নার্সারি বন ও বনায়ন, ইউনিট-২

নার্সারি বন ও বনায়ন 

ইউনিট-২



১। মেহগনির কাঠ কেমন হয়?

   উঃ কাঠ খুব শক্ত ও ভারি

২।কোন সময় মেহগনির বীজ বপন করতে হয়?

   উঃ মার্চ-এপ্রিল মাসে

৩।সেগুন বীজ কীভাবে লাগতে হয়?

   উঃ জাগ পদ্ধতিতে বীজ বপন করতে

৪। সেগুনের কত বয়সের চারা নার্সারি থেকে তােলার উপযুক্ত হয়?

   উঃ এক বছর বয়সের চারা

৫। কোন সময় সেগুনের চারা লাগানাের সর্বোকৃই সময়?

   উঃ জুলাই মাস

৬।কোন কাঠ থেকে ভাল কয়লা পাওয়া যায়?

   উঃ শিশু কাঠ

৭। জারুল গাছ কোন অঞ্চলে বেশি হয়?

   উঃ পাহাড়ি বনাঞ্চলে

৮। জারু গাছের ফুলের রঙ কেমন হয়?

   উঃ বেগুনী

৯। খুঁটি ও বাড়িঘর নির্মাণে কোন কাঠ সার্বধিক ব্যবহৃত হয়?

   উঃ জারুল কাঠ

১০। কোন সময় শিলকড়ই গাছের বীজ সগ্রহ করতে হয়?

   উঃ মার্চ-এপ্রিল মাসে

১১। রেইনট্রির বিশেষত্ব কী?

   উঃ খুব তাড়াতাড়ি ডালপালা ছড়িয়ে এ গাছ বিশাল আকৃতি ধারণ করে

১২। কোন বয়সের রেইনট্রির চারা রােপণের উপযুক্ত হয়?

   উঃ ৪ মাসের

১৩।ইপিল ইপিল বৃক্ষকে অবাক বৃক্ষ বলা হয় কেন?

   উঃ পরিবেশ সংরক্ষণ, জ্বালানি সংকট নিরসন, পশু খাদ্য এবং অন্যান্য বহুবিধ ব্যবহারের জন্য।

১৪। কী ধরণের মাটিতে ইপিল ইপিল গাছ ভাল জন্মে?

   উঃ ক্ষারযুক্ত মাটিতে

১৫।শােভাবর্ধক গাছ মানুষের কী প্রয়ােজনে আসে?

   উঃ চিত্ত বিনােদনের মাধ্যমে নান্দনিক প্রয়ােজন মিটার।

১৬।দেবগুরু গাছ কী কাজে ব্যবহৃত হয়?

   উঃ তােরণ নিমার্ণ, ফুলের তােড়া তৈরি ও শােভাবর্ধনকারী বৃক্ষ হিসেবে

১৭। সােনালু গাছের বীজ কখন সগ্রহ করতে হয়?

   উঃ মার্চ-এপ্রিল মাসে

১৮।কোন ফুল থেকে উদ্ধায়ী তেল ও রং পাওয়া যায়?

   উঃ চম্পাফুল

১৯।কোন সময় কৃষ্ণচূড়া গাছের বীজ বপন করতে হয়?

   উঃ মার্চ-এপ্রিল মাসে

২০। কৃষ্ণচূড়া কাঠ কী কাজে ব্যবহৃত হয়?

   উঃজ্বালানি হিসেবে

২১। সােনা গাছের ফল দেখতে কী রকম?

   উঃ কালাে বর্ণের লাঠির মত

২২। কোন ফুলের নির্যাস থেকে মূল্যবান সুগন্ধি তৈরি হয়?

   উঃ চম্পাফুল

২৩। ঝাউ গাছ কি ধরণের মাটিতে ভাল জন্মায়?

   উঃ বেলে মাটিতে

২৪। কোন গাছের পাতা থেকে শোঁ শোঁ শব্দ উৎপাদিত হয়?

   উঃ ঝাউগাছ

২৬। বাংলাদেশের ঔষধ তৈরিতে যে সব উদি ব্যবহার করা হয়, তা কত ভাগ দেশজ উদ্ভিদ?

   উঃ ৩০ ভাগ |

২৭।কোন তিনটি ফলকে একত্রে ত্রিফলা বলা হয়?

   উঃ আমলকি, বহেরা ও হরিতকি

২৮। কোন গাছের পাতা, ফল, বাকল, ডাল শিকড় সবই ঔষধ হিসেবে ব্যবহৃত হয়-

   উঃ নিম

২৯। অর্শ রােগ কোন ভেষজ উদ্ভিদ ব্যবহৃত হয়?

   উঃ হরিতকি

নােট হাপানি নিরাময়ে হরিতকি উদ্ভিদ কাজ করে।

৩০।কোন গাহের হাল হুদােগর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়?

   উঃ অর্জুন

৩১।কোন গাছের হল চর্মরােগ নিরাময়ের জন্য উপকারী?

   উঃ মহুয়া

৩২। লেখার কালি ও শ্যাম্পু তৈরিতে কোন গাহের ফুল ব্যবহৃত হয়? |

   উঃ আমলকি

৩৩।ক্ষেতের পােকামাকড় দমনে কোন গাছের খৈল ব্যবহৃত হয়?

   উঃ নিম

৩৪। কোন ফল সব চাইতে বেশি ভিটামিন সি সমৃদ্ধ।

   উঃ আমলকি

৩৫। কোন গাছের ফল কাশি ও ব্রঙ্কাইটিস রােগের নিয়ামক।

   উঃ মহুয়া

Post a Comment

Previous Post Next Post