নার্সারি বন ও বনায়ন
ইউনিট-৬
১। গ্রামাঞ্চলে শতকরা কতভাগ ঘরবাড়ি বাঁশের তৈরি?
উঃ ৯৫ ভাগ
২। বাঁশকে সিজিনং করলে স্থায়িত্ব কতগুণ বৃদ্ধি পায়?
উঃ ২-৩ গুণ
৩। সাধারণত মাটির কত উপরে গাছ কাটলে সবাের্ড পরিমাণ কাঠ পাওয়া
যায়?
উঃ ১০ সেমি,
৪।কপিসিং এর ক্ষেত্রে
কত উপায়ে গাছ কাটলে সবাের্ড পরিমাণ কাঠ ও ডালপালা পাওয়া যাবে?
উঃ ১০ মিমি. এর নিচে
৫।কীভাবে গাছ কাটা
সুবিধাজনক?
উঃ করাত কুড়াল উভয়ের ব্যবহারে
৬।কাঠের লগ কাকে বলে?
উঃ কঠির খণ্ডিত অংশকে
৭।লগের দৈর্ঘ্য সাধারণত কত?
উঃ ২-২.৫ মিটার
৮।লগের সঠিক ব্যাসার্ধ
পাওয়ার জন্য কয়টি মাপ নিয়ে গড় করতে হয়?
উঃ তিনটি
৯। একটি গাছ কাটার পর কাণ্ডকে কী সাইজে কাটা হয়।
উঃ ২-২.৫ মিটার
১০। সিজনিং
কাকে বলে?
উঃ নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে পানি বের করে নেয়াকে সিজনিং বলে।
১১। সূর্যালােকে কয়মাস কালে কাঠ থেকে যথেষ্ট
পানি বের হয়ে যাবে?
উঃ তিন মাস
১২।সিজনিং করলে কাঠে পানির
পরিমাণ সর্বনিম্ন কত হয়?
উঃ ১২%
১৩।রোদে
সিজনিং করলে কাঠে পানির পরিমাণ কত হয়?
উঃ ২০ভাগ
১৪।নিয়ন্ত্রিত পদ্ধতিতে কতদিনের মধ্যে সিজনিং সম্পন্ন হয়
উঃ ৩ সপ্তাহ
১৫। ক্লিন পদ্ধতিতে কাঠে প্রথমে বাম্প ঢােকানাে হয় কেন?
উঃ কাঠের সকল স্থানে পানির পরিমাণ সমান করে
পরবর্তীতে সমভাবে বের করে আনার জন্য
১৬।বাঁশ সিজনিং এর উকুষ্ট
পদ্ধতি কী?
উঃ রায়সায়নিক পদ্ধতি
১৭। নার্সারি ব্লকের মধ্যবর্তী রাস্তার প্রশস্ত
কত?
উঃ ১.৫ মিটার হওয়া উচিত
১৮। নার্সারি বেড় পূর্ব পশ্চিম লম্বালম্বি রাখার কারণ কী?
উঃ এতে সব চারা সমানভাবে সূর্যালােক পাবে।
১৯। নার্সারির এক বেড থেকে অন্য বেডের দূরত্ব কত?
উঃ ০.৫০ সেমি,
২০। নার্সারির বেড় তৈরি কত গভীর পর্যন্ত মাটি কণ
করতে হয়? |
উঃ ৩০ সে.মি,
২১। নার্সারি বেডের মাপ সাধারণত কী রকম হয়?
উঃ ১২ মি. দৈর্ঘ্য ও ১ মি, প্রস্থ
২২। সল্প মেয়াদি প্রজাতির ক্ষেত্রে রােপিত বীজের পারস্পরিক
দূরত্ব কত হওয়াগ উচিত?
উঃ ৫ সে.মি,
২৩। দীর্ঘ মেয়াদি প্রজতির ক্ষেত্রে রােপিত বীজের
পারস্পরিক দূরত্ব কত হওয়া উচিত?
উঃ ১০ সেমি,
২৪। একই ধরণের সব বীজ এক সঙ্গে লাগানাে উচিত নয় কেন?
উঃ উত্তোলিত সব চারা এক সাথে দরকার হয়না তাই।
২৫।বেড থেকে চারা তোলার পর-
উঃ চারার শিকড়ুগুলি অনাবৃত রাখতে হবে।
২৬ । চারা বেড থেকে তোলার সময়-
উঃ গোড়ায় মাটি সহ তুলতে হবে
২৭ । চারার উচ্চতা কত হলে মাঠে লাগানো উপযুক্ত হয়?
উঃ ২.৫ মিটার
২৮। চারার পরিবর্তে স্ট্যাম্প কখন রোপন করা হয়?
উঃ যে সমস্ত গ্রজাতির চারার বৃদ্ধি আশানুরূপ হয় না
২৯। কোন বয়সের চারার স্ট্যাম্প করতে হয়?
উঃ ১০ থেকে ১২ মাস বয়সের চারা
৩০।স্ট্যাম্পে শিকড় ও কাণ্ডের পরিমাণ কতটুকু?
উঃ শিকড় ১৫ সেমি. ও কাণ্ড ৬-৭ সেমি,
৬৭। স্ট্যাম্প কখন মাঠে লাগাতে হয়?
উঃ বর্ষার শুরুতে
৩১। স্ট্যাম্পে লাগানোর জন্য গর্তের গভীরতা কত হওয়া প্রয়োজনঃ
উঃ পলিব্যাগের চারার সমান
৩২।কী কী গাছের স্ট্যাম্প করা হয়?
উঃ সেগুন, শিমুল ও জারুল
৩৩। স্ট্যাম্প কখন লাগতে হয়?
উঃ বর্ষা শুরুর আগে কিন্তু মাটিতে আর্দূ্ভা আসার পর
৩৪ ।কোন গাছের শিকড় খবু শক্ত এবং সহনশীল হয়
উঃ সেগুন
৩৫ স্ট্যাম্পের কত অংশ মাটির নিচে লাগাতে হবে?
উঃচারা অস্থায় যত খানি মাটির নিচে ছিল
৩৬।কি কারণে বড় চারা রোপন করতে হয়?
উঃ চারার পাতা ও শীর্ষকুঁড়ি গরু, ছাগল এবং দুষ্ট ছেলেমেয়ের হাত থেকে বাইরে রাখার জন্য
৩৭। বড় চারা রোপনের সুবিধা কী?
উঃ বড় চারা অবুঝ ছেলেমেয়ে ও গবাদি পশুর অনিষ্ট থেকে রক্ষা পায়।
৩৮। বড় চারার উচ্চতা কত হওয়া উচিত?
উঃ ২৫ মি.
৩৯ । বড় চারা কোথায় লাগানো হয়ে থাকে?
উঃ গণজমায়েত ও গণচলাচল স্থানে
৪০ ।বড় চারা তৈরির জন্য পলিব্যাগের মাপ কত?
উঃ২৫ সেমি × ১৫ সেমি
৪১। বড় চারা তৈরির জন্য নার্সারিতে চারা কত বছর রাখতে হয়?
উঃ ১.৫ বছর-২বছর
৪২। নাসারিতে বড় হতে ছোট চারার শ্রেণিকরণ করে কেন রাখতে হয়?
উঃ যাতে ছোট বড় সকল চারা সমানভাবে আলো বাতাস পার
৪৩। পলিব্যাগের বাইরে আসা শিকড় ছেটে দিতে হয় কেন?
উঃ মাটি থেকে শিকড় সহ চারা টেনে তুললে চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে
৪৪। বড় চারার উচ্চতা কত হলে মাঠে লাগানো যায়?
উঃ২.৫মি
৪৫। ট্রেন্স পদ্ধতিতে নার্সারি বেডের আয়তন কত হয়?
উঃ ১২ মিটার × ১মি
৪৬। বেডে বীজ রোপন করে একটি থেকে অপরটির দূর কত হবে?
উঃ ১৫ সেমি
Post a Comment