নার্সারি বন ও বনায়ন
ইউনিট-৪
১। বাংলাদেশের বৎসরে মাথাপিছু কয়টি বাঁশ
ব্যবহৃত হয়?
উঃ ৮-১২টি
২। বাংলাদেশের বৎসরে কত মিলিয়ন বাঁশ
ব্যবৃহৃত হয়?
উঃ ০.৭ বিলিয়ন থেকে ১ বিলিয়ন
৩। বাংলাদেশে দৈনিক কত টন বাঁশ লাগে?
উঃ ১২৫ টন
৪। প্রজাতি ভেদে কত দিন পর
বাঁশে ফুল ফোটে?
উঃ ২৫- ১০০ বছর পর
৫। বীজ থেকে সব সময় বাঁশ চাষ সব হয় না
কেন?
উঃ প্রতি বছর বাঁশের বীজ পাওয়া যায় না বলে
৬। প্রাকৃতিক নিয়মে বাঁশের গােড়া থেকে
চারা বেরিয়ে এসে যে ঝড় বৃষ্টি করে তাকে
কোন পদ্ধতি বলে?
উঃ প্রাকমূল কঞ্চি কলম
৭। শিকড়সহ কঞ্চিকে কী বলে?
উঃ প্রাকমুল কঞ্চি কলম
৮।বাঁশের কাণ্ডকে এক বা
একাধিক গিটে টুকরা করে বেডে লাগিয়ে যে চারা উৎপাদন
করা হয় তাকে কী বলে?
উঃ গিট কম
৯। কত বছর বয়সে বাঁশের ঝাড় থেকে অফসেট
সংগ্রহ করতে হয়?
উঃ ১ থেকে ৩ বছর
১০।১-৩ বছর বয়সে বাশের মোথার রং কী রকম হয়?
উঃ হালকা হলুদ
১১। অফসেট সংগ্রহের জন্য উৎকৃষ্ট সময়
কোনটি?
উঃ চৈত্র মাস
১২। অফসেট লাগানাের পর নতুন পাতা ও কুড়ি
গজাতে কতদিন সময় লাগে?
উঃ ১৫ থেকে ২০ দিন
১৩। একটি অফসেট এর উচ্চতা কত হয়?
উঃ ১-১.৫ মিটার
১৪। কখি কলম করার জন্য কোন
ধরণের বাঁশ নির্বাচন করতে হয়?
উঃ মাথা ভাঙ্গা কিন্তু কঞ্চির গােড়ায় মূল
আছে এমন।
১৫।গিট কলম কীভাবে করতে হয়।
উঃ সদ্য কাটা বাৰ্শকে ১-৩ গিট লম্বা টুকরাে অস্থায়ী বেডে লাগিয়ে
১৬। বাঁশ চাষের উপযুক্ত স্থান কোনটি?
উঃ জলাবদ্ধ ও লবণাক্ত স্থান ছাড়া অন্য যে কোন
স্থান
১৭। বাংলাদেশের কত প্রজাতির বেত পাওয়া
যায়?
উঃ সাত প্রজাতি
১৮। বেতের কাণ্ডের দৈর্ঘ্য কত হয়?
উঃ ৩০-১০০ মিটার
১৯। গােল্লা বেত প্রধানতঃ কী কাজে ব্যবহৃত
হয়?
উঃ লাঠি ও হাতার বাট তৈরিতে
২০।কীভাবে বেতের চাষ করা যায়?
উঃ বীজ এবং মুথা উভয় দ্ধারা।
২১।কোন বেত বছরে দুইবার ফল
দেয়-
উঃ গােল্লা বেত ।
২২।নিম্ন
তাপমাত্রায় শুকনাে বেতের বীজ্ কতদিন সংরক্ষণ করা যায়?
উঃ এক বছর
২৩। পাকা ফল সগ্রহ করার কত দিনের মধ্যে
সংগৃহিত বীজ বপন করতে হয়?
উঃ ১০ থেকে ১৫ দিন।
২৪। বীজ বপনের পর চারা গজাতে কত দিন
পর্যন্ত সময় লাগে?
উঃ প্রজাতি ভেদে ৩ থেকে ১৩ সপ্তাহ
২৫। বেতের চারা থেকে চারার দূরত্ব কত
হওয়া উচিত?
উঃ ২.৫-৩মি,
২৬।কত বছর বয়সে বেত ঝাড়
থেকে বেত সংগ্রহ করা যায়?
উঃ ৭-১২ বছর।
২৭। পাটিপাতা বা মূর্তা কোন
ধরণের জমিতে চাষ করা হয়?
উঃ যে জমিতে ধান, পাট বা কোন অর্থকারী ফসল হয় না।
২৮। কীভাবে পাটিপাতা চাষ করা যায়?
উঃ বীজ, মােথা ও কাণ্ড কাটিং দিয়ে
২৯।কোন মাসে পাটিপাতায় ফুল
আসে?
উঃ মাঘ- ফাল্গুন মাসে
৩০।কোন মাসে পাটিপাতা সংগ্রহ
করা যায়?
উঃ চৈত্র-বৈশাখ মাসে
৩১।একটি ফলের ভিতর কতটি বীজ
থাকে?
উঃ দুই বা তিনটি
৩২। ফল সংগ্রহের কত দিনের মধ্যে বীজ বপন
করা উচিত?
উঃ কয়েক দিনের মধ্যেই।
৩৩। বীজতলায় বীজ বপনের কতদিনের মধ্যে
চারা গজাতে শুরু করে?
উঃ ২০-২৫ দিনের মধ্যে
৩৪। পলিব্যাগে উত্তোলিত
চারা কতদিন রাখা যায়?
উঃ এক বছর
৩৫। কোন মাসে পাটিপাতার চারা লাগানাে হয়?
উঃ বৈশাখ-জৈষ্ঠ মাসে
৩৬। কোন ধরনের জমিতে পাটিপাতা ভাল জন্মে?
উঃ অপেক্ষাকৃত উচু জমিতে
৩৭। একটি মােথা থেকে আরেকটি মােথার দূরত্ব
কত হওয়া উচিত?
উঃ ০.৫ মি.
৩৮। মােথা থেকে উৎপন্ন
পাটিপাতার গাছ কতদিন পর কাটার উপযুক্ত হয়? |
উঃ দুই বছর পর।
৩৯।বীজ বা ডাল কেটে লাগানাে
গাছ কতবছর পর কাটার উপযুক্ত হয়?
উঃ দুই বছর পর ( ২-৩ বছ)
৪০। কোন মাসে পাটিপাতা কাটতে হয়?
উঃ মার্চ- এপ্রিল
Post a Comment