বীজ প্রযুক্তি ইউনিট-৬

 


বীজ প্রযুক্তি

ইউনিট-৬

প্রশ্নঃ কী নিরূপণের জন্য জাতসত্যতা পরীক্ষার উদ্ভাবন করা হয়েছে?

উঃ জাতবিশুদ্ধতা  

প্রশ্নঃ মাঠ পরিদর্শন কী নির্ণয়ের পদ্ধতি?

উঃ জাতসত্যতা

প্রশ্নঃ জাতসত্যতা পরীক্ষার জন্য গবেষণাগারে কী দেখা হয়?

উঃ চেহারা, রং, আকার ও আকৃতি

প্রশ্নঃ নিয়ন্ত্রিত প্লটে নির্দিষ্ট জাতের পাশাপাশি কী লাগানো হয়?

উঃ আসল জাত

প্রশ্নঃ নির্দিষ্ট কীসের বিপরীতে মাঠে দন্ডায়মান বীজ ফসলের বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়?

উঃ মাঠমান

প্রশ্নঃ মাঠ পরিদর্শনের মাধ্যমে বীজ ফসলের মাঠের কী নির্ধারণ করা যায়?

উঃ বীজ সংগ্রহের জন্য উপযুক্ততা

প্রশ্নঃ একটি জাতের সত্যতা নিরূপণের জন্য যে অঙ্গজ বৈশিষ্ট্যে ও পরীক্ষা প্রয়োজন হয়, সেগুলো কিভাবে গাছে দেখা যায়?

উঃ বিভিন্ন সময়ে

প্রশ্নঃ সবজি ফসলের জাতসত্যতা নিরূপণের জন্য কতবার মাঠ পরিদর্শন করার প্রয়োজন হতে পারে?

উঃ ৫ বার

প্রশ্নঃ মাঠ পরিদর্শনের সময় অন্যতম প্রধান লক্ষণীয় বিষয় কী?

উঃ অফটাইপ

প্রশ্নঃ মাঠ ফসলের মধ্য দিয়ে কী করে মাঠ পরিদর্শন করা হয়?

উঃ হেঁটে হেঁটে দেখে

প্রশ্নঃ বীজ লট হতে কী সংগ্রহ করে বীজ পরীক্ষা করা হয়?

উঃ বীজের নমুনা

প্রশ্নঃ নমুনা বীজ লটের কী হওয়া দরকার?

উঃ প্রতিনিধিত্বমুলক

প্রশ্নঃ ওভেন ড্রাই পদ্ধতির কম তাপ কত ডিগ্রী সেন্টিগ্রেড?

উঃ ১০৩

প্রশ্নঃ ভূট্টা বীজ শুকানোর জন্য উচ্চতাপে কতক্ষণ রাখতে হবে ?

উঃ চার ঘন্টা

প্রশ্নঃ বীজ বিশুদ্ধতা পরীক্ষায় বীজের নমুনা কয়ভাগে ভাগ করতে হয়?

উঃ তিন

প্রশ্নঃ বীজ বিশুদ্ধতা পরীক্ষায় বিশুদ্ধ বীজ ছাড়া অন্যান্য ফসলের বীজকে কী বলে ?

অন্যশস্য বীজ

উঃ বিজাত

প্রশ্নঃ কোথা হতে গজানোর ক্ষমতা পরীক্ষার জন্য বীজ নেওয়া হয়?

উঃ বিশুদ্ধ বীজের অংশ

প্রশ্নঃ কয়টি বীজ গজানোর পরীক্ষার জন্য নেওয়া হয়?

উঃ চারশ

প্রশ্নঃ সুস্থ চারার সংখ্যার শতকরা হারকে কী বলে?

উঃ গজানোর ক্ষমতা

প্রশ্নঃ চারার শিকড় এবং কান্ড, দাগী, পঁচা এবং ছোট হলে চারাকে কী বলে?

উঃ অস্বাভাবিক

প্রশ্নঃ কীসের ভিত্তিতে বীজ আইন প্রণীত হয়?

উঃ বীজনীতি

প্রশ্নঃ কৃষকদেরকে পর্যাপ্ত ভাল বীজ সরবরাহ নিশ্চিত করা কীসের মূল উদ্দেশ্য?

উঃ বীজ আইন

প্রশ্নঃ কোন পদ্ধতিতে যে কোন মানের বীজ বিক্রয় করা যায়?

উঃ উপরের সব কয়টি

প্রশ্নঃ কোন পদ্ধতিতে প্রত্যয়ন ব্যবস্থার অধীনে বীজ পরিবর্ধন করতে হয়?

উঃ সর্বনিম্ন মান

প্রশ্নঃ বীজ আইন কয় ধাপে কার্যকর করা হয়?

উঃ ২ ধাপে

প্রশ্নঃ বীজ আইন কার্যকর করার জন্য বিষয় ভিত্তিক কী প্রণয়ন করা হয়?

উঃ বীজবিধিমালা

প্রশ্নঃ বীজ শিল্পে যে অবস্থা বিরাজ করে না তার ওপর ভিত্তি করে কী প্রণয়ন করা উচিত নয়?

উঃ বীজ আইন

প্রশ্নঃ বীজ আইন প্রণয়নের সময় সম্পৃক্ত কার্যাবলির সাথে কী রক্ষা করা উচিত?

উঃ সংগতি

প্রশ্নঃ আইনানুগ বীজমান নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগকে কী বলা হয়?

উঃ বীজ প্রত্যয়ন

প্রশ্নঃ বীজ প্রত্যয়ন কী ধরনের সংস্থার মাধ্যমে হওয়া উচিত?

উঃ স্বাধীন

প্রশ্নঃ বীজ প্রত্যয়নের জন্য পর্যাপ্ত সংখ্যক কী ধরনের কর্মকর্তা থাকা উচিত?

উঃ প্রশিক্ষিত

প্রশ্নঃ কী ধরনের জাত বীজ প্রত্যয়নের জন্য গ্রহণ করা উচিত?

উঃ ছাড়প্রাপ্ত

প্রশ্নঃ মাঠমান ও বীজমান নির্ধারিত না থাকলে কী করা যায় না?

উঃ বীজ প্রত্যয়ন

প্রশ্নঃ কী করলে বীজ প্রত্যয়নের কাজ শুরু হয়?

উঃ আবেদন

প্রশ্নঃ আবেদনে যে জাতের কথা উল্লেখ করা হয়েছে তা ঠিক কিনা কোন সময় তা পরীক্ষা করা হয়?

উঃ মাঠ পরিদর্শন

প্রশ্নঃ নির্দিষ্ট কী অনুযায়ী বীজ গ্রহণ যোগ্য হলে লেবেল প্রদান করা হয়?

উঃ বীজমান

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post