নার্সারি বন ও বনায়ন, ইউনিট-১

 নার্সারি বন ও বনায়ন 

ইউনিট-১


১। পরিবেশ সংরক্ষণে গাছপালা কি ভূমিকা পালন করে?

   উঃ  অক্সিজেন তৈরি করে এবং বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ বরে বায়ু পরিশোধন করে

২। গ্রামীণ গাছপালা দেশের মোট কাঠ চাহিদার কত অংশ পূরণ করে?

   উঃ  ৭০-৯০%

৩। বাংলাদেশের অধিকাংশ মানুষ রান্নার কাজে কী ব্যবহার করে?

   উঃ জ্বালানী কাঠ

৪। চিত্ত বিনোদনে কোনটি প্রধান সহায়ক?

   উঃ বনের নির্মল শান্ত পরিবেশ

৫। বিভিন্ন বনের ধরন বিভিন্ন হয় কেন?

   উঃ ভূপ্রকৃতি, মাটি, জলবায়ুর তরতম্যের কারণে

৬। পাহাড়ি বনাঞ্চলে প্রাপ্ত বনজ সম্পদ গুণগতভাবে কেমন?

   উঃ ভাল নয়

৭। শাল গাছের চারাকে কী বলে

   উঃ গজারী

৭। ম্যানগ্রোভ বন কোনটি?

   উঃ সুন্দরবন

৮। গ্রামীণ বনায়নের জন্য কী করতে হবে?

   উঃ কৃষি কাজের অনুপযোগী পতিত জমিতে গাছ লাগাতে হবে

৯। বনায়ন কাকে বলে?

   উঃ পরিকল্পিত হাছ লাগিয়ে গাছের পরিচর্যা করাকে বনায়ন বলে

১০। বৃক্ষ রোপণের সঠিক পদ্ধতি কী?

   উঃ উপযুক্ত স্থান নির্বাচন বরে গাছ লাগানো

১১। পলিব্যাগের চারা বিভাবে রোপণ করতে হবে?

   উঃ ধারালো ছুরির সাহায্যে পলিব্যাগে লম্বালম্বি করে কেটে মাটির অক্ষত চাকাসহ চারা লাগাতে হবে

১২। গাছের অাগাছা কেন বাছাই করতে হয়?

   উঃ অাগাছামুক্ত চারা সবলভাবে বেড়ে ওঠে

১৩। বৃক্ষ রোপণ পরবর্তী যত্ন কিভাবে নিতে হয়?

   উঃ চারা গাছে ঘেরাবেড়া দিয়ে

১৪। কোন মৌসুমে চারা গাছে পানি সেচ দিতে হয়?

   উঃ খরা মৌসুমে

১৫। চারার গোড়ায় পানি জমে থাকলে?

   উঃ চারা মারা যেতে পারে

১৬। শেড মালচিং চারা গাছকে?

   উঃ সূর্যালোক থেকে রক্ষা করে এবং গাছের অার্দ্র রাখতে সাহায্য করে

১৭। চারা লাগানোর পর প্রথম বছর?

   উঃ তিন বার অাগাছা পরিষ্কার করতে হয়

১৮। উচ্চতা অঞ্চল ভেদে বাংলাদেশের ভূমি কতভাগে ভাগ করা যায়?

   উঃ ভাগে

১৯ নিচু পাহাড়ি অঞ্চলের মাটি কী রকম?

   উঃ এটেল এবং বালিয়াড়ি

২০। ব্রহ্মপুত্র অন্যান্য নদীবাহিত পলি অঞ্চলের মাটি কিরূপ?

   উঃ দোঁঅাশ

২১। নির্দিষ্ট এলাকায় বনায়নের পূর্বে সেখানকার বড় গাছ কী কত হবে?

   উঃ ডালপলা ছেটে দিতে হবে

২২। শিম গাছ কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

   উঃ মাটির নাইট্রোজেন ধরে রেখে

২৩। উঁচু পাহাড়ি এলাকায় প্রধানতঃ কোন ধরণের বৃক্ষ ভাল জন্মে?

   উঃ সার কাঠ উৎপাদনকারী বৃক্ষ সবচাইতে ভাল হয়

২৪। বেলে মাটিতে কত ভাগ বালু কণা থাকে?

   উঃ সত্তরভাগ

২৫। এঁটেল মাটির পানি শােষণ ক্ষমতা কীরূপ? |

   উঃ কম

২৬। মাটির মােট শতকরা ৫০ ভাগ কঠিন পদার্থের মধ্যে জৈব পদার্থের অংশ কত?

   উঃ ৫ ভাগ

২৭। পাথর কণার ব্যাস কত?

   উঃ ২.৫ মিমি.

২৮। মাটির জৈব পদার্থে পচে গিয়ে কী তৈরি হয়?

   উঃ হিউমাস তৈর্কি হয়

২৯। বাংলাদেশের বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাম কত?

   উঃ ১১৯০-৩৪৫০ মিমি,

৩০. গাছ জন্মানাের জন্য আবশ্যক বৃষ্টিপাত শলাদেশের কেমন হয়?

   উঃ প্রয়ােজনের চাইতে বেশি

৩১.সাৱা বছর গাছ জন্মানাের বাংলাদেশের আবাওয়া কেমন |

   উঃ অনুকুলে

৩২ গােবস সার প্রয়গের ফলে কী হয়?

   উঃ মাটি হালকা হয় এবং পানি ধারণ ক্ষন্ড লোশ পায়

৩৩.খৈল ব্যবহারে কী ধরণের সাবধাণতা কানে কয়ড় হয়?

   উঃ রাসায়নিক সারের মতো ক্রিয়া করে

৩৪. জৈব সাৱে মধ্যে সবোকৃষ্ট সার কোনটি?

   উঃ কম্পোষ্ট সার

৩৫। বিল হাওরের উঁচু কিন্তু স্যাঁতস্যাঁতে জমিতে কোন গাছ ভাল জন্মায়?

   উঃ মান্দার, পলাশ, শিমুল, কদম গাছ ভাল জন্মায়

৩৬। নদী বিধৌত পলি অঞ্চলের মাটি উর্বর, তাই এখানে কীভাবে গাছ লাগাতে হবে?

   উঃ বাড়ির অাঙ্গিনাসহ বিভিন্ন পতিত জমিতে কেবল গাছ লাগানো উচিত

৩৭। ঝাউ গাছ কোথায় ভাল জন্মায়?

   উঃ সমুদ্র তীরের বেলে মাটিতে

৩৮। সমুদ্র তীরের কর্দমাক্ত মাটিতে কোন গাছ ভাল জন্মায়?

   উঃ কেওড়া, বাইন, ইত্যাদি ভাল জন্মায়

৩৯। কোন গাছ মাটির প্রায় সকল পিএইচ মানে জন্মাতে পারে?

   উঃ অাকাশমনি

৪০। পেয়ারা গাছ জন্মানোর জন্য মাটির প্রয়োজনীয় পিএইচ মান কত?

   উঃ . থেকে .

৪১। রেল লাইনের ধারে কী ধরণের গাছ লাগানো উচিত?

   উঃ যে সব গাছের ডালপালা বাতাসে সহজে ভেঙ্গে যায় না

Post a Comment

Previous Post Next Post