ফসলের পোকা মাকড় ও তা দমন, ইউনিট-৪

 ফসলের পোকা মাকড় ও তা দমন, 

ইউনিট-৪



পাটের বিছা পোকার মুককীট স্তর অতিবাহিত করে কোথায়?

উঃ মাটিতে

পাটের বিছা পোকার ক্ষতির লক্ষণ কোনটি?

উঃ পাতা ঝাঁঝরা করা

পার্টের বিছা পোকা দমনের সহজ উপায় কি?

উঃ ডিম ও দলবদ্ধ কীড়া বাছাই করে বিনষ্ট

পাটের ঘোড়া পোকা কোন পাতায় আক্রমণ করে?

উঃ আগা থেকে ৭ম পাতা পর্যন্ত

নিচের দমন ব্যবস্থাগুলোর মধ্যে কোনটি ঘোড়া পোকার জন্য প্রযোজ্য?

উঃ ক্ষেতে পাখি বসার ব্যবস্থা করা

পাটের চেলে পোকা পূর্ণাঙ্গ অবস্থায় সর্বোচ্চ কত দিন বেঁচে থাকতে পারে?

উঃ ২০৯ দিন

পাটের চেলে পোকা আক্রমণ করলে আঁশের কি ধরনের ক্ষতি হয়?

উঃ আঁশে গিট হয়

পাটের উড়চুংগা পোকার ডিম ফোটে কত দিনে?

উঃ প্রায় ১ মাসে

কি ধরনের জমির ফসলে উড়চুংগা পোকা বেশি আক্রমণ করে?

উঃ বেলে দোআঁশ ও দোআঁশ মাটির

নিচের দমন ব্যবস্থাগুলোর মধ্যে কোনটি উড়চুংগা পোকার বেলায় প্রযোজ্য নয়?

উঃ আগাছানাশক ব্যবহার

নিচে ক্ষতির লক্ষণগুলোর মধ্যে কোনটি তুলার বোল ওয়ার্ম দ্বারা সংঘটিত হয়?

উঃ গুটি একই সঙ্গে পরিপক্ক হয় না

তুলার বোল ওয়ার্ম দমনের জন্য কোন কীটনাশক বেশি কার্যকর?

উঃ রিপকর্ড ১০ তরল

জ্যাসিড পোকা তুলা গাচকে কিভাবে ক্ষতি করে?

উঃ পাতার রস খেয়ে

তুলা ক্ষেত জ্যাসিড পোকা দ্বারা ব্যাপকভাবে আক্রান্ত হলে যে লক্ষণ দেখা যায় তার নাম কি?

উঃ হপার বার্ণ

জীবনচক্রের কোন স্তরে জ্যাসিড পোকা তুলা গাছের ক্ষতি করে?

উঃ নিম্ফ ও পূর্ণাঙ্গ অবস্থায়

কোন পোকা আখের কান্ড ছিদ্র করে এবং ঐ ছিদ্র দিয়ে হলুদ গুড়ার মতো পোকার মলাদি বের হয়?

    উঃ আখের শিকড়ের মাজরা পোকা 

বেগুনের ডগা ও ফলের মাজরা পোকা জীবনচক্রের কোন অবস্থার ক্ষতি করে?

উঃ শুককীট

বেগুনের ডগা ও ফলের মাজরা পোকা মুককীট স্তর কোথায় অতিবাহিত করে?

উঃ শুকনো পাতায়

বেগুনের ডগা ও ফলের মাজরা পোকা পোকা প্রতিরোধের জন্য কি ধরনের কীটনাশক ব্যবহার করা প্রয়োজন?

উঃ প্রবাহমান বিষ

আলুর সুতলি পোকা বছরে কতবার বংশ বিস্তার করে?

উঃ ৫-৬ বার

কোন আলুতে সুতলি পোকা বেশি ক্ষতি করে?

উঃ গুদামের আলুতে

সুতলি পোকার আক্রান্ত আলুর লক্ষণ কিরুপ?

উঃ আলুতে সুড়ঙ্গ হয়

মিষ্টি আলু উইভিল আকৃতিতে কত বড় হয়?

উঃ পিঁপড়ার মতো

কোন পোকার আক্রমণে মিষ্টি আলু তিক্ত স্বাদ ও গদ্ধবিশিষ্ট হয়?

উঃ উইভিল

উইভিলে আক্রান্ত মিষ্টি আলুর লক্ষণ কোনটি?

উঃ আলুতে অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখা যায়

সবজির কাটালে পোকা জীবনচক্রের কোন স্তরে ক্ষতি করে?

উঃ পূর্ণাঙ্গ ও গ্রাব অবস্থায়

কাঁটালে পোকায় আক্রান্ত সবজির পাতা দেখতে কেমন?

উঃ পাতার ত্বক চেঁছে খাওয়া ও দেখতে জালিকার মতো

সবজির কাটালে পোকার বংশ বৃদ্ধি কোন ঋতুতে বেশি?

উঃ গ্রীষ্ম

সবজির কাটুই পোকা কখন গাছের ক্ষতি করে?

উঃ রাতের বেলা

কিভাবে কাটুই পোকা ফসলের ক্ষতি করে?

উঃ গাছের গোড়া কেটে

কুমড়া জাতীয় ফলের মাছি পোকা জীবনচক্রের কোন অবস্থার ক্ষতি করে?

উঃ ম্যাগট

কুমড়ার মাছি পোকা কোথায় ডিম পাড়ে?

উঃ ফুলে ও ফলে

কুমড়ার মাছি পোকার পিউপেশন কোথায় সংগঠিত হয়?

উঃ মাটিতে

কুমড়ার মাছি পোকায় আক্রান্ত ফল দেখতে কেমন?

উঃ অসম

রেড পাম্পকীন বিটল কোথায় ডিম পাড়ে?

উঃ গাছের কাছে মাটির ফাটলে

রেড পাম্পকীন বিটলে আক্রান্ত গাছের পাতার লক্ষণ কেমন?

    উঃ পাতা জালের মতো 

মাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!


আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post