বীজ প্রযুক্তি ইউনিট-৭



 

বীজ প্রযুক্তি

ইউনিট-৭

প্রশ্নঃ বীজ বিপণন কোন কাজসহ অনেকগুলো কাজের ধারাবাহিক পদ্ধতি?

উঃ বিক্রয়

প্রশ্নঃ বীজ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট হতে বীজ বিপণন দ্বারা কৃষকদের নিকট কী পৌঁছায়?

উঃ ভাল বীজ

প্রশ্নঃ বীজ বিপণন কার্যগুলো কীভাবে সাজানো যেতে পারে?

উঃ চক্রাকারে

প্রশ্নঃ বীজ সংগ্রহের জন কীসের সংস্থান করতে হয়?

উঃ গুদাম

প্রশ্নঃ কী জন্য ঝুঁকি গ্রহন করতে হবে?

উঃ বীজ বিক্রয়

প্রশ্নঃ বীজ পরিবহনের সময় কী খেয়াল রাখা দরকার?

উঃ বীজের মান যেন নষ্ট না হয়

প্রশ্নঃ বীজ গুদাম অবশ্যই কী হওয়া উচিত কত?

উঃ পাকা

প্রশ্নঃ বিক্রয়োত্তর সেবার মাধ্যমে কৃষকের কী সৃষ্টি হয়?

উঃ আস্থা

প্রশ্নঃ কী দ্রুত চাহিদা সৃষ্টি করতে পারে?

উঃ ভাল বীজ

প্রশ্নঃ বীজ বিপণনের কী জানা দরকার?

উঃ কার্যকর চাহিদা

প্রশ্নঃ বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে বীজের কী হস্তান্তরিত হয়?

উঃ বীজের মালিকানা

প্রশ্নঃ বীজের মূল্য কৃষকের নিকট কেমন হওয়া উচিত?

উঃ আকর্ষণীয়

প্রশ্নঃ কী ধরনের উত্তম গুণসম্পন্ন বিক্রেতার পক্ষে ক্রেতাদেরকে অনুপ্রাণিত করা সহজ?

উঃ আত্মবিশ্বাসী

প্রশ্নঃ নিজের এবং প্রতিযোগীর বীজ সম্বন্ধে কী ধরনের জ্ঞান থাকা দরকার?

উঃ তুলনামূলক

উঃ প্রশ্নঃ যে কৃষক বীজ কিনতে আসবেন তার প্রতি কী দিতে হবে?

মনোযোগ

প্রশ্নঃ বীজ বিক্রয়ে সফলতা অর্জনের জন্য বীজ বিক্রেতাকে কী হতে হবে?

উঃ উদ্যোগী

প্রশ্নঃ ব্যবসার জন্য সততা বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা কী

উঃ মূলধন

বীজ বিক্রয়ের ক্ষেত্রে কে মূখ্য?

উঃ কৃষক

প্রশ্নঃ বিক্রয় প্রসারের মূল উদ্দেশ্য কী?

উঃ বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি

প্রশ্নঃ কৃষকেরা সাধারণত কী বৈশিষ্ট্যের অধিকারী যেজন্য নতুন বীজের ব্যবহার ধীরে ধীরে গ্রহণ করে?

উঃ রক্ষণশীল

প্রশ্নঃ বীজ প্রবর্ধন কার্যক্রম প্রতিষ্ঠানের বীজের প্রতি কী সৃষ্টি করে?

উঃ উপলব্ধি ও সচেতনতা

প্রশ্নঃ বীজ প্রবর্ধন কৌশলগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

উঃ

প্রশ্নঃ ব্যক্তিক বিক্রয় বিক্রেতা এবং ক্রেতার মধ্যে মুখোমুখি কীসের সুযোগ সৃষ্টি করে?

উঃ যোগাযোগের

প্রশ্নঃ প্রতিষ্ঠান কর্তৃক অর্থ প্রদান ব্যতিরেকে গণমাধ্যম সমূহে যে সমস্ত খবর তথ্য আলোচনা প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত ও প্রচারিত হয় সেগুলো মূলত কী?

উঃ প্রচার

প্রশ্নঃ বিক্রয় প্রসারের মূল উদ্দেশ্য কী?

উঃ বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি

প্রশ্নঃ বীজের বিক্রয় প্রসারের জন্য কী অত্যন্ত কার্যকর?

উঃ বিজ্ঞাপন

মডেল টেষ্টের সময়সূচী

আমাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা…..!

Post a Comment

Previous Post Next Post