ফসলের পোকা মাকড় ও তা দমন, ইউনিট-৫

 ফসলের পোকা মাকড় ও তা দমন, 

ইউনিট-৫



কি রকম আবহাওয়া সরিষার জাব পোকার বংশ বিস্তারের সহায়ক?

উঃ ঠান্ডা ও মেঘলা

জাব পোকা এক বৎসরে কতবার জীবনচক্র সম্পন্ন করে?

উঃ ৪৫ বার

সরিষার জাব পোকা কিভাবে ক্ষতি করে?

উঃ পাতা, কান্ড, কুড়ির রস খেয়ে

জাব পোকায় আক্রান্ত সরিষা গাছে শুটিমোল্ড জন্মানোর কারণ কি?

উঃ পোকা গাছে মধুর রস নিঃসরণরে

সরিষার গাছের সিনিগ্রিন পদার্থ কোন ক্ষতিকর পোকাকে আকৃষ্ট করে?

উঃ স-ফ্লাই

সরিষার স-ফ্লাই এর কীড়া কিভাবে পাতা খায়?

উঃ পাতা কুড়ে কুড়ে খায়  

উঃ পাতা ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়

তিলের পূর্ণবয়স্ক হক মথের গায়ের রঙ কেমন?

উঃ গাঢ় হলুদ বর্ণের

শীতকালে হক মথের কীড়া দশা কত দিন স্থায়ী হয়?

উঃ ৭ মাস

ডাল ফসলে তুলার বোল ওয়ার্ম আক্রমণ করলে তখন এ পোকার কি নাম বলা হয়?

উঃ পড় রোবার

ডাল ফসল পড় রোবার বিশেষভাবে কোন অংশের ক্ষতি করে?

উঃ বীজ

তামাকের সাদা মাছি কয়টি ধাপ অতিক্রম করে পূর্ণাঙ্গ পরিণত হয়?

উঃ ৩ টি

তামাকের সাদা মাছি কিভাবে ক্ষতি করে?

উঃ পাতা ও কান্ডের রস চুষে খেয়ে

তামাকের পাতা মাছি যে ভাইরাস রোগ ছড়ায় সে ভাইরাস রোগের নাম কি?

উঃ লিফকার্ল রোগ

নিচের লক্ষণগুলোর মধ্যে কোনটি তামাকের সাদা মাছির আক্রমণের ফলে সৃষ্ট ভাইরাসজনিত লক্ষণ নয়?

উঃ পাতা পাতলা ও ছোট হয়

চা মসকুইটো বাগ জীবনচক্রের কোন ধাপে ক্ষতি করে?

উঃ নিম্ফ ও পূর্ণবয়স্ক

চার এর মসকুইটো বাগ কিভাবে ক্ষতি করে?

উঃ বিটপের রস শোষণ করে

নিচের লক্ষণগুলোর মধ্যে কোনটি চা এর মসকুইটো বাগ দ্বারা সংঘটিত নয়?

উঃ আক্রান্ত পাতায় গল সৃষ্টি হয়

ডালের পড় রোবার পূর্ণাঙ্গ হওয়ার পূর্বে কতটি পড় ধ্বংস করতে পারে?

উঃ ৩০-৪০ টি

আমের পাতার বিছা পোকা পুত্তলী অবস্থা অতিবাহিত করে কোথায়?

উঃ আমের পাতায় তৈরি কোকুনে

আমের বিছা পোকার আক্রমণের ফলে নিচের কোন প্রতিক্রিয়াটি দেখা যায়?

উঃ অসময়ে নতুন পাতা গজায়

আমের বিছা পোকা বছরে কতবার বংশ বিস্তার করে?

উঃ ৪ বার

আমের শোষক পোকা দেখতে কেমন?

উঃ সবুজ বাদামি এবং তিন কোণা খিলের মতো

আমের পোষক পোকা কোন স্থানে ডিম পাড়ে না?

উঃ কচি পাতায়

আমের শোষক পোকা মুকুল আক্রমণ করলে সর্বোচ্চ কত ভাগ উৎপাদন ব্যহত হতে পারে?

উঃ ১০০%

আমের ফলের ভোমরা পোকা কোথায় ডিম পাড়ে?

উঃ কচি আমের গায়ে

আমের ফলের ভোমরা পোকার ক্ষতিকর লক্ষণ কি?

উঃ আমের ভিতরে সুড়ংগ দেখা যায়

বিটল পোকায় আক্রান্ত পাতা ও ফল কেমন দেখা যায়?

উঃ পাতা ও ফল বসন্তের দাগের মত

কলার কান্ডের পূর্ণবয়স্ক উইভিল কত দিন বাঁচে?

উঃ ৪ বছর

নিচের লক্ষণগুলোর মধ্যে কোনটি কলার কান্ডের উইভিল দ্বারা সৃষ্ট নয়?

উঃ ফল অকালে পরিপক্ক হয়

কলার পাতা ও ফলের বিটল কোথায় পুত্তলীকাল অতিবাহিত করে?

উঃ বাগানের মাটিতে

নারিকেল গাছের গন্ডার পোকা কোন গাছে আক্রমণ করে না?

উঃ কাঁঠাল

নারিকেল গাছের গন্ডার পোকা কোথায় ডিম পাড়ে?

উঃ পচা আবর্জনা ও গোবরে

পর্যাপ্ত খাদ্য পেলে গন্ডার পোকা কতদিন বাঁচে?

উঃ ২০০ দিন

গন্ডার পোকা বছরে কতবার বংশ বিস্তার করে?

উঃ ১ বার

লিচুর মাইট পূর্ণাঙ্গ অবস্থায় কতদিন বাঁচে?

উঃ ২-৩ দিন

কোন সময়ে লিচুর মাইটের আক্রমণ পরিলক্ষিত হয়?

উঃ ফাল্গুন ও শ্রাবণ মাসে

লেবুর বাটারফ্লাই কিভাবে গাছের ক্ষতি করে?

উঃ পাতা ও কচি কান্ড খেয়ে

লেবুর বাটারফ্লাই জীবনচক্রের কোন ধাপে ক্ষতি করে?

উঃ শুককীট অবস্থায়

লেবুর পাতার মাইনার মুককীট স্তর কোথায় অতিবাহিত করে?

উঃ পাতার কিনারায় কোকুনে

নিচের লক্ষণগুলোর মধ্যে কোনটি লেবুর লিফ মাইনারের ক্ষতিকর লক্ষণ নয়?

উঃ পাতায় আঁকাবাঁকা ফাটল দেখা যায়

গোলাপের চাফার বিটল গ্রাব দশা কোথায় অতিবাহিত করে?

উঃ মাটির কয়েক ইঞ্চি গভীরে

গোলাপের পাতা ও পাঁপড়ি ছিদ্র করে কোন পোকা?

উঃ চাফার বিটল

গোলাপের স্কেল পোকা কিভাবে ক্ষতি করে?

উঃ কান্ডের রস চুষে খেয়ে

গোলাপের স্কেল পোকা দমনের উত্তম উপায় কোনটি?

উঃ গাছের ডাল পালা ছাঁটাই করা

মাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!


আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post