নার্সারি বন ও বনায়ন, ইউনিট-৫

 নার্সারি বন ও বনায়ন 

ইউনিট-৫


প্রতিবেশগত ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মােট কত অংশ বন থাকা অপরিহার্য?

   উঃ ২৫ শতাংশ

বেসরকারি হিসাবে বাংলাদেশের মােট বনভূমির পরিমান কত?

   উঃ প্রায় ৬ শতাংশ

বনাঞ্চল ধ্বংস হওয়ার প্রধান কারণ কী?

   উঃ জনসংখ্যা অপরিকল্পিত বৃদ্ধি

বাংলাদেশের অরণ্যের সংখ্যা মােট কয়টি?

   উঃ৯টি

কোন অঞ্চলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গাছপালা কাটা যায় ও বন্যপ্রাণী শিকার করা যায়?

   উঃ গেম রিজার্ভ এলাকায় (সংরক্ষিত শিকার অঞ্চল)

কোন এলাকায় গাছপালা কাটা ও বন্যপ্রাণী শিকার সম্পূর্ণ নিষিদ্ধ?

   উঃ জাতীয় উদ্যানে।

৭ বাংলাদেশের কোথায় গেম রিজার্ভ আছে?

   উঃটেকনাফে

সুন্দরবন বাংলাদেশের একটি

   উঃ অভয়ারণ্যের নাম

বলধা গার্ডেন কোথায় অবস্থিত?

   উঃ ঢাকায়

১০প্রথম বন আইন কত সালে প্রণীত হয়?

   উঃ ১৮৬৫ সালে

১১বন কর্মকর্তাগণ হলেন-

   উঃ সরকারি কর্মকর্তা।

১২বন আইনের সর্বশেষ সংশােধন কোন সালে হয়?

   উঃ ১৯৮১ সালে

১৩ সংরক্ষিত বন কাকে বলে?

   উঃযে বনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ প্রবেশ বা কোন প্রকার কার্য করতে পারেনা।

১৪রক্ষিত বন কোনটি?

   উঃ যে বনের নির্দিষ্ট নিষিদ্ধ কাজসমূহ ছাড়া অন্যান্য কাজ করা যায়

১৫বন আইন মােট ধারার সংখ্যা কয়টি?

   উঃ৮৬টি।

১৬সংরক্ষিত বনে অনধিকার প্রবেশের শাস্তি কী?

   উঃ ছয়মাস কারাদন্ড এবং দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা।

১৭ সংরক্ষিত বনে বিনা অনুমতিতে কাঠ আহরণের সর্বোচ্চ শাস্তি কী? |

   উঃ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

১৮সংরক্ষিত বনে অনধিকার প্রবেশ বা গবাদি পশু চারণ করার শান্তি কী?

   উঃ ৬মাস মেয়াদের কারাদণ্ড এবং ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

১৯সংরক্ষিত বনে অগ্নি প্রতি করার সর্বোচ্চ শাস্তি কী?

   উঃ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

২০বন কর্মকর্তারা সরকারের লিখিত অনুমতি ব্যতিরেখে।

   উঃ কাঠের ব্যবসা বা ঠিকাদারী কিছুই করতে পারেন না।

২১ইট পােড়ানাে আইন কার্যকর হয় কোন তারিখ থেকে?

   উঃ পহেলা জুলাই ১৯৮৯ সাল থেকে

২২ইট পােড়াননা আইনের উদ্দেশ্য কী?

   উঃ জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পােড়ানাে নিষিদ্ধ কল।

২৩ ইট পােড়ানাে (নিয়ন্ত্রণ) আইনে জ্বালানি অর্থ কী?

   উঃ বাশের মরা মােথা ব্যতীত যে কোন উদ্ভিদজাত জ্বালানি।

২৪ ইট পোড়ানাের জন্য প্রদত্ত লাইসেন্স কত বছর পর্যন্ত বৈধ থাকে?

   উঃ ৫ বছর

২৫ইট পােড়ানাের অন্য কোথা হতে বা কীভাবে অনুমতি নিতে হবে?

   উঃ জেলা প্রশাসকের নিকট থেকে নির্বাচিত ফরম লাইসেন্স সংগ্রহ করতেহবে

২৬ইট পােড়ানাে সংরক্ষণ আইন সংঘনের সর্বোচ্চ শাস্তি কী?

   উঃ ৬ মাস পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা পর্যন্ত

২৭|বন্যপ্রাণী আইনের প্রথম তফসিলে কী উল্লেখ আছে?

   উঃ যে সব প্রাণী শিকার করা বৈধ তার তালিকা রয়েছে।

২৮বণ্যপ্রাণী আইনে কোন কোন প্রাণী শিকারের জন্য অনুমতি প্রদান করা যেতে পারে?

   উঃ যে সব প্রানী জনজীবন বিপন্ন করে তােলে

২৯বন আইন লংঘনের সবাের্চ শাস্তি কী?

   উঃ ছয় মাস পর্যন্ত জেল এবং এক হাজার টাকা জরিমানা

৩০অভয়ারণ্য বলতে কী বুঝায়?

   উঃ যে অরণ্যে শিকার নিষিদ্ধ হওয়ার বন্যপ্রাণী নির্ভয়ে বসবাস করতে পারে

Post a Comment

Previous Post Next Post