত মাত্রার কী হওয়া উচিৎ?

উঃ একই

প্রশ্নঃ প্রজনন কালে পানি ঘাটতি ঘটলে দানার আকার কীরুপ হয়।

উঃ ছোট

প্রশ্নঃ বীজ ফসলে কী বেশি হলে সে ফসল থেকে বীজ না রাখা  উত্তম?

উঃ আগছ

প্রশ্নঃ বীজ ফসল বেশি পাকলে কী হতে পারে?

উঃ ঝরে যেতে পারে

প্রশ্নঃ বীজ ফসল কম পাকা অবস্থায় কাটলে কী হতে পারে?

উঃ দানা চুপসে যেতে পারে

প্রশ্নঃ বীজ ফসল কেটে কী করেরাখা উচিত নয়?

উঃ গাদা

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post