ফসলের পোকা মাকড় ও তা দমন, ইউনিট-২

 ফসলের পোকা মাকড় ও তা দমন, 

ইউনিট-২



যে সব পোকার দেহে ডিম থাকা অবস্থায় শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে ঐ ডিম ফুটে বাচ্চা হয় সে সব পোকাকে কি বলা হয়?

উঃ অভিপেরাস

অপুংজনি বংশ বিস্তার কোনটিকে বলা হয়?

উঃ ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয়ে স্ত্রী পোকা বাচ্চা প্রসব করলে

যে পতঙ্গের স্ত্রী প্রজাতি নেই সে পতঙ্গ কোন পদ্ধতিতে বংশ বিস্তার করে?

উঃ উভলিঙ্গত্ত্ব

কীটপতঙ্গের ক্রমবর্ধন ও বংশ বৃদ্ধি প্রধানত কিসের উপর নির্ভর করে?

উঃ খাদ্য

যে সব পোকার শুঁয়া ঘাস জাতীয় খাদ্য খায় সে সব পোকা কোন অবস্থায় ডিম দিতে পারে?

উঃ উড়ন্ত অবস্থায়

বাচ্চা পোকার জন্য খাদ্যের প্রাচুর্যের সাথে পোকার ডিম পাড়ার সম্পর্ক কেমন?

উঃ অত্যধিক

কীটপতঙ্গের ডিম ফুটা পরিবেশের কোন উপাদানের ওপর বেশি নির্ভরশীল?

উঃ তাপমাত্রা

যে সকল কীটপতঙ্গে ক্রমবর্ধনের সময় আকৃতিগত পরিবর্তন খুব সামান্য হয়ে থাকে সে সকল কীটপতঙ্গকে কি বলা হয়?

উঃ অবিপাকীয় পতঙ্গ

বিপাকীয় পতঙ্গ কত প্রকার?

উঃ ২ প্রকার

কীটপতঙ্গে খোলস বদলানোর পদ্ধতিকে কি বলা হয়?.

উঃ নির্মোচন

বহিঃপক্ষল পতঙ্গের রুপান্তর কোন স্তরটি থাকে না?

    উঃ মুককীট

পৃথিবীতে প্রাণীর প্রজাতির সংখ্যা কত?

উঃ এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি

আজ পর্যন্ত বিজ্ঞানীগন যেসকল শ্রেণী সম্পর্কে জানতে পেরেছেন সে সকল প্রাণীদের মধ্যে কোন প্রাণীর প্রজাতির সংখ্যা সর্বাধিক?

উঃ কীটপতঙ্গ

সকল প্রজাতির কীটপতঙ্গ সম্বন্ধে ভালভাবে জানা ও জ্ঞান আহণের জন্য বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির নাম কি?

উঃ কীটপতঙ্গের চিত্র অংকন ও উপাঙ্গ চিহ্নিতকরণ

কীটপতঙ্গের যে কোন একটি দল বা শ্রেণীর একই পতঙ্গ সম্বদ্ধে ভালভাবে জানতে পারলে ঐ দল বা শ্রেণী ভুক্ত সকল প্রজাতি সম্পর্কে কি জানা যায়?

উঃ প্রাথমিক জ্ঞান লাভ করা যায়

অমেরুদন্ডী প্রাণীর সর্ববৃহৎ পর্বের নাম কি?

উঃ আরথ্রোপোডা

এপটেরিগোড়া উপশ্রেণীভুক্ত কীটপতঙ্গে প্রধান বৈশিষ্ট্য কোনটি?

উঃ পাখা নাই

নিচের কোনটি অমেরুদন্ডী প্রাণী?

উঃ প্রজাপতি

কীটপতঙ্গের সর্ববৃহৎ বর্গের নাম কোনটি?

উঃ কলিওপটেরা

কোনটি কলিওপটেরা বর্গের পোকা?

উঃ সবজির কার্টালে পোকা

নোটঃ  পামরী পোকা, গমের তার পোকা, পাটের চেলে পোকা, গন্ডার পোকা, ক্যারাবিড বিটল, ধানের শুড়ি পোকা কলিওটেরা বর্গের

কলিওপটেরা বর্গের পোকার বাচ্চার নাম কোনটি?

উঃ গ্লাব

কোনটি কলিওপটেরা বর্গের পরভোজী পোকা?

উঃ ক্যারাবিট বিটল

কোন বর্গের পোকার এক জোড়া পাখা আছে?

উঃ ডিপটেরা

নোট: মশা ও মাছি হলো ডিপটেরা বর্গের পোকা।

ডিপটেরা বর্গের পোকার বক্ষের মধ্যভাগে এক জোড়া পাতলা পাখা আছে উড়ার জন্য ডিপটেরা বর্গের পোকার পাখা কোথায় অবস্থান করে?

উঃ মধ্যম বক্ষে

দুইজোড়া পাখা বিশিষ্ট পোকার হ্রাসকৃত পাখাদ্বয়কে কি বলে?

উঃ হলটেয়ার

ডিপটেরা বর্গের পোকার টার্সিতে কি থাকে?

উঃ থাবা বা পালভিলি বা ইমপোডিয়াম

কোন বর্গের পোকা পাখা ও উপাঙ্গ আঁশযুক্ত?

উঃ লেপিডপটেরা

লেপিডপটেরা বর্গের পোকার অন্তর্গত গোলাজাত শস্যের ক্ষতিকর পোকা কোনটি?

উঃ ধানের সুরই পোকা 

কোনটি হাইমেনপটেরা বর্গের পোকা?

উঃ পিঁপড়া

পুষ্পরেণু পরিবহনের জন্য উপযোগী পা বিশিষ্ট পোকার বর্গের নাম কি?

উঃ হাইমেনপটেরা

লেপিডপর্টেরা বর্গের পোকার মুখোপাঙ্গ কি ধরনের?

উঃ নলাকার

কোন বর্গের স্ত্রী পোকার ডিম পাড়ার উপাঙ্গ প্রতিরক্ষা উপাঙ্গ হিসেবে কাজ করে?

উঃ হাইমেনপটেরা

লেপিডপটেরা বর্গের পোকার লার্ভার পেটের মাংসল উপাঙ্গের নাম কি?

উঃ উপ- পা

হেমিপটেরা বর্গের পোকার সামনের পাখাজোড়াকে কি বলে?

উঃ ইলেইট্রা

বাগ পোকাগুলোর মুখোপাঙ্গের আকৃতি কেমন?

উঃ বিদ্ধকার চোষনাকৃতি

কোনটি হেমিপটেরা বর্গের পোকা?

উঃ চা এর মসকুইটো বাগ

ড্রাগল ফ্লাই ও ড্যামসেল ফ্লাই পোকাগুলোর স্বভাব কিরূপ?

উঃ শিকারী

কোন বর্গের পোকার পাখায় স্টিগমা বর্তমান?

উঃ অডোনাট

ড্রাগন ফ্লাই এর পরভোজী পোকা কোনটি?

উঃ বাদামি গাছ ফড়িং

আইসোপটেরা বর্গের পোকার চোখ সাধারণত কি ধরণের?

উঃ বড়, হ্রাসকৃত অথবা অনুপস্থিত

নিচে সাধারণ নাম বিশিষ্ট পোকাগুলোর মধ্যে কোন পোকাটি সামাজিক পোকা?

উঃ উইপোকা

অর্থোপটেরা বর্গের পোকার সম্মূখের পাখাদ্বয় পুরু এবং পিছনের পাখাদ্বয় পাতলা, এদের পুরু পাখাদ্বয়কে কি বলে?

উঃ ট্যাগমিনা

অর্থোপটেরা বর্গের পোকার পিছনের পা দুটো কি ধরনের?

উঃ লম্ফ দেওয়ার মতো রূপান্তরিত

অর্থোপটেরা বর্গের পোকার সাধারণনাম কি?

উঃ ঘাস ফড়িং বা পঙ্গপাল

আইসোপটেরা বর্গের পোকাগুলোর শুঙ্গ এর ধরণ কেমন?

উঃ মনিলিফর্ম

মাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!


আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post