বীজ প্রযুক্তি ইউনিট-২

বীজ প্রযুক্তি

ইউনিট-২

প্রশ্নঃ Veriety কোন Latin শব্দ থেকে নেওয়া?

উঃ Varientas

প্রশ্নঃ Cultivated variety এর সংক্ষিপ্ত নাম কী?

উঃ Cultivar

প্রশ্নঃ বাংলাজাতশব্দটি কী বুঝতে ব্যবহার করা হয়?

উঃ শ্রেণী বা গোষ্ঠী

প্রশ্নঃ দেখতে এক রকম এবং নিজেদের মত উদ্ভিদ উৎপাদনের সক্ষম, এমন উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীকে কী বলে?

উঃ প্রজাতি

প্রশ্নঃ উদ্ভিদতাত্ত্বিক শ্রেণী বিভাজনে প্রজাতির শ্রেণীর উপ-বিভাগ কী?

উঃ উদ্ভিদতাত্ত্বিক জাত

প্রশ্নঃ কৃষিতাত্ত্বিক শ্রেণিবিভাগে গোষ্ঠীর উপবিভাগকে কী বলে?

উঃ জাত

প্রশ্নঃ আলতাপেটি লালশাক কী?

উঃ চাষে ব্যবহৃত জাত

প্রশ্নঃ উদ্ভিদ জগতে কতগুলি প্রজাতি আছে?

উঃ সাড়ে তিন লক্ষ

প্রশ্নঃ চাষে ব্যবহৃত প্রজাতির সংখ্যা কত?

উঃ আড়াইশ

প্রশ্নঃ বীজ প্রযুক্তিগত কাজ কী ছাড়া সম্ভব নয়?

উঃ জাতের নাম

প্রশ্নঃ জাত উন্নয়নের প্রধান উদ্দেশ্য কি সরবরাহ করা?

উঃ নতুন জাত

প্রশ্নঃ সচরাচর কয়টি পদ্ধতি অনুসরণ করে ফসল চাষের জন্য উন্নত জাত পাওয়া যেতে পারে?

উঃ ৫

প্রশ্নঃ নতুন জাত সংগ্রহ করেভাল পেলে তা ব্যবহার করাকে কী পদ্ধতি বলে?

উঃ প্রবর্তন

প্রশ্নঃ ফসলের বীজ উৎপাদন যদি সম্ভব না হয়, তাহলে কোন পদ্ধতি অনুসরণ করে উন্নত জাত পাওয়া যেতে পারে?

উঃ প্রবর্তন

প্রশ্নঃ ভালকে গ্রহণ ও খারাপকে বর্জন কোন পদ্ধতির মূল পক্রিয়া?

উঃ বাছাই

প্রশ্নঃ বিভিন্ন কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্যের জাতের মধ্যে কী করা হয়?

উঃ সঙ্করায়ন

প্রশ্নঃ ‘জাতের দু'একটি গুণজাতের সব গুণের সাথে মিশানো হলে কী পদ্ধতি অনুসরণ করতে হবে?

উঃ ব্যাক ক্রসিং

প্রশ্নঃ দুটি জাতের মিলন ঘটালে উৎপাদিত উদ্ভিদ যদি তাদের পিতামাতা অধিক তেজ দেখায় তাহলে তাকে কী বলে?

উঃ হাইব্রিড ভিগার

প্রশ্নঃ জাত মূল্যায়ন কী জন্য করা হয়?

উঃ জাত ছাড়করণ

প্রশ্নঃ নতুন উদ্ভাবিত জাতের চাষ ও ব্যবহারের মূল্যমান যাচাইয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে কী বলে?

উঃ ভিসিইউ

প্রশ্নঃ কী ধরনের সংস্থা জাত মূল্যায়নকারী হিসেবে সবচেয়ে উত্তম?

উঃ স্বাধীন সরকারি

প্রশ্নঃ জাত পরীক্ষায় চলতি জাতের সাথে নতুন জাতের কী দেখা যায়?

উঃ তুলনামূলক কার্যকারিতা

প্রশ্নঃ একটি জাত ভাল হতে কোন গুণটি অবশ্য থাকা দরকার?

উঃ ফলন

প্রশ্নঃ তুলনামূলক কার্যকারিতা নিরুপণের জন্য কী করতে হয়?

উঃ বিশ্লেষণ

প্রশ্নঃ তুলনামূলক কার্যকারিতার বিবরণে কী ধরনের তথ্যের উল্লেখ থাকা উচিত?

উঃ পরীক্ষায় প্রাপ্ত সব তথ্য

প্রশ্নঃ বাংলাদেশে তুলনামূলক কার্যকারিতার বিবরণ কে তৈরি করে?

উঃ উদ্ভাবনকারী সংস্থা

প্রশ্নঃ কোন দেশে বাধ্যতামূলকভাবে আইনগত পদ্মতি মেনে জাত ছাড় হয়?

উঃ ইউরোপীয়ান দেশ

প্রশ্নঃ অনিয়ন্ত্রিত জাত ছাড়করণের বেলায় কারা সক্রিয় ভূমিকা পালন করে?

উঃ বেসরকারি প্রজননকারী

প্রশ্নঃ নিয়ন্ত্রিত জাত ছাড়াকরণে কী পালিত না হলে জাত ছাড় করা যায় না?

উঃ নির্দিষ্ট পদ্ধতি

প্রশ্নঃ উদ্ভাবিত জাতের নাম সাধারনত কে প্রস্তাব করে?

উঃ উদ্ভাবনকারী

প্রশ্নঃ ছাড়পত্র জাতের তালিকা প্রকাশের দায়িত্ব সাধারনত কার?

উঃ ছাড়করণ কর্তৃপক্ষ

প্রশ্নঃ ইউপোভের কাজ কি?

উঃ জাতের স্বত্ব রক্ষা

প্রশ্নঃ জাত উদ্ভাবনকারীর স্বার্থ রক্ষার বিষয়টি কিরূপ?

উঃ লেখকের রয়্যালটি

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post