BARI বৈজ্ঞানিকসহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

বৈজ্ঞানিকসহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 
বৈজ্ঞানিক সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪

পদের নামঃ- বৈজ্ঞানিক সহকারী
পরীক্ষার তারিখঃ- ০১-০৩-২০২৪

বাংলা প্রশ্ন সমাধান

(১) এক কথায় প্রকাশ করুন:

(ক) যা ক্ষয় পাচ্ছে
উত্তরঃ-যা ক্ষয় পাচ্ছে- ক্ষয়িফুও।

(খ) পরিব্রাজকের ভিক্ষা
উত্তরঃ- পরিবাজকের ভিক্ষা - মধুকরী।

(গ) সমুদ্রের ঢেউয়ের শব্দ
উত্তরঃ- সমুদ্রের ঢেউয়ের শব্দ- কল্লোল।

(ঘ) যে গাছ অন্য গাছের উপরে জন্মে
উত্তরঃ- যে গাছ অন্য গাছের উপরে জন্মে - পরগাছা।

(ড) যুদ্ধ থেকে যে বীর পালায় না
উত্তরঃ- যুদ্ধ থেকে যে বীর পালায় না- সংশপ্তক।

(২) ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:

(ক) চন্দ্রমুখ
উত্তরঃ- চন্দ্রমুখ - মুখ চন্দ্রের ন্যায়। (উপমিত কর্মধারয়)

(খ) হররোজ
উত্তরঃ- হররোজ - রোজ রোজ। (অব্যয়ীভাব সমাস)

(গ) বিজ্ঞানসম্মত
উত্তরঃ- বিজ্ঞানসম্মত - বিজ্ঞান দ্বারা সম্মত। (তৃতীয়া তৎপুরুষ)

(ঘ) রাজর্ষি
উত্তরঃ- রাজর্ষি - যিনি রাজা তিনিই খষি। (কর্মধারয় সমাস)

(ড) ঘরজামাই
উত্তরঃ- ঘরজামাই - ঘরে আশ্রিত জামাই । (মধ্যপদলোগী কর্মধারয়)

ইংরেজি প্রশ্ন সমাধান

((৩) Make sentence with meaning:

(a) Look forward
উত্তরঃ- Look forward (প্রতীক্ষা করা)- I'm looking forward to the weekend.

(b) Dawn to dusk
উত্তরঃ- Dawn to dusk (সকাল থেকে রাত পর্যন্ত)- We worked from dawn to dusk, seven days a week.

(c) In spite of
উত্তরঃ- In spite of (সত্েও)- In spite of all our efforts we failed.

(d) Pull off
উত্তরঃ-Pull off (কোনো পরিকল্পনায় সফল হওয়া)- We pulled off the deal.

(e) By the by
উত্তরঃBy the by- (প্রসঙ্গত)- By the by, John might come over tonight.

(৪) Translate in to English :

(a) আমি চিঠিখানা আদ্যন্ত পাঠ করেছি।
উত্তরঃ I have finished reading the letter.

(b) আমরা বিদ্যালয়ে পৌছার পূর্বে ঘণ্টা বাজলো ।
উত্তরঃ The bell had rung before we reached the school.

(c) আমি সকাল থেকে জ্বরে ভূগছি।
উত্তরঃ I have been suffering from fever since morning.

(d) সে কথা না বলে পারে না।
উত্তরঃ He can't but speak.

(e) আমাকে কাজটি করতে দাও।
উত্তরঃ Let me do the work.

(৫) Fill in the blanks:

(a) He is working . . . . . . . . a corner.
উত্তরঃ- He is working in a corner.

(b) She works five days . . . . . . . week.
উত্তরঃ- She works five days a week.

(c) We should not argue ........ our teachers.
উত্তরঃ- We should not argue with our teachers.

(d) He was absent due rain.
উত্তরঃ- He was absent due to rain.

(e) Give me . . . . . one taka note.
উত্তরঃ- Give me a one taka note.

গণিত প্রশ্ন সমাধান

(৬) একজন ব্যবসায়ী ৭৫০০ টাকায় পাট ক্রয় করল। কিছুদিন পরে পাটের মূল্য কমে যাওয়ায় সে তার ১/৩ অংশ ২০% ক্ষতিতে
বিক্রয় করল । অবশিষ্ট পাট কত টাকায় বিক্রয় করলে মোটের উপর তার ৩০% লাভ হবে?

(৭) একটি পিপায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নলটি খুলে দিলে ৩০ মিনিটে
পরিপূর্ণ পিপাটি খালি হয়। দুটি নল এক সঙ্গে খুলে দিলে পিপাটি কত মিনিটে পূর্ণ হবে?

পিপাটি পূর্ণ জতে প্রয়োজনীয় সময় (পূর্ণ হওয়ার সময় * খালি হওয়ার সময়) / (খালি হওয়ার সময় - পূর্ণ হওয়ার সময়

_ (৩০ * ২০)/( ৩০ - ২০)

_  ৬০০/১০

_ ৬০ মিনিট

(১০) সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

(ক) RCBD এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- RCBD এর পূর্ণরূপ Randomized Complete Block Design.

(খ) IPM এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- IPM এর পূর্ণরূপ Integrated pest management.

(গ) FINA এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- FINA এর পূর্ণরূপ Federation and International de-nation Amateur.

(ঘ) LCC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ-LCC এর পূর্ণরূপ Land Capability Classification.

(ঙ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কত তারিখে?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১০ জানুয়ারি, ১৯৭২ সালে।

(চ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ- বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত

(ছ) 'হাড়িভাঙ্গা' কোন ফসলের জাত?
উত্তরঃ- 'হাড়িভাঙ্গা' আম ফসলের জাত

(জ) জাপানের পুরাতন নাম কি?
উত্তরঃ- জাপানের পুরাতন নাম নিপন।

(ঝ) FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ FAO দপ্তর ইতালির রোমে।

(ঞ) "সাবাস বাংলাদেশ" এর স্থপতি কে?
উত্তরঃ- সাবাশ বাংলাদেশ' ভাক্কর্ষটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাক্কর্ষটির স্থপতি নিতুন কুন্ড।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

(ক) কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
উত্তরঃ- সোডিয়াম ও পটাশিয়াম ধাতু পানি অপেক্ষা হালকা

(খ) এপিকালচার বলতে কি বুঝায়?
উত্তরঃ- এপিকালচার বলতে বুঝায় মৌমাছি পালন বিদ্যা।

(গ) মূলা কোন প্রকারের মূল?
উত্তরঃ- মূলা হলো মূলাকৃতি মূল।

(ঘ) বীজের ব্যাসের কতগুন গভীরে বীজ বপন করা উচিৎ?
উত্তরঃ- দিগুন।

(ড) বাংলাদেশে কোন ট্রা্সজেনিক সবজি চাষ হয়?
উত্তরঃ- বাংলাদেশে বেগুন ট্রাজেনিক সবজি চাষ হয়

(চ) মাইট্রোকন্ডিয়ার কাজ কি?
উত্তরঃ- মাইট্রোকন্ডিয়া কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে।

(ছ) পরাগায়ন কত প্রকার ও কি কি?
উত্তরঃ- পরাগায়ন দুপ্রকার। যথা- (ক) স্ব-পরাগায়ন (খ) পর-পরাগায়ন

(জ) বেগুনের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ- বেগুনের বৈজ্ঞানিক নাম Solanum melongena

(ঝ) কুল গাছে কোন প্রক্রিয়া কলম করা হয়?
উত্তরঃ- জোড় কলম

(ঞ) সবজির চারার সবচেয়ে ক্ষতিকর রোগ কোনটি?
উত্তরঃ- সবজির চারার সবচেয়ে ক্ষতিকর রোগ চারা ধ্বসা বা ড্যাম্পিং অফ রোগ।

(ট) মাটির pH বলতে কি বুঝায়?
উত্তর : মাটির অম্ল ও ক্ষারত্ত

(ঠ) ওলকপি কোন জাতীয় সবজি?
উত্তরঃ ক্রসিফেরা গোত্রের একটি সবজি

(ড) বোর্দোমিকচার এর গঠন কি?
উত্তরঃ- বোর্দো মিক্সার এমন একটি মিশ্রণ দ্রবণ যা বাড়িতে চুন ও তুতে দিয়ে তৈরি করা যায় এবং ছত্রাক জনিত রোগ দমনে বহুল ব্যবহৃত হয়।

(ঢ) আলোর ফাঁদে সাধারণত কোন স্তরের পোকা আকৃষ্ট হয়?
উত্তরঃ- আলোর ফাঁদে সাধারণত বাদামি ঘাসফড়িং বা কারেন্ট পোকা স্তরের পোকা আকৃষ্ট হয়

(ণ) কেঁচো দ্বারা উৎপাদিত জৈব সারকে কি বলে?
উত্তরঃ- কেঁচো দ্বারা উৎপাদিত জৈব সার কে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বলে

(ত) সীম কোন গোত্রের সবজি?
উত্তরঃ- সীম ফাবাসিয়া (Fabaceae) গোত্রের সবজি

(থ) দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ- দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম Cynodon dactylon..

(দ) বাংলাদেশের বীজ আইন অনুযায়ী বীজের ভাগগুলি কি?
উত্তরঃ- বাংলাদেশের বীজ আইন অনুযায়ী বীজের ভাগ গুলি 
ক) মৌল প্রজননবিদ বীজ (খ) ভিত্তি বীজ (গ) নিবন্ধিত বীজ (ঘ) প্রত্যায়িত বীজ।

(ধ) আলুর প্রধান রোগ কোনটি?
উত্তরঃ- আলুর প্রধান রোগ লেইট ব্লাইট বা মড়ক রোগ।

(ন) বীজের অস্কুরোদগমের সূত্রটি লিখুন।
উত্তরঃ- বীজের অন্কুরোদগম এর সূত্রটিঃ- অস্কুরোদগম শতাংশ -বীজ অস্কুরিত/মোট বীজ ×১০০।

Post a Comment

Previous Post Next Post