নার্সারি বন ও বনায়ন, ইউনিট-৩

 নার্সারি বন ও বনায়ন 

ইউনিট-৩


বসতবাড়ির আঙ্গিনায় বৃক্ষরােপন কেন করতে হয়?

   উঃ জ্বালানি কাঠ পাওয়ার জন্য।

২ বসতবাড়ির আঙ্গিনায় বৃক্ষরােপন এর কৌশল কী?

   উঃ বসতবাড়ির চারিপাশে পরিকল্পিতভাবে বৃক্ষরােপন করতে হবে

বসতভিটায় চারা লাগানাের জন্য নির্দিষ্ট স্থানের কী ব্যবস্থা নিতে হবে।

   উঃ যেখানে ১৫x.৫ মিটারে কঁকা জায়গা আছে তা নির্বাচন করে গাছ লাগাতে হবে।

বাংলাদেশের প্রকৃত বৃক্ষবৃত এলাকার পরিমাণ কত?

   উঃ দশ ভাগের কম

বসতবাড়ির চারা গাছ লাগানাের জন্য সৃষ্ট গর্তের আয়তন কত?

   উঃ ১xx১ মিটার

বসতবাড়ির উত্তর পার্শ্বে কী ধরণের গাছ লাগানাে উচিত?

   উঃ সরু, দীর্ঘ কাণ্ড ও শক্ত ডালপালা বিশিষ্ট কাঠ ও ফলের গাছ

বসতবাড়ির পুকুর পাড়ে কী ধরণের গাছ লাগানাে যায়?

   উঃ কড়ই, মেহগনি, কদম, রেইনট্রি ও পিটালি ইত্যাদি

বাঁধ ও রাস্তার ধারে বৃক্ষরােপন কেন প্রয়ােজন?

   উঃ বন ভূমির পরিমান বৃদ্ধি করার জন্য

বাঁধ ও রাস্তার ধারে গাছ লাগিয়ে কীভাবে পরিচর্যা করতে হবে?

   উঃ চারার গোড়ায় মাটি ভিজে রাখতে হবে।

১০ব্যস্ত রাস্তার ধারে কী ধরণের গাছ লাগানাে উচিত?

   উঃ চিকন এবং কম পাতা সর্ব গাছ লাগানাে উচিত

১১রাস্তার ধারে ফলন বৃক্ষ লাগানাে উচিত নয় কেন?

   উঃ সড়ক দুর্ঘটনা আশংকাজন ভাবে বৃদ্ধি পেতে পারে

১২বাঁধের ধারে কোন ধরণের গাছ লাগানাে উচিত?

   উঃ বহুস্তরী

১৩তুঁত গাছের কোন অংশ অধিক প্রয়োজন?

   উঃ পাতা

১৪তুঁত গাছ কোন শিল্পে ব্যবহার হয়?

   উঃ রেশম শিল্পে

১৫তঁতের নার্সারি করার উপযুক্ত সময় কখন?

   উঃজুলাই-আগস্ট

১৬বাংলাদেশের তঁতের চারা জন্মানাের প্রচারিত পদ্ধতি কী?

   উঃশাখা কলমের মাধ্যমে

১৭তঁতের শাখা কলম লাগানাের সারি থেকে সারির দূরত্ব কত রাখা উচিত?

   উঃ ৪৫ সে.মি.

১৮তুঁত গাছে অধিক পাতা উৎপাদনের জন্য কী করা উচিত?

   উঃ নিয়মিত ডাল ছাটাই করা উচিত।

১৯রেশম কীটের জন্য তুঁত গাছ থেকে কয় বছর পাতা সগ্রহ করা যায়?

   উঃ দুই থেকে আড়াই বৎসর

২০তুঁত গাছের চারা রােপনের সময় কী করতে হয়?

   উঃ চারার আগা এবং গােড়া হেঁটে দিতে হয়।

২১রেশম উৎপাদন বলতে কী বুঝায়?

   উঃ বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পােকার লালন

২২রেশম পােকা বা পলু পালনের জন্য প্রয়ােজন কেমন পাতা?

   উঃ তুঁত পাতা

২৩পলু পােকার ঘরের আয়তন কত হওয়া আবশ্যক? |

   উঃ ৭মি. x ৫মি,

২৪পলু ঘরের বাতাসের তাপমাত্রা ও বাতাসের জলীয় বাষ্প মাপার জন্য আবশ্যক কোনটি?

   উঃ ড্রাই-ওয়েট বা থার্মোমিটার

২৫পলু পােকা কয়বার খােলস বদলায়?

   উঃ পাঁচবায়

২৬কোন অবস্থায় আসার পর পলু থেকে গুটি তৈরি হয়?

   উঃ পঞ্চম অবস্থায়

২৭কোন অবস্থায় পলুকে কচি পাতা চৌকা করে কেটে দিতে হয়।

   উঃ প্রথম অবস্থায়

২৮পলুকে পরিপক্ক পাতা কখন দিতে হয়?

   উঃ পঞ্চম অবস্থায়

২৯চন্দ্রকীতে দেয়ার কয়দিন পর গুটি তােলা উচিত?

   উঃ গরমের সময় দিনে এবং শীতের সময় ১০ দিন পর

৩০রেশম পােকা গুটি কীভাবে শুকানাে উচিত?

   উঃ রােদে

Post a Comment

Previous Post Next Post