আগাছা ও তা দমন ইউনিট-২

অনুশীলন

আগাছা ও তা দমন

ইউনিট

১। এক হেক্টর গমের জমি হতে আগাছা কী পরিমাণ নাইট্রোজেন গ্রহণ করতে পারে

উঃ ২০ কেজি    

নাোট: প্রতি হেক্টরে ফলন কমায়৪৬০ কেজি।

২। তুলা গাছের ওপর কোন আগাছার শিকড়ের রস বিষক্রিয়া করে

উঃ বধুয়া 

৩। কোন আগাছার পাতার সংস্পর্শে মানুষ শরীরে খুব চুলকানি অনুভব করে

উঃ আইভিলতা 

৪। আরগট রাোগের বিকল্প আশ্রয়স্থল হিসেবে কোন আগাছাটি কাজ করে?

উঃ জংলী রাই  

৫। কোন আগাছা ভক্ষণ করে গবাদিপশু মারা যেতে পারে

উঃ রেগউইড         উঃ মাোথা 

উঃ ক্লোভার/লুইপাইন     উঃ কাঁটানটে 

৬। আগাছা বেশীর পক্ষে শতকরা কত ভাগ ফসল হ্রাস করতে পারে

উঃ ১০ % 

৭। মানুষের ঔষধ হিসেবে কোন আগাছার বীজ ব্যবহৃত হয়?

উঃ ধুতুরা 

৮। আগাছা কী উপায়ে প্রতিরাোধ করা যায়

উঃ বিশুদ্ধ বীজ ব্যবহার করে 

৯। যান্ত্রিক পদ্ধতিতে আগাছা দমনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়

উঃ টিলার 

১০। পারিচার্যিক পদ্ধতিতে আগাছা দমনের জন্য কোনটি ভাল ব্যবস্থা

উঃ ফসলের দুই সারির মধ্যে খড়কুটার আবরণ ব্যবহার 

১১। উচ্ছেদ পদ্ধতিতে– 

উঃ সম্পূর্ণ দমন য় 

১২। আগাছা ব্যবস্থাপনার মূল পদ্ধতি– 

উঃ ৩টি যথাআগাছা প্রতিরাোধ, উচ্ছেদ, আগাছা দমন। 

১৩। নির্বাচিত আগাছানাশক কী রকম আগাছা দমনে ভাল ফল দেয়

উঃ নির্দিষ্ট প্রকার চওড়া বা সরু পত্রবিশিষ্ট 

১৪। যে আগাছার মাটির নিচের অংশ, যেমন মূল, বাল্ব, নাট, কন্দ সহজে ধ্বংস করা যায় না তা কোন শ্রেণীর কিরূপ বৈশিষ্ট্যপূর্ণ আগাছানাশক দ্বারা ধ্বংস করা হয়

উঃ নির্বাচিত স্পর্শক প্রকৃতির আগাছানাশক 

১৫। ধানের জমিতে জন্মাননা শ্যামা নামক আগাছা কোন আগাছানাশক প্রয়াোগ করে দমন করা যায়

উঃ ট্রাইবুনিল      

১৬। চা বাগানের আগাছা মিকানিয়া লতা দমনের জন্য পিলরাউন্ড প্রতি হেক্টরে কী পরিমাণ ব্যবহার করতে হবে

উঃ . লিটার 

১৭। কোন একদিনে কী পরিমাণ আপেক্ষিক আর্দ্রতায় আগাছানাশক প্রয়াোগ করলে ভাল ফল দেয়

উঃ ৯০% আর্দ্রতায়    

১৮।কী রকম দিনে আগাছানাশক প্রয়াোগে সুফল পাওয়া যায়

উঃ রৌদ্রজ্জ্বল দিনে  

১৯। বায়ুপ্রবাহের কেমন অবস্থায় আগাছানাশক প্রয়াোগ করা বিধেয়

উঃ মৃদু মন্দ বাতাসে 

২০। আগাছানাশক ঔষধ প্রয়াোগের সময় বাতাসের অনুকুলে ছিটাবার কারণ কী

উঃ প্রয়াোগকারীর চোখে মুখে ঔষধ লাগার ভয় থাকে না ঔষধ পরিমাণে কম লাগে 

২১। ঔষধ ব্যবহারের অব্যবহিত পরেই ফসলের কোন অংশ খাবারের জন্য উঠান উচিত নয় কেন

উঃ সেগুলাো ঔষধ লেগে বিষাক্ত হয়ে যেতে পারে 

২২। ঔষধ প্রয়াোগকারীর চোখে মুখে লেগে যন্ত্রণা সৃষ্টি করলে কী করা উচিত

উঃ ডাক্তারের কাছে গিয়ে উপযুক্ত চিকিৎসা নিতে হবে। 

২৩। ঔষধ প্রয়াোগ শেষে স্প্রে মেশিন কীভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে

উঃ বড় বালতিতে পানি নিয়ে 

২৪। মেশিন ধাোয়া পানির জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে?

উঃ পানি যেন গড়িয়ে জলাশয়ে না যায় 

২৫। বাংলাদেশের বাজারে আগাছা নাশক খুব অল্প সংখ্যক দেখা যায় কেন?  

উঃ আগাছা নাশক ব্যবহারকে কৃষকগণ বিপজ্জনক মনে করেন 

২৬। কোন আগাছা নাশক বিদেশ হতে আমদানি করে সেটির অনুমাোদনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোন উইং এর পরিচালকের নিকট দরখাস্ত পেশ করতে হয়

উঃ উদ্ভিদ সংঘনিরাোধ উইং 

২৭। আগাছা নাশক এর চূড়ান্ত অনুমাোদন কোন কমিটি দিয়ে থাকে

উঃ PTAC  

নাোট: পিটিএসিপেস্টিসাইড টেকনিক্যাল এডভাইজরি কমিটি, পিটিএএসসি পেস্টিসাইড টেকনিক্যাল এডভাইজরি সাবকমিটি

২৮। বর্তমানে বাংলাদেশে যে সমস্ত আগাছা নাশক আমদানি করা হয়। সে প্রধানত কোন আগাছা দমনের জন্য ব্যবহার করা হয়

উঃ ধানের আগাছা দমনের জন্য 

২৯। পিলরািউন্ড চা বাগানের আগাছা দমনের জন্য প্রতি হেক্টর কী পরিমাণ  ব্যবহার করতে হয়?

উঃ , লিটার 

৩০। অফিসয়াজোন ধানের বিভিন্ন আগাছা দমনের জন্য প্রতি হেক্টর কতটুকু ব্যবহার করতে হবে? .

উঃ লিটার 

৩১। সমন্বিত আগাছা দমন ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?

উঃ বিভিন্ন পদ্ধতির মধ্যে যাোগসূত্র স্থাপন করা 

৩২। IWM বলতে কী বুঝায়

উঃ Integrated Weed Management

৩৩। কোন মৌসুমে যান্ত্রিক পদ্ধতিতে আগাছা দমন সহজ হয়

উঃ খরিফ মৌসুমে 

৩৪। জলজ আগাছা দমনের ক্ষেত্রে কী প্রকার আগাছানাশক ব্যবহার করতে  হবে

উঃ মাছ অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি করে না এমন আগাছানাশক

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post