ফসলের পোকা মাকড় ও তা দমন, ইউনিট-৩

 ফসলের পোকা মাকড় ও তা দমন, 

ইউনিট-৩



কোন প্রজাতির মাজরা পোকা সব মৌসুমের ধানেই ক্ষতি করে?

উঃ হলুদ মাজরা পোকা

হলুদ মাজরা পোকা কিভাবে ডিম পাড়ে?

উঃ গাদা করে

ধান গাছে শীষ বের হওয়ার পূর্বে মাজরা পোকায় আক্রান্ত ধান গাছের ক্ষতির লক্ষনের নাম কি?

উঃ মরা ডিগ

হলুদ মাজরা পোকা নামকরণের ভিত্তি কি?

উঃ মথের রং হলুদ

মাজরা পোকার আক্রমণের তীব্রতা অর্থনৈতিক ক্ষতির দ্বারপ্রান্তে পৌছিলে কি ধরনের কীটনাশক ব্যবহার করা প্রয়োজন?

উঃ প্রবাহমান বিষ

ধানের গলমাছির আকৃতি কেমন?

উঃ মশার মতো ছোট

ধানের গল মাছি কোথায় ডিম পাড়ে?

উঃ খোলে

ধান গাছে গলমাছি আক্রমণ করলে যে ক্ষতির লক্ষণ দেখা যায়, তার নাম কি?

উঃ পিয়াজের পাতার ন্যায় পাতা

গলমাছি দমনের উত্তম উপায় কোনটি?

উঃ অনুমোদিত কীটনাশক ব্যবহার করা

পামরী পোকা কোন মৌসুমের ধানে আক্রমণ করে?

উঃ সকল মৌসুমের ধানে

পামরী পোকার দেহ কেমন?

উঃ শক্ত কাটাযুক্ত

পামরী পোকা ডিম পাড়ে কোথায়?

উঃ পাতার ত্বকের নিচে

পামরী পোকা জীবনের কোন স্তরে ক্ষতি করে?

উঃ পূর্ণাঙ্গ ও গ্রাব অবস্থায়

পামরী পোকা কিভাবে ক্ষতি করে?

উঃ পাতা কুরে কুরে খেয়ে

পামরী পোকার কীড়া শতকরা ৭৫-৯২ ভাগ সহজে ধ্বংস করার উপায় কি?

উঃ আক্রান্ত পাতার অগ্রভাগ কেটে বিনষ্ট করে

নিচের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি গান্ধি পোকার জন্য প্রযোজ্য?

উঃ উগ্র ও বিশ্রি গন্ধ আছে

গান্ধি পোকা কিভাবে ক্ষতি করে?

উঃ ধানের দুধ খেয়ে

নিচের কোনটি গান্ধি পোকার বংশ বৃদ্ধির সহায়ক পরিবেশ নয়?

উঃ শুকনো ও ঠান্ডা আবহাওয়া

পাতা মোড়ানো পোকা পুত্তলীতে পরিনত হয় কোথায়?

উঃ মোড়ানো পাতার মধ্যে

পাতা মোড়ানো পোকা পাতাকে মুড়িয়ে ফেলে পোকার কোন স্তরে?

উঃ শুককীট স্তরে

পূর্ণবয়স্ক চুংগি পোকার রঙ কেমন?

উঃ সাদা

চুংগি পোকার কীড়ার স্বভাব কেমন?

উঃ আধা জলচর

নিচের ক্ষতির লক্ষণগুলোর মধ্যে কোনটি চুংগি পোকার লক্ষণ?

উঃ আক্রান্ত পাতা সমান করে কেটে ফেলে

নোট: কীড়া পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে সাদা করে ফেলে এবং পাতার আগা কেটে চুংগি তৈরী করে।

নিচের দমন পদ্ধতিগুলোর মধ্যে কোনটি চুংগি পোকার জন্য প্রযোজ্য?

উঃ দাঁড়ানো পানি নিষ্কাশন করা

পূর্ণবয়স্ক পাতা মোড়ানো পোকার বর্ণ কেমণ?

উঃ কালচে বাদামি বর্ণের পাখায় বাদামি ডোরা

বাদামি গাছ ফড়িং তার জীবনচক্রের কোন অবস্থায় ধান গাছের ক্ষতি করে?

উঃ পূর্ণবয়স্ক ও নিম্ফ অবস্থায়

কোন মৌসুমের ধানে বাদামি গাছ ফড়িং আক্রমণ করে?

উঃ সকল মৌসুমের ধান

বাদামি গাছ ফড়িং কিভাবে ক্ষতি করে?

উঃ রস চুসে খেয়ে

বাদামি গাছ ফড়িং এর ক্ষতির লক্ষণের নাম কি?

উঃ হপারবার্ণ  

গ্রাসিস্টান্ট রোগের বাহক পোকার নাম কি?

উঃ সবুজ পাতা ফড়িং

কি ধরণের পরিবেশ বাদামি গাছ ফড়িং এর পছন্দনীয়?

উঃ ভিজা স্যাঁতস্যাঁতে

নিচের দমন ব্যবস্থাগুলোর মধ্যে কোনটি বাদামি গাছ ফড়িং এর জন্য প্রযোজ্য?

উঃ সঠিক দুরত্বে চারা গাছ লাগাতে হবে

টুংরো রোগের বাহক পোকার নাম কি?

উঃ সবুজ পাতা ফড়িং

সবুজ পাতা ফড়িং কিভাবে ক্ষতি করে?

উঃ পাতার রস চুষে খেয়ে

শীষকাটা লেদা পোকার অপর নাম কি?

উঃ সৈনিক পোকা

শীষকাটা লেদা পোকার শুককীটের স্বভাব কেমন?

উঃ নিশাচর

শীষকাটা লেদা পোকার ক্ষতির কবল থেকে ফসল রক্ষার সহজ উপায় কি?

উঃ প্লাবণ সেচ দেওয়া

লেদা পোকা কোথায় ডিম পাড়ে?

উঃ ধান গাছের পাতার উপরে

লেদা পোকা কিভাবে ফসলের ক্ষতি করে?

উঃ পাতার খেয়ে

লেদা পোকার অর্থনৈতিক দ্বারপ্রান্ত কোনটি?

উঃ শতকরা ১৫ ভাগ আক্রান্ত পাতা

গমের তার পোকার পূর্ণাঙ্গ অবস্থায় নাম কি?

উঃ ক্লিক বিটল

গমের তার পোকার কীড়া কত দিন বাঁচে?

উঃ ২-৬ বৎসর

গমের তার পোকা দমনের উপায় কোনটি?

উঃ চারা অবস্থায় সেচ

নিচের পোকা গুলোর মধ্যে কোন পোকাটি ছাড়াই বাচ্চা দিতে পারে?

উঃ গমের জাব পোকা

নিচের পরিবেশগুলোর মধ্যে কোনটি জাব পোকার বংশ বৃদ্ধির জন্য অনুকূল নয়?

উঃ গরম ও মেঘমুক্ত আবহাওয়া

পাতা মোড়ানো পোকা পুত্তলীতে পরিণত হয় কোথায়?

        উঃ মোড়ানো পাতার মধ্যে

মাদের পোষ্ট গুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আপনাদের ভাল লাগাই আমাদের প্রেরণা.....!


আমাদের ফেসবুক গ্রুপ

Post a Comment

Previous Post Next Post