ফসলের পোকা মাকড় ও তা দমন, ইউনিট-১

 ফসলের পোকা মাকড় ও তা দমন

ইউনিট-১

আমাদের দেশের শতকরা কত ভাগ লোক কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল?

উঃ ৮৫ ভাগ

আমাদের উৎপাদিত ফসলের শতকরা কত ভাগ আপদ দ্বারা প্রতি বছর বিনষ্ট হয়?

উঃ ১০-১৫ ভাগ

শস্যের মারাত্নক ক্ষতিকর কতটি রোগকে আমাদের দেশে চিহ্নিত করা হয়েছে?

উঃ ২৯১ টি

শস্য সংরক্ষণের সঠিক সংজ্ঞা কোনটি?

উঃ মাঠে এবং গোলা ঘরে সংরক্ষিত শসাকে শস্যের আপদ থেকে রক্ষা করা

কৃষি প্রধান বাংলাদেশের উন্নতি কিসের ওপর বেশি নির্ভরশীল?

উঃ সফল উৎপাদনের ওপর

কীটপতঙ্গ দ্বারা প্রতি বছর আমাদের ফসলের শতকরা কত ভাগ ক্ষতি হয়?

উঃ ১০-১৫ ভাগ

আমাদের দেশে ফসলে ক্ষতিকর কীটপতঙ্গের বংশ বৃদ্ধি বেশি কেন?

উঃ দেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া

কৃষি ক্ষেত্রে কীটপতঙ্গ কি ধরণের ভূমিকা পালন করে?

উঃ ক্ষতিকর ও উপকারী

আমাদের শে কি ধরনে লোকেরা কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত?

উঃ অশিক্ষিত লোক

বর্তমানে আমাদের দেশের কৃষকেরা কীটনাশক নির্বাচনে কার পরামর্শ বেশি গ্রহন করে থাকে?

উঃ কীটনাশক ডিলারের

কৃষক কেন প্রয়োজনের তুলনায় কম কীটনাশক ব্যবহার করে?

উঃ অর্থের অভাব ও অজ্ঞতার কারণে

কোন আধুনিক বালাই দমন কার্যক্রম বর্তমানে এফএও এবং কৃষি সম্প্রসারণ বিভাগের যৌথ উদ্দ্যোগে আমাদের দেশে চলছে?

উঃ আইপিএম

কীটপতঙ্গের যে সকল অঙ্গ মুখে অবস্থান করে ও খাদ্য গ্রহণে অংশ নেয় তাকে কি বলে?

উঃ মুখের উপাঙ্গ

কীটপতঙ্গের মুখোপাঙ্গে কয়টি ম্যান্ডিবল থাকে?

উঃ ২টি

কীটপতঙ্গের খাদ্য গ্রহণ প্রক্রিয়া কিসের ওপর নির্ভর করে?

উঃ মুখাংশের গঠন প্রকৃতির ওপর

কীটপতঙ্গের কোন ধরণের মুখোপাঙ্গের মধ্যে মুখের সকল অঙ্গ অপরিবর্তিত অবস্থায় দেখতে পাওয়া যায়?

উঃ চর্বণোপযোগী

শোষণোপযোগী মুখোপাঙ্গ কোন পতঙ্গে দেখতে পাওয়া যায়?

উঃ ঘরের মাছি

গান্ধি পোকা, জাব পোকা, ছারপোকা, মশা, উকুন, এগুলোর মুখোপাঙ্গ কি ধরণের?

উঃ ছিদ্র ও চোষণোপযোগী

কোন পতঙ্গ খাদ্য গ্রহণ না করার সময় মুখোপাঙ্গ ঘড়ির স্প্রিং এর মতো পেঁচিয়ে রাখে?

উঃ প্রজাপতি

অপজাত মুখোপাঙ্গ কোন বর্গের পোকায় দেখতে পাওয়া যায়?

উঃ লেপিডপটেরা

পতঙ্গের কয়টি শুঙ্গ থাকে?

উঃ ২ টি

পতঙ্গের শুঙ্গে কতটি খন্ড থাকে?

উঃ বহু

পতঙ্গের শুঙ্গের কোন অংশকে স্কেপ বলা হয়?

উঃ মাথার সাথে লেগে থাকা অংশ

ঘাস ফড়িং এর শুঙ্গ কি ধরণের?

উঃ ফিলিফর্ম

মনিলিফর্ম শুঙ্গ কোন পোকাতে দেখতে পাওয়া যায়?

উঃ উইপোকা

কি ধরণের শুঙ্গ দেখতে চিরুণীর মতো?

উঃ পেকটিনেট

কোন পোকার শুঙ্গের অগ্রভাগ দেখতে পাতার মত?

উঃ গন্ডার পোকা

এ্যারিষ্টেট শুঙ্গের বৈশিষ্ট্য কোনটি?

উঃ শেষ খন্ডাংশের শেষে আঙ্গুলের মতো অংশ থাকে

পতঙ্গের শুঙ্গ কি ধরনের অংগ?

উঃ সংবেদী অংগ

পতঙ্গের কতটি পা থাকে?

উঃ ৬ টি

পতঙ্গের পা দেহের কোন খন্ডাংশ হতে উৎপন্ন হয়?

উঃ বক্ষদেশ

মোলক্রিকেটের সামনের পা কি ধরণের?

উঃ গর্ত করা উপযোগী

কোন পোকার পিছনের পা লম্ফ দেওয়ার উপযোগী?

উঃ ঘাস ফড়িং

প্রজাপতি পা কি কাজে ব্যবহার করে?

উঃ দাঁড়ানোর কাজে

হাঁটার সময় পতঙ্গের সম্মুখের পা কি কাজ করে?

উঃ দেহকে সম্মুখে টেনে নেয়

পতঙ্গের সাধারণত কত জোড়া পাখা থাকে?

উঃ দুইজোড়া

পতঙ্গ দেহের কোন অংশের সাথে ডানা যুক্ত থাকে?

উঃ মধ্যম ও পশ্চাৎ বক্ষে

পতঙ্গের পাখায় শিরার সংখ্যা ও বিন্যাস কি উপকারে আসে?

উঃ পতঙ্গকে সনাক্ত করতে সাহায্য করে

পতঙ্গের পাখার শিরার মধ্যবর্তী স্থানকে কি বলা হয়?

উঃ কোষ

লেপিডপটেরা বর্গের প্রজাপতির পাখার বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

উঃ পাখায় আঁশ

কোন বর্গের পোকার পাখায় স্টিগমা দেখা যায়?

উঃ অডোনাটা

কি ধরনের পাখাকে এলিট্রা বলা হয়?

উঃ শক্ত প্রথম জোড়াকে

কোন পোকার পাখায় হলটেয়ার থাকে?

উঃ মাছি

নোটঃ পুরুষ ছাতরা পোকা

পাখাযুক্ত কীটপতঙ্গের বক্ষদেশের বৈশিষ্ট্য কোনটি?

উঃ মাংসপেশী শক্ত ও ক্ষমতাসম্পন্ন

নলাকার মুখোপাঙ্গ কোন পতঙ্গে দেখতে পাওয়া যায়?

উঃ প্রজাপতি ও মথ


মাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!


আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post