আগাছা ও তা দমন ইউনিট-১

অনুশীলন

আগাছা ও তা দমন

ইউনিট

 

আগাছা শস্যের অতি প্রয়াোজনীয় কোন উপাদানের সাথে প্রতিযাোগিতা করে

   উঃ খাদ্য 

২। একটি কাঁটানটে আগাছা মৌসুমে গড়ে কত সংখ্যক বীজ উৎপাদন করতে পারে

   উঃ ৭২,০০০  

৩। নুনিয়া আগাছা বীজ মাটির নিচে কত বৎসর পর্যন্ত বেচে থাকতে পারে

   উঃ ৪০ বৎসর 

৪। জংলী সরিষার বীজ সর্বোচ্চ কত বৎসর পর্যন্ত সুপ্ত থাকতে পারে?

    উঃ ৫০ বৎসর 

৫। একবর্ষজীবী আগাছার মধ্যে বাোনা আউশ ধানে সচরাচর দেখা যায় কোনটি 

   উঃ শ্যামা 

৬। দ্বিবর্ষজীবী আগাছার উদাহরণ কোনটি?

   উঃ জংলী গাজর 

 নাোট: একবর্ষজীবীশ্যামা, গইচা, বথুয়া, চাপড়া, স্বর্ণলতা, শাকনটে, কানাইনালা, কানাইবাশী ইত্যাদি। 

দ্বিবর্ষজীবীজংলীগাজর, জংলী সুগারবিট, বিষাক্ত হেমলক ইত্যাদি। 

বহুবর্ষজীবীপ্রেমকাটা, উলু, বাশ, মাোথা, দুর্বা, কচুরিপানা, মিকানিয়া লতা ইত্যাদি। 

৭। জলজ আগাছা কোনটি?

    উঃ ঝাঁই 

নাোট কচুরিপানা, চেচড়া, পানিকলা, ঝাঝি, কলমিলতা, হেলেঞ্চা, ক্ষুদে পানা, টোপা পানা, পানি লবঙ্গ

শ্যামার চারা দেখতে কোন গাছের মত

   উঃ ধান গাছের 

নাোট: শ্যামা গাোরা ঘাস নামে পরিচিত। 

৯। গইচার পাতা কী রঙের?

   উঃ হাল্কা সবুজ রঙের      

নাোট: গইচা মনা ঘাস নামে পরিচিত

১০। নুনিয়ার কান্ড দেখতে কী রকম?

   উঃ গাোলাকার লালচে রঙের 

১১। বথুয়া গাছের নিচের পাতাগুলো দেখেতে কেমন

   উঃ পাতি হাঁসের পায়ের মত 

১২। কাঁটানটে উদ্ভিদতাত্ত্বিক বিবেচনায় কোন জাতীয় উদ্ভিদ

   উঃ বিরুং, 

নাোট: খুইরা কাটা নামে পরিচিত। 

১৩। শিয়ালকাটা উদ্ভিদের বীজের ব্যাসার্ধ কত মিমি

   উঃ .. 

১৪। শিয়ালকাটার ফল কোন মাসে পরিপক্ক হয়?

   উঃ চৈত্রবৈশাখ 

১৫ দুর্বার কোন বিশেষ গুণের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘাস ফসল হিসেবে চাষ করা হয়

   উঃ দুগ্ধবতী গাভীর ভাল ঘাসজাতীয় খাদ্য 

১৬। মাোথার কান্ডের আকার কীরূপ

   উঃ ত্রিকোণাকার    

১৭। কাঁটাবেগুনের পাতার গঠন কীরূপ?

   উঃপাতার কিনারা গভীরভাবে খন্ডিত তার বোঁটা এবং মধ্যশিরা কন্টকময় 

১৮। লজ্জাবতীর কান্ড কেমন

   উঃ শক্ত,কাঁটাযুক্ত বাদামী লালচে রঙের 

১৯। মিকানিয়া লতা চা কফি গাছের চারার কীভাবে ক্ষতি করে?

   উঃ চারা গাছকে ডালপালাসহ পেচিয়ে চেপে ধরে আলাো বাতাস থেকে বঞ্চিত করে 

নাোট: মিকানিয়া লতা ভারতীয় বা আসাম লতা নামে পরিচিত 

২০ শিয়ালমুত্রার গাছে কখন ফুল ধরে

   উঃ ফায়ূনচৈত্র মাসে 

২১। চাপড়ার পুস্পমঞ্জরী কেমন দেখায়

   উঃ হাতের আঙ্গুলের ন্যায় 

২২। দুধিয়ার কান্ড ভেঙ্গে গেলে কী রঙের রস বের হয়ে আসে

   উঃ সাদা রঙের 

২৩। দন্ডকলসের ফুল গাছে কীভাবে জন্মে

   উঃ পর্বসন্ধিকে ঘিরে       

নাোট: শ্রেতদ্রোন বা দেবদ্রোন নামে পরিচিত। 

২৪। ঘাগরার ফল কীরূপ

   উঃ ডিম্বাকার কাঁটাযুজ     

২৫। কেশটির বীজ কখন পরিপক্ক হয়

   উঃ অগ্রহায়ণপৌষ মাসে      

২৬) কাকপায়া ঘাসের ফুল দেখতে কেমন

   উঃ কাকের পায়ের মত  

২৭। কাকপায়া আগাছা কোন মৌসুমের আগাছা

   উঃ খরিফ 

২৮। কচুরিপানা কোন সহজেই পানিতে ভাসতে পারে

   উঃ পাতার নিচ অংশ স্ফীত স্পঞ্জ টিস্যু দ্বারা গঠিত বলে

২৯। কলমিলতার ফুলের আকার কীরূপ

   উঃ ফানেলাকৃতির 

৩০। ঝাঁঝরি বা ঝাই পাতা গাছের কান্ডে কীভাবে জনন

   উঃ কান্ডের চারদিকে আবর্তকারে 

৩১। বড় পানিকচুর কান্ড কীভাবে গঠিত?

   উঃ স্পঞ্জ টিস্যু দ্বারা 

৩২। পাতা শ্যাওলার পাতা দেখতে কেমন

   উঃ ফিতার মত সবুজ রঙের। 

৩৩। হেলেঞ্চা কী কী উপায়ে বংশ বৃদ্ধি করে

   উঃ মূলকান্ড, কান্ডাংশ বীজের সাহায্যে

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post